16th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন কোম্পানি বিক্রম সিং মেহতা এবং প্রাক্তন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াকে সম্প্রতি স্বাধীন অ-নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে?
(A) Go First
(B) Air India
(C) Vistara
(D) Indigo
- বিক্রম সিং মেহতা বর্তমানে CSEP (Centre for Social and Economic Progress) এর চেয়ারম্যান এবং বিশিষ্ট ফেলো।
- বিএস ধানোয়া ২০১৫ সালের মে মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ (VCAS) হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সাউথ-ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
২. ভারত কোন বছর ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ’ আয়োজন করবে?
(A) ২০২২
(B) ২০২৫
(C) ২০২৪
(D) ২০২৩
- Street Child United এবং Save the Children India দ্বারা আয়োজিত, স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপে ১৬ টি দেশের ২২ টি দল অংশ নেবে।
- ২০১৯ সালে, এই চ্যাম্পিয়নশিপটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল যেখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ‘টিম ইন্ডিয়া সাউথ’ ‘ইংল্যান্ড’কে হারিয়ে কাপ পেয়েছিলো।
- এই ইভেন্টটি ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
৩. কোন দেশ ভারত থেকে ১ মিলিয়ন টন গম আমদানি করতে চাইছে?
(A) মিশর
(B) তানজানিয়া
(C) মরক্কো
(D) কেনিয়া
- মিশর আগে ইউক্রেন এবং রাশিয়া থেকে গম আমদানি করতো, কিন্তু এই পরিস্থিতিতে ভারতথেকে গম আমদানি করতে চাইছে৷
- বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল ১৫ই এপ্রিল ২০২২ এ এই তথ্য জানিয়েছেন।
- তথ্য অনুযায়ী ২০২২ এর এপ্রিল মাসেই ২,৪০,০০০ টন গম চেয়েছে মিশর।
৪. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘FIH Senior Men’s Hockey World Cup 2023’-এর লোগো উন্মোচন করেছেন?
(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৪ই এপ্রিল ২০২২-এ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ‘FIH সিনিয়র পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩’-এর লোগো উন্মোচন করেছেন।
- রাজ্য ১৩ থেকে ২৯শে জানুয়ারী, ২০২৩ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করবে।
৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি IPL এ ৫০০টি চারের মাইলফলক অর্জনকারী পঞ্চম ব্যাটসম্যান হলেন?
(A) রোহিত শর্মা
(B) এমএস ধোনি
(C) ঋষভ পান্ত
(D) ফাফ ডু প্লেসিস
- মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তার ৫০০তম চারটি মারলেন।
- তিনি ১৩ এপ্রিল, ২০২২-এ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে IPL ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
৬. কোন দেশ এই বছর FIFA U-17 মহিলা বিশ্বকাপ আয়োজন করবে?
(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা
- FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ এই বছরই প্রথমবারের মতো ভারতে আয়োজিত হবে।
- এটি টুর্নামেন্টের সপ্তম সংস্করণ এবং এটি ১১ই অক্টোবর থেকে শুরু হয়ে ৩০শে অক্টোবর, ২০২২ এ শেষ হবে।
৭. কে সম্প্রতি ‘International Gandhi Award for Leprosy, 2021’-এ ভূষিত হয়েছেন?
(A) ডাঃ এমডি গুপ্তে
(B) ডঃ অতুল শাহ
(C) ডঃ ভূষণ কুমার
(D) ডাঃ জি পি তালওয়ার
- উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু চণ্ডীগড়ের ডাঃ ভূষণ কুমার এবং গুজরাটের Sahyog Kushtha Yagna Trust এর জন্য এই পুরস্কার প্রদান করেছেন।
- Gandhi Memorial Leprosy Foundation দ্বারা বার্ষিক এই পুরস্কারটি চালু করা হয়েছিল।
৮. কোন রাজ্য সম্প্রতি ‘ড্রোন পাইলট ট্রেনিং সেন্টার’ স্থাপন করতে চলেছে?
(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) তামিলনাড়ু
- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি ঘোষণা করেছেন যে রাজ্য ড্রোন পাইলটদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট নিয়ে আসার পরিকল্পনা করছে।
- প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ‘Drone Imaging and Information Service of Haryana Limited’ (DRISHYA)-এর অধীনে প্রতিষ্ঠিত হবে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here