Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. এশা সিং এবং সৌরভ চৌধুরী সম্প্রতি ‘আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) জুনিয়র বিশ্বকাপ’-এ পিস্তলর মিশ্র প্রতিযোগিতায় কোন পদক জিতেছেন?

(A) রৌপ্য পদক
(B) কোনোটিই নয়
(C) ব্রোঞ্জ পদক
(D) স্বর্ণ পদক

উত্তর :
(D) স্বর্ণ পদক

  • একই ম্যাচে পলক এবং সরবজ্যোত সিং রৌপ্য পদক জিতেছেন।
  • এর পাশাপাশি রমিতা এবং পার্থ মাখিজা ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র দলের প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছিলেন।

২. কোন দেশ ২০২৭ সালে ‘সাউথ-ইস্ট এশিয়ান গেমস’ (SEA) হোস্ট করবে?

(A) মালয়েশিয়া
(B) মায়ানমার
(C) থাইল্যান্ড
(D) সিঙ্গাপুর

উত্তর :
(A) মালয়েশিয়া

  • ২০২৩ সালের গেমস কম্বোডিয়ায় এবং ২০২৫ সালের থাই রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
  • সিঙ্গাপুর ২০২৯ সালের সংস্করণ আয়োজন করবে।
  • ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ২০২১ সালের গেমসগুলি কোভিডের কারণে ছয় মাস পর ১৯শে মে ২০২২ থেকে শুরু হবে।

৩. কোন মহিলা পর্বতারোহী ১০ তম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহনের রেকর্ড করেছেন?

(A) বাচেন্দ্রী পাল
(B) লাকপা শেরপা
(C) সন্তোষ যাদব
(D) মালাবথ পূর্ণা

উত্তর :
(B) লাকপা শেরপা

  • লাকপা শেরপা নামে একজন ৪৮-বছর-বয়সী নেপালি মহিলা 12ই মে ২০২২-এ ১০ তমবারের জন্য মাউন্ট এভারেস্টে চড়েছেন।
  • তিনি একমাত্র মহিলা পর্বতারোহীর যিনি এই কাজ করেছেন।
  • তিনি শেষবার ২০১৮ সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন।
  • আর একজন নেপালি কামি রিতা শেরপা, পুরুষদের সর্বসংখ্যক (২৬ বার) পর্বতারোহণের রেকর্ড করেছেন।

৪. জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের প্রথম চিত্র উন্মোচন করেছেন। এই ব্ল্যাক হোলটি কি নামে পরিচিত?

(A) Messier 87
(B) TON 618
(C) Cygnus X-1
(D) Sagittarius A*

উত্তর :
(D) Sagittarius A*

  • ১২ই মে, ২০২২-এ, বিজ্ঞানীরা এই ছবি উন্মোচন করেছেন।
  • Sagittarius A* (বা সংক্ষেপে Sgr A*) এর ঐতিহাসিক চিত্রটি একটি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সৌজন্যে এসেছে, যার মাধ্যমে ২০১৯ সালে Messier 87 (M87) নামক একটি ব্ল্যাক হোলের চিত্র সংগ্রহ করা হয়েছিল।

৫. কে সম্প্রতি ২০২২ সালের Templeton Prize পেয়েছেন?

(A) ডিবেদো ফ্রান্সিস কেরে
(B) নীলমণি ফুকন
(C) ফ্রাঙ্ক উইলকজেক
(D) আলবার্ট বোরলা

উত্তর :
(C) ফ্রাঙ্ক উইলকজেক

  • নোবেল পুরস্কার বিজয়ী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং লেখক, ডক্টর ফ্রাঙ্ক উইলকজেক, ২০২২ সালের Templeton Prize পেয়েছেন।
  • এই পুরস্কারের মূল্য ১.৩ মিলিয়ন ডলারেরও বেশি।
  • স্যার জন টেম্পলটন এই পুরস্কারের প্রতিষ্ঠা করেন।
  • বিজ্ঞানের প্রতি অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

৬. টাটা গ্রুপ কাকে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে নিযুক্ত করেছে?

(A) সুমন কে বেরি
(B) নোয়েল নেভাল টাটা
(C) ক্যাম্পবেল উইলসন
(D) পমিলা জসপাল

উত্তর :
(C) ক্যাম্পবেল উইলসন

  • তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের অধীনস্থ কোম্পানি Scoot এর CEO ।
  • ভিস্তারার প্রাক্তন CEO লেসলি থং ক্যাম্পবেল উইলসনের স্থলাভিষিক্ত হবেন।

৭. নিচের কোন গ্রহ/ উপগ্রহ থেকে সংগৃহিত মাটিতে বিজ্ঞানীরা সম্প্রতি উদ্ভিদ সৃষ্টি করেছেন?

(A) শনি
(B) বৃহস্পতি
(C) মঙ্গল গ্রহ
(D) চাঁদ

উত্তর :
(D) চাঁদ

  • বিজ্ঞানীরা চাঁদ থেকে সংগৃহীত মাটিতে উদ্ভিদ সৃষ্টি করেছেন।  NASA এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই পরীক্ষাটি করেছেন।
  • গবেষকরা Apollo 11, 12 এবং 17 মিশন দ্বারা সংগৃহীত চাঁদের মাটির নমুনাগুলিতে অ্যারাবিডপসিস গাছের বৃদ্ধি ঘটিয়েছেন।

৮. বিজ্ঞানীরা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৩৫ মিলিয়ন বছরের পুরানো বিরল সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন?

(A) অরুণাচল প্রদেশ
(B) সিকিম
(C) মিজোরাম
(D) লাদাখ

উত্তর :
(D) লাদাখ

  • বিজ্ঞানীরা লাদাখ থেকে একটি বিরল Madtsoiidae সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন।
  • Madtsoiidae হল মাঝারি আকারের থেকে বিশাল আকারের সাপের একটি বিলুপ্তপ্রায় দল।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button