Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের প্রধান লোহা উৎপাদক অঞ্চল – PDF Download

Most Iron Producing Areas in India

ভারতের প্রধান লোহা উৎপাদক অঞ্চল

আজকের আমরা আলোচনা করবো ভারতের প্রধান লোহা উৎপাদক অঞ্চল বা ভারতের লৌহ  উৎপাদক অঞ্চলের তালিকা নিয়ে। তার আগে আমরা দেখে নেবো লোহার প্রধান প্রধান আকরিক তালিকা।

দেখে নাও : বিভিন্ন ধাতুর আকরিক তালিকা । List of Important Metals and their Ores

লোহার প্রধান আকরিক তালিকা

আকরিকের নামলোহার পরিমানরং
ম্যাগনেটাইটগড়ে ৭৫%কালো
হেমাটাইটগড়ে ৭০%লাল, গাঢ় বাদামি
লিমোনাইটগড়ে ৬০%হলদে বাদামি
সিডেরাইটগড়ে ৪৮%ধূসর বাদামি
বগ আইরনগড়ে ৩৩%ধূসর
লোহার প্রধান আকরিক তালিকা

রাজ্যভিত্তিক লোহা-উত্তোলক অঞ্চলসমূহ

ওড়িশা :

  • ভারতে উৎপাদনে : প্রথম
  • উত্তোলক স্থান : ময়ূরভঞ্জ জেলা, গরুমহিসানি, বাদাম পাহাড়, সুলাই পাহাড়, বোনাই পাহাড়, কেওনঝর
  • ব্যবহৃত হয় : রাউরকেল্লা, জামশেদপুর, বোকারো স্টিল প্লান্টে ।

কর্ণাটক :

  • ভারতে উৎপাদনে :  দ্বিতীয়
  • উত্তোলক স্থান : কুদ্রেমুখ, বাবাবুদান পাহাড়, সান্দুর হসপেট
  • ব্যবহৃত হয় : ভদ্রাবতী ও বিজয়নগরে ।

কুদ্রেমুখ হল কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় অবস্থিত উৎকৃষ্ট মানের ম্যাগনেটাইট খনি। এই খনির লৌহ ভদ্রাবতী লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয় এবং এছাড়া ম্যাঙ্গালোর সমুদ্র বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হয়।

গোয়া :

  • ভারতে উৎপাদনে :  তৃতীয়
  • উত্তোলক স্থান : পীরনা, সিরিগাঁও, কুডনেম, বিচোলিম, সাতারি, বারজান
  • ব্যবহৃত হয় : মার্মাগাঁও বন্দর দিয়ে বিদেশে লৌহ আকরিক রপ্তানি হয়।

ছত্তিসগড় :

  • ভারতে উৎপাদনে :  চতুর্থ
  • উত্তোলক স্থান : দাললীরাজহারা, বাইলাডিলা (বস্তার জেলা )
  • ব্যবহৃত হয় : দাললীরাজহারার আকরিক ভিলাই এবং বাইলাডিলার আকরিক বিশাখাপত্তনমে ব্যবহৃত হয়।

ঝাড়খন্ড :

  • ভারতে উৎপাদনে :  পঞ্চম
  • উত্তোলক স্থান : নোয়ামুন্ডি, গুয়া, বুদাবুরু, পানশিরাবুরু, ডালটনগঞ্জ
  • ব্যবহৃত হয় : জামশেদপুর, দুর্গাপুর, বার্নপুর, কুলটি স্টিল প্লান্টে ব্যবহৃত হয়।

এছাড়াও , অন্ধ্রপ্রদেশ (নেলোর, কুডাপ্পা, কুর্নুল, অনন্তপুর ) , মহারাষ্ট্র (সিন্ধুদুর্গ, রত্নগিরি, চন্দ্রপুর ) তে লৌহ আকরিক পাওয়া যায়।

লৌহ আকরিক উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। প্রথম স্থানে রয়েছে চীন।

এই নোটটির PDF ভার্সন নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section :

  • File Name : ভারতের প্রধান লোহা উৎপাদক অঞ্চল – PDF Download – বাংলা কুইজ
  • File Size : 2 MB
  • Format : PDF
  • No. of Pages :  03
  • Language : Bengali

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button