Daily Current Affairs in BengaliCurrent Affairs

21th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২১শে জুন, ২০২২ এ ‘আন্তর্জাতিক যোগ দিবস’ (IDY)-এর কোন সংস্করণ পালিত হচ্ছে?

(A) ১ম সংস্করণ
(B) ৩য় সংস্করণ
(C) ২য় সংস্করণ
(D) ৮ম সংস্করণ

উত্তর :
(D) ৮ম সংস্করণ

  • যোগের তাৎপর্য এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস (IDY) পালিত হয়।
  • এটি ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রথম স্বীকৃত হয়েছিল।
  • ২০২২ সালের থিম ‘Yoga for Humanity’।
  • আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২২-এর ৮তম সংস্করণের মূল অনুষ্ঠানটি কর্ণাটকের মাইসুরু প্রাসাদে পালিত হল।

২. কোন আন্তর্জাতিক বিমানবন্দরকে ২০২২ সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা দেওয়া হয়েছে?

(A) Seoul Incheon International Airport
(B) Dubai International Airport
(C) Hamad International Airport
(D) Athens International Airport

উত্তর :
(C) Hamad International Airport
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ২০২২ সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা দেওয়া হয়েছে।
পুরস্কারটি ১৬ই জুন ২০২২ এ ফ্রান্সের প্যারিসের প্যাসেঞ্জার টার্মিনাল এক্সপোতে অনুষ্ঠিত Skytrax 2022 World Airport Awards এ প্রদান করা হয়েছিল।
World Airport Award হল বিমানবন্দরের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার।

৩. কোন IIT, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং সাধারণ প্রকৌশল ক্রিয়াকলাপগুলির জন্য একটি মেটাল 3D প্রিন্টার তৈরি করেছে?

(A) IIT যোধপুর
(B) IIT গুয়াহাটি
(C) IIT কানপুর
(D) IIT মাদ্রাজ

উত্তর :
(A) IIT যোধপুর

  • প্রিন্টারটি ‘ডাইরেক্ট এনার্জি ডিপোজিশন’ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।
  • লেজার এবং রোবট সিস্টেম ছাড়া এই প্রিন্টারের সমস্ত উপাদান ভারতের।

৪. কোন ৩টি দেশ মিলে FIFA World Cup 2026 হোস্ট করবে?

(A) ভারত, পাকিস্তান, চীন
(B) ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে
(C) মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
(D) ফিনল্যাণ্ড, ইংল্যান্ড, ফ্রান্স

উত্তর :
(C) মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা

  • মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে মোট ১৬টি শহর ২০২৬ সালের FIFA World Cup আয়োজিত হবে।
  • মোট ৮০টি ম্যাচের ৬০টি মার্কিন যুক্তরাষ্ট্র হোস্ট করবে, যেখানে কানাডা এবং মেক্সিকো প্রতিটি দেশ ১০টি করে ম্যাচের আয়োজক হবে।

৫. সম্প্রতি Ookla দ্বারা প্রকাশিত ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’-এ ভারতের স্থান কত?

(A) ১১৫
(B) ১২৪
(C) ১২১
(D) ১১৮

উত্তর :
(A) ১১৫

  • Ookla দ্বারা প্রকাশিত স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স দেখায় যে ভারত মে মাসে 14.28 Mbps মিডিয়ান মোবাইল ডাউনলোডের স্পিড রেকর্ড করেছে (গড়)।

৬. গুস্তাভো পেট্রো সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হলেন?

(A) মেক্সিকো
(B) কলম্বিয়া
(C) আর্জেন্টিনা
(D) পেরু

উত্তর :
(B) কলম্বিয়া

  • তিনি রোডলফো হার্নান্দেজের বিরুদ্ধে নির্বাচনে জিতেছেন।
  • ফ্রান্সিয়া মার্কেজ কোলোম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।

কলম্বিয়া:

  • রাজধানী: বোগোটা
  • মুদ্রা: কলম্বিয়ান পেসো
  • এটি দক্ষিণ আমেরিকার একটি দেশ।

৭. কোথায় ১৯৬৬ সালের পর প্রথম এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড তৈরি হল?

(A) মৌসিনরাম
(B) নংস্টোইন
(C) সোহরা
(D) চেরাপুঞ্জি

উত্তর :
(A) মৌসিনরাম

  • মেঘালয়ের মৌসিনরামে ১৯৬৬ সালের পর সম্প্রতি এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের একটি নতুন রেকর্ড তৈরী হল।
  • মৌসিনরামে ২৪ ঘন্টায় ১০০৩ মিমি বৃষ্টিপাত হয়েছে।

৮. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন শহরে ‘মস্তিষ্ক গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন করলেন?

(A) বেঙ্গালুরু
(B) ভোপাল
(C) আহমেদাবাদ
(D) পুনে

উত্তর :
(A) বেঙ্গালুরু

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০শে জুন, ২০২২-এ IISc বেঙ্গালুরুতে Centre for Brain Research এর উদ্বোধন করেন।
  • এই প্রোগ্রামার সময় তিনি ‘বাগচি পার্থসারথি মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button