Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারত সরকার কোন রাজ্যে Global Centre for Traditional Medicine প্রতিষ্ঠার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (B) গুজরাট

  • এটি গুজরাটের জাম নগরে স্থাপিত হবে।

গুজরাট :

  • জেলার সংখ্যা : ৩৩টি
  • লোকসভা আসন : ২৬টি
  • রাজ্যসভার আসন : ১১টি
  • জাতীয় প্রাণী : এশিয়াটিক সিংহ
  • জাতীয় পাখি : ফ্লেমিংগো
  • জাতীয় উদ্যান : ভান্সদা ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক।
[/spoiler]

২. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) পরবর্তী মহাপরিচালক (DG) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) গিলবার্ট হাউংবো
(B) মুরিয়েল পেনিকাড
(C) কাং কিউং-ওয়া
(D) কানায়ো এফ. নোয়ানজে

[spoiler title=”উত্তর : “] (A) গিলবার্ট হাউংবো

  • টোগো-র গিলবার্ট হাউংবো সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) পরবর্তী মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন।
  • টোগোর প্রাক্তন প্রধানমন্ত্রী গিলবার্ট হউংবো এই সংস্থার (ILO) ১১তম প্রধান এবং এই পদে অধিষ্ঠিত প্রথম আফ্রিকান হতে চলেছেন।
  • তার পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ১লা অক্টোবর, ২০২২ থেকে।
  • ILO এর বর্তমান মহাপরিচালক গাই রাইডার (যুক্তরাজ্যের)। তিনি ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
[/spoiler]

৩. চার বছরের দ্বিতীয় মেয়াদের জন্য ‘ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (BAI)-এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে পুনঃনির্বাচিত হয়েছেন?

(A) রিনিকি ভূঁইয়া সরমা
(B) কেশব মহন্ত
(C) হিমন্ত বিশ্ব শর্মা
(D) সর্বানন্দ সোনোয়াল

[spoiler title=”উত্তর : “] (C) হিমন্ত বিশ্ব শর্মা

  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি চার বছরের দ্বিতীয় মেয়াদের জন্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (BAI) সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।
  • প্রাক্তন জুনিয়র জাতীয় কোচ সঞ্জয় মিশ্র BAI-এর নতুন সাধারণ সম্পাদক (GS) হবেন।
[/spoiler]

৪. কোন দেশ সম্প্রতি জামশেদপুরের JRD TATA স্পোর্টস কমপ্লেক্সে ‘SAFF U-18 Women’s Championship 2022’-এর চ্যাম্পিয়ন হয়েছে?

(A) বাংলাদেশ
(B) ভুটান
(C) পাকিস্তান
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (D) ভারত

  • এটি একটি ফুটবল টুর্নামেন্ট।
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিন্ডা কম যিনি মোট ৫টি গোল করেছিলেন।
[/spoiler]

৫. কোন রাজ্য এবার থেকে প্রতি বছর ১৬ই মার্চ ‘জগদগুরু শ্রী রেণুকাচার্য জয়ন্তী’ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) পাঞ্জাব
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (B) কর্ণাটক

  • জগদগুরু শ্রী রেণুকাচার্য মহান মহাকাব্য ‘সিদ্ধান্ত শিখমণি’-এর লেখক।
  • তিনি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আদর্শ মানুষের কাছে প্রচার করেছেন।
  • কর্ণাটক সহ সারা দেশে জগদগুরুর লক্ষ লক্ষ ভক্ত রয়েছে।
[/spoiler]

৬. কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কোন দিনটিকে ‘জাতীয় ডলফিন দিবস’ হিসাবে মনোনীত করেছে, যা ২০২২ সাল থেকে প্রতি বছর পালন করা হবে?

(A) ৫ই অক্টোবর
(B) ৭ই অক্টোবর
(C) ৬ই অক্টোবর
(D) ৪ঠা অক্টোবর

[spoiler title=”উত্তর : “] (A) ৫ই অক্টোবর

  • গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের উদ্দেশ্যে এই দিবস পালিত হবে।
  • গাঙ্গেয় বাস্তুতন্ত্রে গাঙ্গেয় ডলফিনের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
[/spoiler]

৭. নিচের কোন দল ২০২২ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকে বাদ হয়ে গেছে (Knock Out)?

(A) ইতালি
(B) ইংল্যান্ড
(C) স্পেন
(D) পর্তুগাল

[spoiler title=”উত্তর : “] (A) ইতালি

  • ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি সম্প্রতি প্লে অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকে বাদ হয়ে গেছে।
  • এটি নিয়ে ১৯৫৮ সালের পর দ্বিতীয় বারের মতো ইতালিকে নক আউট হতে হল।
[/spoiler]

৮. Export Preparedness Index 2021-এ নিম্নলিখিত কোন রাজ্যটি শীর্ষে রয়েছে?

(A) হিমাচল প্রদেশ
(B) মেঘালয়
(C) সিকিম
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (D) গুজরাট

  • গুজরাট নীতি আয়োগের ‘রপ্তানি প্রস্তুতি সূচক ২০২১’-এর শীর্ষে রয়েছে, তারপরে মহারাষ্ট্র এবং কর্ণাটক যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
  • ‘রপ্তানি প্রস্তুতি সূচক’ হল ভারতের মোট রপ্তানির একটি ব্যাপক বিশ্লেষণ।
  • এর লক্ষ্য হল উপজাতীয় রপ্তানি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক ক্ষেত্রগুলি চিহ্নিত করা।
  • উপকূলীয় রাজ্যগুলি সূচকে সেরা পারফরমার হিসাবে নির্বাচিত হয়েছে।
[/spoiler]

৯. ‘ভারত ভাগ্য বিধাতা’ উৎসবের কোথায় উদযাপিত হচ্ছে?

(A) মুম্বাই
(B) আহমেদাবাদ
(C) নয়াদিল্লি
(D) লখনউ

[spoiler title=”উত্তর : “] (C) নয়াদিল্লি

  • দশ দিনের ‘ভারত ভাগ্য বিধাতা’ উৎসবটি সম্প্রতি নতুন দিল্লির লাল কেল্লায় শুরু হয়েছে।
  • উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
  • সংস্কৃতি মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে লালকেল্লায় এই মেগা উৎসবের আয়োজন করছে।
  • ২৫শে মার্চ থেকে ৩রা এপ্রিল ২০২২ পর্যন্ত এই উৎসব চলবে।
[/spoiler]

১০. মারিও মার্সেল সম্প্রতি ‘বছরের সেরা গভর্নর’ পুরস্কার (২০২২) জিতেছেন, তিনি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন?

(A) চিলি
(B) ভেনেজুয়েলা
(C) জার্মানি
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=”উত্তর : “] (A) চিলি

  • ২০২২ এ বর্ষসেরা গভর্নরের পুরস্কারের (Governor of the year award) জন্য চিলির মারিও মার্সেলের নাম ঘোষণা করা হয়েছে।
  • ‘Banco Central de Chile’ হল চিলির কেন্দ্রীয় ব্যাংকের নাম।
  • চিলির রাজধানী সান্তিয়াগো
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button