Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 10th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রবল ভূমিকম্পের পর সিরিয়া এবং তুরস্ককে সাহায্য করার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছিল?

(A) অপারেশন মিত্রি
(B) অপারেশন মাদাদ
(C) অপারেশন দোস্ত
(D) অপারেশন রেসকিউ

[spoiler title=’উত্তর ‘ ] (C) অপারেশন দোস্ত

  • অপারেশনের অধীনে, ভারত তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলগুলিতে একটি করে ফিল্ড হাসপাতাল, এবং উদ্ধার কর্মীদের মোতায়েন করেছে।
  • ভারতীয় বায়ুসেনার C17 গ্লোবমাস্টার বিমানও এই অভিযানে মোতায়েন করা হয়েছে।
  • ৭ই ফেব্রুয়ারি, ভারত চারটি C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমানে তুরস্কে ত্রাণ সামগ্রী, একটি মোবাইল হাসপাতাল এবং বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।
[/spoiler]

২. সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ “রাজা রাম মোহন রায় জাতীয় পুরস্কার” এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) আমির পীরজাদা
(B) A.B.K. প্রসাদ
(C) কর্ম পালজোর
(D) অরুন পুরী

[spoiler title=’উত্তর ‘ ] (B) A.B.K. প্রসাদ

  • প্রবীণ সাংবাদিক ড. এ.বি.কে. প্রসাদ সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ “রাজা রাম মোহন রায় জাতীয় পুরস্কার”-এর জন্য নির্বাচিত হয়েছেন।
  • তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্ধ্র প্রদেশে সরকারি ভাষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • ২৮শে ফেব্রুয়ারী ২০২৩ এ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক এই পুরস্কার প্রদান করা হবে।
[/spoiler]

৩. নিচের কোনটি ড্রোনের জন্য ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করেছে?

(A) Paras Aerospace
(B) Thanos Technologies
(C) Skye Air
(D) Multiplex Drone

[spoiler title=’উত্তর ‘ ] (C) Skye Air

  • এটি ড্রোন অপারেটরদের রুট পরিকল্পনা করতে, ফ্লাইট পরিকল্পনা করতে এবং ড্রোন-ভিত্তিক অপারেশন চালানোর আগে ঝুঁকি মূল্যায়ন করতে সহজ করবে।
  • Skye UTM নামক ট্রাফিক মানাজেমেন্টটি ভারতের জন্য প্রথম ধরনের ড্রোনে ম্যানেজমেন্ট সিস্টেম।
[/spoiler]

৪. সম্প্রতি কে ATMA লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন?

(A) YN এন শ্রীবাস্তব
(B) বিজয় কুমার মালহোত্রা
(C) কে.এম. মামেন
(D) ম্যামেন ম্যাথিউ

[spoiler title=’উত্তর ‘ ] (C) কে.এম. মামেন

  • MRF লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে.এম. মামেনকে ATMA লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন মারুতি সুজুকি ইন্ডিয়ার MD হিসাশি তাকুচি।
  • ৮ই ফেব্রুয়ারী ২০২৩ এ নয়াদিল্লিতে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (ATMA) বার্ষিক কনক্লেভে পুরস্কারটি প্রদান করা হয়েছিল।
[/spoiler]

৫. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কোন শহরের আজাদ ময়দানে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব-২০২৩ আয়োজন করতে চলেছে?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) চেন্নাই
(D) নতুন দিল্লি

[spoiler title=’উত্তর ‘ ] (A) মুম্বাই

  • কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ১১ থেকে ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত মুম্বাইয়ের আজাদ ময়দানে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব-২০২৩-এর আয়োজন করতে চলেছে।
  • মহোৎসবের লক্ষ্য সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জাতীয় ঐক্য ও অখণ্ডতাকে উন্নীত করা।
  • সারা ভারত থেকে ৩৫০ টিরও বেশি লোক ও উপজাতীয় শিল্পী এবং স্থানীয় লোক শিল্পী এবং ট্রান্সজেন্ডার এবং ভিন্নভাবে-অক্ষম শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
[/spoiler]

৬. মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী
(B) বি ভি নগরথনা
(C) জ্ঞান সুধা মিশ্র
(D) রুমা পাল

[spoiler title=’উত্তর ‘ ] (A) লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী

  • জেনারেল লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে ৭ই ফেব্রুয়ারী ২০২৩-এ মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি রাজা তাকে শপথবাক্য পাঠ করান।
  • এর আগে পিল্লাইপাক্কাম বহুকুটুম্বি, কান্ধাসামি কুলন্দাইভেলু, রামচন্দ্রন কালাইমাথি এবং কে গোবিন্দরাজন থিলাকাবাদীকেও বিচারক নিযুক্ত করা হয়েছিল।
[/spoiler]

৭. ১১ই ফেব্রুয়ারি কোন বিখ্যাত বিজ্ঞানীর জন্ম বার্ষিকী?

(A) আইজাক নিউটন
(B) ডি ব্রগলি
(C) থমাস আলভা এডিসন
(D) জন ডাল্টন

[spoiler title=’উত্তর ‘ ] (C) থমাস আলভা এডিসন

  • থমাস আলভা এডিসনের জন্মবার্ষিকী ১১ই ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয়।
  • তিনি ১৮৪৭ সালের ১১ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইওর মিলানে জন্মগ্রহণ করেছিলেন।
  • তাঁর কাছে ১০৯৩টি পেটেন্টের বিশ্ব রেকর্ড রয়েছে।
  • তার আবিষ্কারের মধ্যে রয়েছে ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরা এবং বৈদ্যুতিক আলোর বাল্বের প্রাথমিক সংস্করণ।
  • ১৮৮১ সালে ফ্রান্স তাকে “অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার” উপাধিতে ভূষিত করেছিল।
[/spoiler]

৮. দ্রুততম ৪৫০টি টেস্ট উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হলেন কে?

(A) আর. অশ্বিন
(B) হরভজন সিং
(C) অনিল কুম্বলে
(D) যুজবেন্দ্র চাহাল

[spoiler title=’উত্তর ‘ ] (A) আর. অশ্বিন

  • রবিচন্দ্রন অশ্বিন প্রথম ভারতীয় বোলার এবং সামগ্রিকভাবে দ্বিতীয় বোলার হিসাবে দ্রুততম ৪৫০ টেস্ট উইকেটের নিলেন।
  • নাগপুরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
  • এর আগে অনিল কুম্বলে ৯৩টি টেস্ট ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সেই তুলনায় রবিচন্দ্রন অশ্বিন এই মাইলফলক ছুঁতে ৮৯টি টেস্ট ম্যাচ খেলেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button