Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৫শে বৈশাখ, অর্থাৎ ৯ই মে ২০২২ এ রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্মবার্ষিকী পালিত হল?

(A) ১৬১ তম
(B) ১৫০ তম
(C) ১২৫ তম
(D) ১৬৮ তম

[spoiler title=”উত্তর : “] (A) ১৬১ তম

  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনা গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
  • তিনিই একমাত্র ব্যক্তি যিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন (ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা)।
  • তিনি ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালে মারা যান।
[/spoiler]

২. নেপালের কামি রিতা শেরপা সম্প্রতি কতবারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহন করলেন?

(A) ২৮
(B) ১৫
(C) ২৬
(D) ১০

[spoiler title=”উত্তর : “] (C) ২৬

  • ২০২১ সালে তৈরি করা তার নিজের আগের বিশ্ব রেকর্ড ভেঙে নেপালের কামি রিতা শেরপা ২৬ তম বারের জন্য মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন।
  • তিনি ১৩ই মে, ১৯৯৪ সালে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টে চড়েছিলেন।
[/spoiler]

৩. Youtube প্ল্যাটফর্মের জন্য শর্ট ফিল্ম তৈরি করতে কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি Youtube India এর সাথে চুক্তি করেছেন?

(A) দুতি চাঁদ
(B) মেরি কম
(C) পিভি সিন্ধু
(D) নীরজ চোপড়া

[spoiler title=”উত্তর : “] (D) নীরজ চোপড়া

  • এই শর্ট ফিল্মে তার হরিয়ানার খান্দ্রার একটি গ্রাম থেকে টোকিও ২০২০ অলিম্পিকে অলিম্পিক পডিয়ামের শীর্ষে পৌঁছানোর গল্প বর্ণিত থাকবে।
[/spoiler]

৪. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) কুমার দিবাকর
(B) পুষ্প কুমার জোশী
(C) রবীন্দ্র কুশওয়াহা
(D) শচীন সিং

[spoiler title=”উত্তর : “] (B) পুষ্প কুমার জোশী

  • এর আগে, তিনি ১লা আগস্ট, ২০১২ থেকে কর্পোরেশনের পরিচালক ছিলেন।

HPCL :

  • CEO : মুকেশ কুমার সুরানা
  • সদর দপ্তর : মুম্বাই
[/spoiler]

৫. ACI ওয়ার্ল্ডওয়াইডের একটি রিপোর্ট অনুসারে, কোন দেশে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক real-time transactions দেখা গেছে?

(A) জাপান
(B) কানাডা
(C) ভারত
(D) আমেরিকা

[spoiler title=”উত্তর : “] (C) ভারত

  • এই সংখ্যার দিক থেকে চীন দ্বিতীয় স্থানে থাকলেও ভারতে চীনের চেয়েও প্রায় তিনগুণ বেশি transaction দেখা গেছে।
  • ২০২১ সালে ভারতে সামগ্রিক আর্থিক লেনদেনের পরিমাণের প্রায় ৩১.৩% রিয়েল-টাইম পেমেন্ট ছিল।
[/spoiler]

৬. কাকে সম্প্রতি Central Board of Direct Taxes (CBDT)-এর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?

(A) সঙ্গীতা সিং
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) অলকেশ কুমার শর্মা

[spoiler title=”উত্তর : “] (A) সঙ্গীতা সিং

  • তিনি জে. বি. মহাপাত্রের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • মহাপাত্র, আয়কর বিভাগের একজন ১৯৮৫-ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) অফিসার।
[/spoiler]

৭. ‘ক্রিপ্টো অ্যানালিটিক্স ফার্ম চেইন্যালাইসিস’ দ্বারা প্রকাশিত ২০২২ সালের ‘Global Crypto Adoption Index’-এ ভারতের স্থান কত?

(A) ২১
(B) ২৯
(C) ২৫
(D) ১৭

[spoiler title=”উত্তর : “] (A) ২১

  • মার্কিন যুক্তরাষ্ট্র আনুমানিক ৪৯.৯৫ বিলিয়ন ডলার লাভের সাথে তালিকায় শীর্ষে রয়েছে, তারপরে যুক্তরাজ্য (UK) আনুমানিক ৮.১৬ বিলিয়ন ডলার লাভের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে।
  • ভারতের আনুমানিক লাভ ছিল ১.৮৫ বিলিয়ন ডলার।
[/spoiler]

৮. কোন কারণ বসত সম্প্রতি Asian Games 2022 স্থগিত করা হয়েছে?

(A) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
(B) করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি
(C) আর্থিক মন্দা
(D) উপরের একটিও নয়

[spoiler title=”উত্তর : “] (B) করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি

  • Asian Games 2022 ১০ই সেপ্টেম্বর ২০২২ থেকে চীনের হ্যাংজহু শহরে আয়োজিত হওয়ার কথা ছিল।
  • বাড়তি কোভিড কেসের জন্য ১৯ তম Asian Games স্থগিত করা হল; ২০২৩ সালে আবার পরিস্থিতি ঠিক হলে Asian Games আয়োজন করা হবে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button