Current TopicsCurrent Affairs

সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

Complete List of Winners of Sahitya Akademi Award 2020

সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ নিয়ে।

সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ভারতের একটি সাহিত্য সম্মান। ১৯৫৪ সাল থেকে প্রতিবছর ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষাগুলির প্রত্যেকটিতে সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে মোট ২৪টি অফিসিয়াল ভাষার স্বীকৃতি রয়েছে। এবছর প্রাথমিক ভাবে এই ২৪টি ভাষার ২০টির জন্য সাহিত্য অ্যাকাডেমী পুরস্কারের ঘোষণা করা হয়েছে। বাকি ৪টি ভাষায় (মালায়ালাম, নেপালি, ওড়িয়া এবং রাজস্থানী ) সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার পরবর্তীকালে ঘোষণা করা হবে ।

সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

ভাষালেখালেখার ধরণলেখক
অসমীয়াবেংছতাছোট গল্পঅপূর্ব কুমার সাইকিয়া
বাংলাএকা একা একাশিস্মৃতিকথামনিশঙ্কর মুখোপাধ্যায়
বোরোGwthenay Lamayao Gwdan Aganছোট গল্পধরণীধর অবারি
ডোগরীবাবা জিতমালনাটকজ্ঞান সিং
ইংরাজীWhen God is a Travellerকবিতাঅরুন্ধতী সুভ্রমনিয়াম
গুজরাটিবেনারস ডায়েরিকবিতাহরিশ মিনাশ্রু
হিন্দিTokeri Mein Digant ‘ Their Gatha”কবিতাঅনামিকা
কন্নড়শ্রী বাহুবলী অহিংসাদিগবিজয়মমহাকাব্যএম. বীরাপ্পা মৈলি
কাশ্মীরিTilasm-e-Khanabadoshছোট গল্পহিদয় কৌল ভারতী
কঙ্কনিযুগপরিবর্তনঞ্চো যাত্রীকবিতাআর.এস. ভাস্কর
মৈথিলীগাছ রুসাল আচ্ছিছোট গল্পকমলকান্ত ঝা
মণিপুরীমালংবানা কারী হ্যায়কবিতাইরুংবাম দেভেন
মারাঠীউদ্যাউপন্যাসনন্দ খারে
পাঞ্জাবীআম খাসছোট গল্পগুরদেব সিং রুপানা
সংস্কৃতবৈশালীউপন্যাসমহেশ চন্দ্র শর্মা গৌতম
সাঁওতালীGur Dak Kasa Dakকবিতারূপচাঁদ হাঁসদা
সিন্ধিজেহাদনাটকজেঠো লালওয়ানি
তামিলSellaatha Panamউপন্যাসইমৈয়াম
তেলেগুAgniswaasaকবিতানিখিলেশ্বর
ঊর্দুAmawas Mein Khwabউপন্যাসহুসেন-আল-হক

বাংলায় – সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০

বাংলা ভাষায় ২০২০ সালের  সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার পেলেন মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর আত্মজৈবনিক রচনা ‘একা একা একাশি’-র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও শংকর নামেই তাঁর পরিচিতি বেশি। জন্ম ১৯৩৩ সালে। তাঁর লেখা কিছু জনপ্রিয় গ্রন্থ হলো –  ‘চরণ ছুঁয়ে যাই’, ‘আশা-আকাঙ্খা’, ‘একদিন হঠাৎ’, ‘মানবসাগর তীরে’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘কত অজানারে’ ।

অন্যদিকে কিশোর সাহিত্যে ২০২০ সালের সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন প্রচেত গুপ্ত। তাঁর লেখা ছোটগল্প ‘গোপন বাক্স খুলতে নেই’-এর জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন ।

আরও দেখে নাও :

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

গ্র্যামি পুরস্কার ২০২১ –  সম্পূর্ণ বিজেতাদের তালিকা

গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২১ : সমস্ত বিজেতাদের তালিকা – PDF

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

Covered Topics :

সাহিত্য একাডেমী পুরস্কার, সাহিত্য আকাডেমি পুরস্কার, সাহিত্য অকাদেমী পুরস্কার, Sahitya Akademi Award

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button