Notes

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF

list of vitamin deficiency diseases pdf

5/5 - (1 vote)

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা (list of vitamin deficiency diseases pdf ) নিয়ে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় তার একটি সুন্দর তালিকা আজকে আমরা উপস্থাপন করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন – পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? । আজকের পোস্টে এই ধরণের তথ্যগুলি তুলে ধরা হয়েছে।

image
কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়

ভিটামিন A

ভিটামিন A এর অভাবজনিত রোগগুলি হল

  • রাতকানা এবং অন্ধত্ব বা জেরোপথ্যালমিয়া
  • ফ্রিনোডার্মা বা টোডস্কিন। অর্থাৎ ত্বক ব্যাঙের চামড়ার মত খসখসে হয়ে যায়।
  • রেনাল স্টোন, অর্থাৎ বৃক্কে পাথর হয়।
  • মেরুদন্ড ও করোটির অস্থি বৃদ্ধি পায় ।
  • পরিপাকনালী, শ্বাসনালীর আবরণী ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়।
  • কেরাটোম্যালেসিয়া অর্থাৎ কর্নিয়া বিনষ্ট হয়।

ভিটামিন B1

ভিটামিন B1 এর অভাবজনিত রোগগুলি হল –

  • বেরিবেরি রোগ হয়।
  • হাত পা ফুলে যায়
  • ক্ষুধা মান্দ্য , স্নায়ু দৌর্বল্য, হৃদপিণ্ডের দুর্বলতা

ভিটামিন B2

ভিটামিন B2 এর অভাবজনিত রোগগুলি হল –

  • স্টোমাটাইটিস
  • গ্লসাইটিস
  • ত্বক অমসৃণ হয়ে পরে।
  • চুল উঠে যায়

ভিটামিন B3

ভিটামিন B3 এর অভাবজনিত রোগগুলি হল –

  • পেলেগ্রা রোগ হয়
  • ত্বক খসখসে হয়ে যায়
  • খাদ্যনালীতে জখম হয়
  • স্নায়ুদৌর্বল্য
  • রক্তাল্পতা, ওজন ও কর্মক্ষমতা হ্রাস পায়।

ভিটামিন B5

ভিটামিন B5 এর অভাবজনিত রোগগুলি হল –

  • অন্ত্রে ঘা হয়
  • পেশিতে টান,
  • চর্মরোগ হয়
  • পাখির পেরোসিস রোগ হয়
  • ইঁদুর ও মুরগির ডার্মাটাইটিস রোগ হয়

ভিটামিন B6

ভিটামিন B6 এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তাল্পতা
  • নিদ্রাল্পতা
  • জনন ক্ষমতা লোপ পায়

ভিটামিন B7

ভিটামিন B7 এর অভাবজনিত রোগগুলি হল –

  • ডার্মাটাইটিস ও এন্টেরিস নামক ত্বকের রোগ হয়।

ভিটামিন B9

ভিটামিন B9 এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তাল্পতা।
  • দেহের বৃদ্ধি হ্রাস পায়।

ভিটামিন B12

ভিটামিন B12 এর অভাবজনিত রোগগুলি হল –

  • পারনিসিয়াস এনিমিয়া
  • হাইপার গ্লাইসিমিয়া
  • হিমাটো পয়েসিস

ভিটামিন C

ভিটামিন C এর অভাবজনিত রোগগুলি হল –

  • স্কার্ভি রোগ (দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরা )
  • অস্থি ও দন্তি ক্ষয় হয়
  • রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজেই ঠান্ডা লাগে
  • রক্তের লোহিতকণিকা ও অণুচক্রিকার পরিমান কমে যায়
  • ক্ষতস্থান সহজে শুকোতে চায় না
  • রক্তহীনতা হয়।

ভিটামিন D

ভিটামিন D এর অভাবজনিত রোগগুলি হল –

  • ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়
  • দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং দাঁতের ক্ষয় হতে দেখা যায়।
  • রক্তে ক্যালসিয়ামের পরিমান কমে যায় এবং ক্যালসিয়াম -বিপাক ব্যাহত হয়।

ভিটামিন E

ভিটামিন E এর অভাবজনিত রোগগুলি হল –

  • বন্ধ্যাত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায়।
  • জরায়ুর মধ্যে ভ্রুনের মৃত্যু হয়।
  • স্তনদুগ্ধ নিঃসরণ কমে যায়।

ভিটামিন K

ভিটামিন K এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তে প্রথমোবিনের পরিমান কমে যায়।
  • স্বাভাবিক রক্ত তঞ্চন ব্যাহত হয়।
  • হেমারেজ বা রক্তক্ষরণ হয়।

ভিটামিন H

ভিটামিন H এর অভাবজনিত রোগগুলি হল –

  • দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয়।

কিছু প্রশ্ন ও উত্তর –

কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়?

ভিটামিন E এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়।

কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।

কিসের অভাবে গলগন্ড রোগ হয় ?

গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে।

এই নোটের পিডিএফ ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name: বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF – বাংলা কুইজ
  • File Size: 1.6 MB
  • No. of Pages: 04
  • Language: Bengali
  • Subject: Life Science

To check our latest Posts - Click Here

Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali