General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প – PDF

Hydro Power Plants in India

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্পের তালিকা । ( ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহের তালিকা, List Hydro Electric Power Plant in India )

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্পের তালিকা

নামনদীঅবস্থান
তেহরিভাগীরথীউত্তরাখন্ড
শ্রীশৈলমকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
নাগার্জুনসাগরকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
সর্দার সরোবরনর্মদাগুজরাট
বাষ্পাবাষ্পাহিমাচল প্রদেশ
নাথপা ঝাকড়িশতদ্রুহিমাচল প্রদেশ
ভাকরাশতদ্রুপাঞ্জাব
পান্ডবিপাশাহিমাচল প্রদেশ
বাইরা সিউলরবিহিমাচল প্রদেশ
চামেরারবিহিমাচল প্রদেশ
পংবিপাশাহিমাচল প্রদেশ
উড়িবিতস্তাজম্মু ও কাশ্মীর
ডালহাস্তিচেনাবজম্মু ও কাশ্মীর
সালালচেনাবজম্মু ও কাশ্মীর
শরাবতীশরাবতীকর্ণাটক
কালীনদীকালীনদীকর্ণাটক
ইদুক্কিপেরিয়ারকেরালা
বনসাগরসোনমধ্য প্রদেশ
বর্গীনর্মদামধ্য প্রদেশ
ওমকারেশ্বরনর্মদামধ্য প্রদেশ
ইন্দিরা সাগরনর্মদামধ্য প্রদেশ
লোকটাকমনিপুরমনিপুর
কয়নাকয়নামহারাষ্ট্র
ভিরামূলশি বাঁধমহারাষ্ট্র
তিস্তাতিস্তাসিকিম
তানাকপুরসারদাউত্তরাখন্ড
ধৌলিগঙ্গাধৌলিগঙ্গাউত্তরাখন্ড
লোহারিনাগ পালাভাগীরথীউত্তরাখন্ড

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য

  • বিশ্বে জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে –  চীন ।
  • জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান বিশ্বে সপ্তম
  • ব্রাজিল, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ভেনেজুয়েলা প্রভৃতি দেশগুলির শক্তির একমাত্র উৎস জলবিদ্যুৎ।
  • পৃথিবীর মোট উৎপাদিত শক্তির প্রায় ২০% হলো জলবিদ্যুৎ।
  • প্যারাগুয়ে হলো এমন একটি দেশ যার উৎপাদিত শক্তির ৯০% অন্যান্য দেশে সরবরাহ করা হয়।
  • আন্তর্জাতিক জলশক্তি সংস্থা (International Hydropower Association ) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে।
  • ১৮৭৮ সালে, ইংল্য‌ান্ডের উইলিয়াম জর্জ আর্মস্ট্রং জলবিদ্য‌ুৎ শক্তিকে কাজে লাগিয়ে একটি ছোট বৈদ্য‌ুতিক ল্য‌াম্প জ্বালাতে সক্ষম হন।
  • ১৮৮১ সালে আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতের কাছে জলবিদ্য‌ুৎ কেন্দ্র গড়ে তোলা হয় এবং কেন্দ্রটি থেকে বিদ্য‌ুৎ উৎপাদনও শুরু হয়।
  • ১৮৯৮ সালে দার্জিলিং-এর সিদ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে। সমগ্র এশিয়া মহাদেশে গড়ে ওটা জলবিদ্য‌ুৎ প্রকল্পের মধ্য‌ে এটি অগ্রগণ্য‌।

Download in PDF format

File Name : ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প
Format : PDF
File Size : 213 KB
No. of Pages : 02


Download

আরো দেখে নাও :

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর

ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF

গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )

পশ্চিমবঙ্গের নদনদী

ভারতের জাতীয় উদ্যান

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )

ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )

ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

মহারাষ্ট্রের কোয়না জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন ?

দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা, এই নদীগুলির গতিপথে জলপ্রপাতের সংখ্যা বেশি, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল ভূতাত্ত্বিক দিক থেকে সুস্থিত, দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল ইত্যাদি প্রচলিত শক্তি সম্পদের অভাব, দক্ষিণ ভারতে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন ঘটায় বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে।

ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?

ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হল দার্জিলিং-এর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত।

 হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? 

ওড়িশা রাজ্যে, মহানদী নদীর উপরে 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button