রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বিজয়ীদের তালিকা – PDF
Rajiv Gandhi Khel Ratna Awards: Full list of winners
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার
খেলাধুলার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার বা সম্মান হলো রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়। এই পুরস্কার প্রদান করে ভারত সরকার। এই পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে জাতীয় স্তরে বিশিষ্ট অবদানের জন্য। এটি একটি বার্ষিক পুরস্কার। এই পুরস্কার একজন খেলয়ার সারা জীবনে শুধুমাত্র একবারই পেতে পারেন।
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার জয়ীদের তালিকা
নং | খেলোয়াড়ের নাম | ক্ষেত্র | সাল |
---|---|---|---|
১ | বিশ্বনাথ আনন্দ | দাবা | ১৯৯১-৯২ |
২ | গীত শেঠী | বিলিয়ার্ডস | ১৯৯২-৯৩ |
৩ | কমান্ডার হোমি ডি মতিওয়ালা কমান্ডার পি কে গার্গ | নৌবাইচ | ১৯৯৩-৯৪ |
৪ | কর্ণম মালেশ্বরী | ভারোত্তোলন | ১৯৯৪-৯৫ |
৫ | কুঞ্জরানী দেবী | ভারোত্তোলন | ১৯৯৫-৯৬ |
৬ | লিয়েন্ডার পেজ | লন টেনিস | ১৯৯৬-৯৭ |
৭ | শচীন টেন্ডুলকার | ক্রিকেট | ১৯৯৭-৯৮ |
৮ | জ্যোতির্ময়ী সিকদার | অ্যাথলেটিক্স | ১৯৯৮-৯৯ |
৯ | ধনরাজ পিল্লাই | হকি | ১৯৯৯-২০০০ |
১০ | পুল্লেলা গোপীচাঁদ | ব্যাডমিন্টন | ২০০০-০১ |
১১ | অভিনব বিন্দ্রা | শুটিং | ২০০১ |
১২ | অঞ্জলি ভাগবত কে. এম. বীণামল | শুটিং অ্যাথলেটিক্স | ২০০২ |
১৩ | অঞ্জু ববি জর্জ | অ্যাথলেটিক্স | ২০০৩ |
১৪ | রাজ্য বর্ধন সিং রাঠোর | শুটিং | ২০০৪ |
১৫ | পঙ্কজ আদবানি | বিলিয়ার্ডস ও স্নুকার | ২০০৫ |
১৬ | মানবজিৎ সিং সাধু | শুটিং | ২০০৬ |
১৭ | মহেন্দ্র সিং ধোনি | ক্রিকেট | ২০০৭ |
১৮ | পুরস্কার দেওয়া হয়নি | – | ২০০৮ |
১৯ | মেরি কম বিজেন্দর সিং সুশীল কুমার | বক্সিং বক্সিং কুস্তি | ২০০৯ |
২০ | সাইনা নেহওয়াল | ব্যাডমিন্টন | ২০১০ |
২১ | গগন নারাঙ্গ | শুটিং | ২০১১ |
২২ | বিজয় কুমার যোগেশ্বর দত্ত | শুটিং কুস্তি | ২০১২ |
২৩ | রঞ্জন সোধি | শুটিং | ২০১৩ |
২৪ | পুরস্কার দেওয়া হয়নি | – | |
২৫ | সানিয়া মির্জা | লন টেনিস | ২০১৫ |
২৬ | পি ভি সিন্ধু দীপা কর্মকার জিতু রাই সাক্ষী মালিক | ব্যাডমিন্টন জিমন্যাস্টিক শুটিং কুস্তি | ২০১৬ |
২৭ | দেবেন্দ্র ঝাঝারিয়া সর্দার সিং | প্যারা অ্যাথলিট হকি | ২০১৭ |
২৮ | বিরাট কোহলি মীরাবাঈ চানু | ক্রিকেট ভারোত্তলন | ২০১৮ |
২৯ | বজরং পুনিয়া দীপা মালিক | কুস্তি অ্যাথলেটিক্স | ২০১৯ |
৩০ | রোহিত শর্মা মারিয়াপ্পান থাংগাভেলু মানিকা বাত্রা ভিনেশ ফোগাত রানী রামপাল | ক্রিকেট হাই জাম্প টেবিল টেনিস কুস্তি হকি | ২০২০ |
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার জয়ী কে?
উত্তর : বিশ্বনাথ আনন্দ।
২. এখনো পর্যন্ত কতজন ক্রিকেটার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছেন ?
উত্তর : ৪ জন – শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা
৩. প্রথম কোন ক্রিকেটার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান?
উত্তর : শচীন টেন্ডুলকার
Download Section
File Name : রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বাংলা কুইজ
File Size : 1.5 MB
No. of Pages : 03
Format : PDF
আরও দেখে নাও :
সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF
ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা
পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
To check our latest Posts - Click Here