NotesGeneral Knowledge Notes in Bengali

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বিজয়ীদের তালিকা – PDF

Rajiv Gandhi Khel Ratna Awards: Full list of winners

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার

খেলাধুলার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার বা সম্মান হলো রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়। এই পুরস্কার প্রদান করে ভারত সরকার। এই পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে জাতীয় স্তরে বিশিষ্ট অবদানের জন্য। এটি একটি বার্ষিক পুরস্কার। এই পুরস্কার একজন খেলয়ার সারা জীবনে শুধুমাত্র একবারই পেতে পারেন। 

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার জয়ীদের তালিকা 

নংখেলোয়াড়ের নামক্ষেত্রসাল
বিশ্বনাথ আনন্দদাবা১৯৯১-৯২
গীত শেঠীবিলিয়ার্ডস১৯৯২-৯৩
কমান্ডার হোমি ডি মতিওয়ালা
কমান্ডার পি কে গার্গ
নৌবাইচ১৯৯৩-৯৪
কর্ণম মালেশ্বরীভারোত্তোলন১৯৯৪-৯৫
কুঞ্জরানী দেবীভারোত্তোলন১৯৯৫-৯৬
লিয়েন্ডার পেজলন টেনিস১৯৯৬-৯৭
শচীন টেন্ডুলকারক্রিকেট ১৯৯৭-৯৮
জ্যোতির্ময়ী সিকদারঅ্যাথলেটিক্স১৯৯৮-৯৯
ধনরাজ পিল্লাইহকি১৯৯৯-২০০০
১০পুল্লেলা গোপীচাঁদব্যাডমিন্টন২০০০-০১
১১ অভিনব বিন্দ্রাশুটিং২০০১
১২অঞ্জলি ভাগবত
কে. এম. বীণামল
শুটিং
অ্যাথলেটিক্স
২০০২
১৩অঞ্জু ববি জর্জ অ্যাথলেটিক্স২০০৩
১৪রাজ্য বর্ধন সিং রাঠোর শুটিং২০০৪
১৫পঙ্কজ আদবানি বিলিয়ার্ডস ও স্নুকার২০০৫
১৬মানবজিৎ সিং সাধু শুটিং২০০৬
১৭মহেন্দ্র সিং ধোনিক্রিকেট২০০৭
১৮পুরস্কার দেওয়া হয়নি২০০৮
১৯মেরি কম
বিজেন্দর সিং
সুশীল কুমার
বক্সিং
বক্সিং
কুস্তি
২০০৯
২০ সাইনা নেহওয়ালব্যাডমিন্টন২০১০
২১ গগন নারাঙ্গশুটিং২০১১
২২বিজয় কুমার
যোগেশ্বর দত্ত
শুটিং
কুস্তি
২০১২
২৩রঞ্জন সোধিশুটিং২০১৩
২৪পুরস্কার দেওয়া হয়নি 
২৫সানিয়া মির্জালন টেনিস২০১৫
২৬পি ভি সিন্ধু
দীপা কর্মকার
জিতু রাই
সাক্ষী মালিক
ব্যাডমিন্টন
জিমন্যাস্টিক
শুটিং
কুস্তি
২০১৬
২৭দেবেন্দ্র ঝাঝারিয়া
সর্দার সিং
প্যারা অ্যাথলিট
হকি
২০১৭
২৮বিরাট কোহলি
মীরাবাঈ চানু
ক্রিকেট
ভারোত্তলন  
২০১৮
২৯বজরং পুনিয়া
দীপা মালিক
কুস্তি
অ্যাথলেটিক্স
২০১৯
৩০রোহিত শর্মা
মারিয়াপ্পান থাংগাভেলু
মানিকা বাত্রা
ভিনেশ ফোগাত
রানী রামপাল
ক্রিকেট
হাই জাম্প
টেবিল টেনিস
কুস্তি
হকি
২০২০
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – সমস্ত বিজয়ীদের তালিকা

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১. প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার জয়ী কে?
উত্তর : বিশ্বনাথ আনন্দ।

২. এখনো পর্যন্ত কতজন ক্রিকেটার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছেন ?
উত্তর : ৪ জন – শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা

৩. প্রথম কোন ক্রিকেটার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান?
উত্তর : শচীন টেন্ডুলকার

Download Section 

File Name : রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বাংলা কুইজ

File Size : 1.5 MB

No. of Pages : 03

Format : PDF

Click Here to Download

আরও দেখে নাও : 

সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ –  বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা –  PDF

ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF

পুরস্কারের সূচনাকাল ( PDF )

 

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button