Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 9th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কে তার ‘দোগলাপন’ বইয়ের জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন?

(A) বিজয় শেখর শর্মা
(B) সুহেল সমীর
(C) আশনির গ্রোভার
(D) পীযূষ বনসাল

উত্তর
(C) আশনির গ্রোভার

  • গোল্ডেন বুক অ্যাওয়ার্ডস ব্যতিক্রমী সাহিত্যকর্মের স্বীকৃতি দেয়।
  • এই পুরস্কারটি উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল দ্বারা স্পনসর করা হয়।
  • ২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।

২. ৯ই ফেব্রুয়ারী ২০২৩ এ দুই দিনের ‘Urban-20 City Sherpas’ মিটিং কোথায় শুরু হয়েছিল?

(A) কলকাতা
(B) হায়দ্রাবাদ
(C) মুম্বাই
(D) আহমেদাবাদ

উত্তর
(D) আহমেদাবাদ

  • গুজরাটের আহমেদাবাদে ৯ই ফেব্রুয়ারী ২০২৩ এ দুদিনের আরবান-20 সিটি শেরপাদের সভা শুরু হয়েছিল।
  • শহরগুলির টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ৩০ টিরও বেশি আন্তর্জাতিক শহরের প্রতিনিধিরা দুই দিনের এই ইভেন্টে অংশ নিচ্ছে।
  • এটি G20 এর তৃতীয় ইভেন্ট যা গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে।

৩. রাশিয়া সরকার কোন দেশের সাথে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বিকাশের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) বাংলাদেশ
(B) ভুটান
(C) নেপাল
(D) মায়ানমার

উত্তর
(D) মায়ানমার

  • মায়ানমারের ইয়াঙ্গুনে পারমাণবিক প্রযুক্তি তথ্য কেন্দ্রে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, মায়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ান পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
  • চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশ ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে (SNPP) একসঙ্গে কাজ করবে।

৪. “Victory City” উপন্যাসের লেখক কে?

(A) সালমান রুশদি
(B) রুহুল্লাহ খোমেনী
(C) পদ্মা লক্ষ্মী
(D) জাফর রুশদী

উত্তর
(A) সালমান রুশদি

  • উপন্যাসটি একটি অল্পবয়সী অনাথ মেয়ে পাম্পা কাম্পানার গল্প।
  • তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘মিডনাইটস চিলড্রেন’, যেটি তাকে বুকার পুরস্কার এবং বুকারের সেরা পুরস্কার জিতিয়েছে।

৫. ডাল ফসলের গুরুত্ব বোঝাতে বিশ্ব ডাল দিবস কবে পালন করা হয়?

(A) ৭ই ফেব্রুয়ারি
(B) ৮ই ফেব্রুয়ারি
(C) ৯ই ফেব্রুয়ারি
(D) ১০ই ফেব্রুয়ারি

উত্তর
(D) ১০ই ফেব্রুয়ারি

  • ডাল ফসলের গুরুত্বকে স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ১০ই ফেব্রুয়ারিকে বিশ্ব ডাল দিবস হিসেবে ঘোষণা করেছে।
  • ২০১৩ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৬ কে আন্তর্জাতিক ডাল বছর হিসাবে ঘোষণা করেছিল।
  • ২০২৩ সালের বিশ্ব ডাল দিবসের থিম হল “Pulses for a Sustainable Future”।

৬. ২০২৩ সালে কোন দেশে ICC T-20 মহিলা বিশ্বকাপ শুরু হবে?

(A) ভারত
(B) দক্ষিন আফ্রিকা
(C) ওয়েস্ট ইন্ডিজ
(D) ইংল্যান্ড

উত্তর
(B) দক্ষিন আফ্রিকা

  • আফ্রিকার কোনো দেশে এই প্রথম মহিলাদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
  • ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপটাউন, গেবেরহা এবং পারল শহরে।
  • ২০২৩ সালের ২৬শে ফেব্রুয়ারি নিউল্যান্ড স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে।
  • মোট ১০টি দল অংশগ্রহণ করছে এবং ইভেন্ট চলাকালীন মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • উদ্বোধনী ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে।

৭. হিউস্টনে NASA এজেন্সির জনসন স্পেস সেন্টারে মহাকাশচারী অফিসের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) জো আকাবা
(B) ক্লেয়ার লোম্বারডেলি
(C) ডাঃ অমি বেরা
(D) কে সত্যনারায়ণ রাজু

উত্তর
(A) জো আকাবা

  • তিনি অফিসের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হিস্পানিক ঐতিহ্যের প্রথম ব্যক্তি।
  • তিনি একজন মিশন বিশেষজ্ঞ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন।
  • এর আগে তিনি স্পেসওয়াকেও অংশ নিয়েছেন।

৮. প্রবল ভূমিকম্পের পর সিরিয়া এবং তুরস্ককে সাহায্য করার জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছিল?

(A) অপারেশন মিত্রি
(B) অপারেশন মাদাদ
(C) অপারেশন দোস্ত
(D) অপারেশন রেসকিউ

উত্তর
(C) অপারেশন দোস্ত

  • অপারেশনের অধীনে, ভারত তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলগুলিতে একটি করে ফিল্ড হাসপাতাল, এবং উদ্ধার কর্মীদের মোতায়েন করেছে।
  • ভারতীয় বায়ুসেনার C17 গ্লোবমাস্টার বিমানও এই অভিযানে মোতায়েন করা হয়েছে।
  • ৭ই ফেব্রুয়ারি, ভারত চারটি C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমানে তুরস্কে ত্রাণ সামগ্রী, একটি মোবাইল হাসপাতাল এবং বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button