Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন কোম্পানি বিক্রম সিং মেহতা এবং প্রাক্তন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াকে সম্প্রতি স্বাধীন অ-নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে?

(A) Go First
(B) Air India
(C) Vistara
(D) Indigo

[spoiler title=”উত্তর : “] (D) Indigo

  • বিক্রম সিং মেহতা বর্তমানে CSEP (Centre for Social and Economic Progress) এর চেয়ারম্যান এবং বিশিষ্ট ফেলো।
  • বিএস ধানোয়া ২০১৫ সালের মে মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ (VCAS) হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সাউথ-ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
[/spoiler]

২. ভারত কোন বছর ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ’ আয়োজন করবে?

(A) ২০২২
(B) ২০২৫
(C) ২০২৪
(D) ২০২৩

[spoiler title=”উত্তর : “] (D) ২০২৩

  • Street Child United এবং Save the Children India দ্বারা আয়োজিত, স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপে ১৬ টি দেশের ২২ টি দল অংশ নেবে।
  • ২০১৯ সালে, এই চ্যাম্পিয়নশিপটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল যেখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ‘টিম ইন্ডিয়া সাউথ’ ‘ইংল্যান্ড’কে হারিয়ে কাপ পেয়েছিলো।
  • এই ইভেন্টটি ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
[/spoiler]

৩. কোন দেশ ভারত থেকে ১ মিলিয়ন টন গম আমদানি করতে চাইছে?

(A) মিশর
(B) তানজানিয়া
(C) মরক্কো
(D) কেনিয়া

[spoiler title=”উত্তর : “] (A) মিশর

  • মিশর আগে ইউক্রেন এবং রাশিয়া থেকে গম আমদানি করতো, কিন্তু এই পরিস্থিতিতে ভারতথেকে গম আমদানি করতে চাইছে৷
  • বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল ১৫ই এপ্রিল ২০২২ এ এই তথ্য জানিয়েছেন।
  • তথ্য অনুযায়ী ২০২২ এর এপ্রিল মাসেই ২,৪০,০০০ টন গম চেয়েছে মিশর।
[/spoiler]

৪. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘FIH Senior Men’s Hockey World Cup 2023’-এর লোগো উন্মোচন করেছেন?

(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (B) ওড়িশা

  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৪ই এপ্রিল ২০২২-এ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ‘FIH সিনিয়র পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩’-এর লোগো উন্মোচন করেছেন।
  • রাজ্য ১৩ থেকে ২৯শে জানুয়ারী, ২০২৩ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করবে।
[/spoiler]

৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি IPL এ ৫০০টি চারের মাইলফলক অর্জনকারী পঞ্চম ব্যাটসম্যান হলেন?

(A) রোহিত শর্মা
(B) এমএস ধোনি
(C) ঋষভ পান্ত
(D) ফাফ ডু প্লেসিস

[spoiler title=”উত্তর : “] (A) রোহিত শর্মা

  • মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তার ৫০০তম চারটি মারলেন।
  • তিনি ১৩ এপ্রিল, ২০২২-এ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে IPL ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
[/spoiler]

৬. কোন দেশ এই বছর FIFA U-17 মহিলা বিশ্বকাপ আয়োজন করবে?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা

[spoiler title=”উত্তর : “] (A) ভারত

  • FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ এই বছরই প্রথমবারের মতো ভারতে আয়োজিত হবে।
  • এটি টুর্নামেন্টের সপ্তম সংস্করণ এবং এটি ১১ই অক্টোবর থেকে শুরু হয়ে ৩০শে অক্টোবর, ২০২২ এ শেষ হবে।
[/spoiler]

৭. কে সম্প্রতি ‘International Gandhi Award for Leprosy, 2021’-এ ভূষিত হয়েছেন?

(A) ডাঃ এমডি গুপ্তে
(B) ডঃ অতুল শাহ
(C) ডঃ ভূষণ কুমার
(D) ডাঃ জি পি তালওয়ার

[spoiler title=”উত্তর : “] (C) ডঃ ভূষণ কুমার

  • উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু চণ্ডীগড়ের ডাঃ ভূষণ কুমার এবং গুজরাটের Sahyog Kushtha Yagna Trust এর জন্য এই পুরস্কার প্রদান করেছেন।
  • Gandhi Memorial Leprosy Foundation দ্বারা বার্ষিক এই পুরস্কারটি চালু করা হয়েছিল।
[/spoiler]

৮. কোন রাজ্য সম্প্রতি ‘ড্রোন পাইলট ট্রেনিং সেন্টার’ স্থাপন করতে চলেছে?

(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (B) হরিয়ানা

  • হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি ঘোষণা করেছেন যে রাজ্য ড্রোন পাইলটদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট নিয়ে আসার পরিকল্পনা করছে।
  • প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ‘Drone Imaging and Information Service of Haryana Limited’ (DRISHYA)-এর অধীনে প্রতিষ্ঠিত হবে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button