Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কে সম্প্রতি NITI Aayog এর নতুন ভাইস-চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সুমন বেরি
(B) বিক্রম সিং মেহতা
(C) মনোজ সোনি
(D) পমিলা জসপাল

[spoiler title=”উত্তর : “] (A) সুমন বেরি

  • তিনি ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • তিনি ১লা মে ২০২২ থেকে NITI Aayog এর ভাইস চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নেবেন।
  • তিনি এর আগে নয়াদিল্লিতে ‘ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ’ (NCAER)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
[/spoiler]

২. প্যাট্রিক আচি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন?

(A) মালি
(B) আইভরি কোস্ট
(C) নাইজেরিয়া
(D) উগান্ডা

[spoiler title=”উত্তর : “] (B) আইভরি কোস্ট

  • আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ।
  • রাজধানী : ইয়ামাউসসুক্রো
  • মুদ্রা : পশ্চিম আফ্রিকান CFA ফ্রাঙ্ক
[/spoiler]

৩. কাকে সম্প্রতি ‘Global Peace’-এর নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) তারিণী গয়াল
(B) আরেফা জোহরি
(C) ববিতা সিং
(D) নীলমণি ফুকন

[spoiler title=”উত্তর : “] (C) ববিতা সিং

  • ২০২২ সালের এপ্রিলে এশিয়া আফ্রিকা কনসোর্টিয়াম (AAC) এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনক্লেভ ২০২২’-এ তাকে সম্মানিত করা হয়েছিল।
  • ‘AAC-Global Peace Ambassador 2022’ সম্মান একজন বিশ্ব নাগরিককে দেওয়া সর্বোচ্চ সম্মান।
[/spoiler]

৪. ‘ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স’ (IACC) দ্বারা ‘Entrepreneur Leadership Awards’ এর জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) বিবেক লাল
(B) এ এস দুলাত
(C) প্রভাত পট্টনায়েক
(D) অমর মিত্র

[spoiler title=”উত্তর : “] (A) বিবেক লাল

  • IACC হল এক শীর্ষ দ্বি-পার্শ্বিক চেম্বার যা ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে বজায় রাখে।
  • বিবেক লাল ‘Entrepreneur Leadership Awards’ এর মধ্যে “Global Leader in Defence and Aviation Sector” পুরস্কার বিভাগে নির্বাচিত হয়েছেন।
[/spoiler]

৫. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য জিতেছে?

(A) ডি গুকেশ
(B) রিয়া জাদন
(C) মনদীপ সিং
(D) আংশু মালিক

[spoiler title=”উত্তর : “] (D) আংশু মালিক

  • মঙ্গোলিয়ার উলানবাটারে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, ভারতীয় মহিলা কুস্তিগীর আংশু মালিক এবং রাধিকা ২২শে এপ্রিল ২০২২-এ ৫৭ কেজি এবং ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য পদক জিতেছে।
  • মনীষা ৬২ কেজি মহিলাদের ফ্রিস্টাইল বিভাগে কোরিয়ার হ্যানবিট লিকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
[/spoiler]

৬. কোন রাজ্যে ভারতের প্রথম ‘বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট’ (Pure Green Hydrogen Plant)-এর উদ্বোধন করা হয়েছে?

(A) গুজরাট
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম

[spoiler title=”উত্তর : “] (D) আসাম

  • অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) আসাম রাজ্যে ভারতের প্রথম ৯৯.৯৯৯ শতাংশ বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্লান্টের উদ্বোধন করেছে।
  • Oil India Limited তার জোড়হাট পাম্প স্টেশনে এই সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে।
  • প্ল্যান্টটির প্রতিদিন ১০ কেজি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে।
[/spoiler]

৭. কোন দিনটিতে প্রতিবছর ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস’ পালন করা হয়?

(A) ২৪শে এপ্রিল
(B) ১৯শে এপ্রিল
(C) ২৫শে এপ্রিল
(D) ২৩শে এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (A) ২৪শে এপ্রিল

  • ১৯৯২ সালে Constitution Act (৭৩ তম সংশোধনী) পাস করা হয়েছিল।
  • যদিও ১৯৯৩ সালের ২৪শে এপ্রিল এই আইনটি কার্যকর হয়।
  • সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করার জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়।
  •  ২০১০ সালের ২৪শে এপ্রিল প্রথম এই দিবসটি পালিত হয়।
[/spoiler]

৮. কাকে সম্প্র্রতি দিল্লির নতুন স্টেট ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) বিজয় কুমার দেব
(B) অরবিন্দ বর্মা
(C) শ্রী কে. রামানুজন
(D) শ্রী মহেশ্বর প্রসাদ

[spoiler title=”উত্তর : “] (A) বিজয় কুমার দেব

  • তিনি দিল্লির প্রাক্তন মুখ্য সচিব।
  • লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, বিজয় কুমার দেবকে দিল্লির নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে শপথবাক্য পাঠ করান।
[/spoiler]

৯. কোন দেশের রাষ্ট্রপতি Volodymyr Zelensky গণতন্ত্র রক্ষার জন্য সম্প্রতি ‘John F. Kennedy Profile in Courage Award’-এ ভূষিত হলেন?

(A) রাশিয়া
(B) জার্মান
(C) জাম্বিয়া
(D) ইউক্রেন

[spoiler title=”উত্তর : “] (D) ইউক্রেন

  • ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং Wyoming এর রিপাবলিকান পার্টির লিজ চেনিকে এই বছরের জন্য (২০২২) John F. Kennedy Profile in Courage Award– পেতে চলেছেন।
  • এর পাশাপাশি মিশিগানের ডেমোক্রেটিক সেক্রেটারি অফ স্টেট জোসেলিন বেনসন, অ্যারিজোনা রিপাবলিকান হাউসের স্পিকার রাস্টি বোয়ার্স এবং ফুলটন কাউন্টি, জর্জিয়ার নির্বাচনী কর্মী ওয়ান্ড্রিয়া মসকেও এই বছর এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button