General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF

List of Important Vaccines and their Inventors

বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক PDF

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক নিয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভ্যাকসিন ও তার আবিষ্কারকের তালিকা। মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কোনো একটি রোগের নাম বলে দিয়ে সেই রোগের ভ্যাকসিন আবিষ্কারকের নাম জানতে চাওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো বিজ্ঞানীর নাম উল্লেখ করে জানতে চাওয়া হয় তিনি কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব । 

বিভিন্ন রোগের টিকা এবং তার আবিস্কারক । 

বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক তালিকা 

বিভিন্ন রোগের টিকা এবং তার আবিস্কারক তালিকা নিচে দেওয়া রইলো।

ভ্যাকসিনআবিস্কারকদেশসাল
রুবেলা ভাইরাসরুবেলা ও সি আর এসজার্মানি১৭৪০
স্মল পক্সএডওয়ার্ড জেনারইংল্যান্ড১৭৯৬
মেনিনজাইটিসভিওসেউক্স১৮০৬
লেপ্রসিগুই হেনরি ফগেটসুইডেন১৮৭৩
কলেরালুই পাস্তুরফ্রান্স১৮৮০
টাইফয়েড ফিভারএডওয়ার্ড রাইট১৮৮০
এনথ্রাক্সলুই পাস্তুরফ্রান্স১৮৮১
রেবিস ভ্যাকসিনলুই পাস্তুরফ্রান্স১৮৮৫
ডিপথেরিয়া এবং টিটেনাসএডলফ ভন বেরিং ও সিবাসাবুরো কিটাসাটোজার্মানি / জাপান১৮৯১
টাইফাস ভ্যাকসিনচার্লস নিকোলেফ্রান্স১৯০৯
টিবি ভ্যাকসিনএলবার্ট ক্যালমেট ও ক্যামাইল গুয়েরিনফ্রান্স১৯২২
ইয়েলো ফিভারম্যাক্স থেইলারমার্কিন যুক্তরাষ্ট্র১৯৩০
ইনফ্লুয়েঞ্জাজোনাস শল্ক ও থমাস ফ্রান্সিসমার্কিন যুক্তরাষ্ট্র১৯৩৩
Q ফিভারএইচ আর কক্স এবং গোর্ডন ডেভিসমার্কিন যুক্তরাষ্ট্র১৯৩৭
পোলিও ভ্যাকসিনজোনাস ই শল্কমার্কিন যুক্তরাষ্ট্র১৯৫২
পোলিও মাইলেটিসড: জোনাস শল্কমার্কিন যুক্তরাষ্ট্র১৯৫২
মিসেলস (হাম ) ভ্যাকসিনজন এফ অ্যান্ডার্স, থমাস পিবলমার্কিন যুক্তরাষ্ট্র১৯৫৩
ওরাল পোলিও ভ্যাকসিনএলবার্ট ব্রুস সাবিনমার্কিন যুক্তরাষ্ট্র১৯৫৫
হেপাটাইটিস – বিড: ব্লুমবার্গ ওয়ানমার্কিন যুক্তরাষ্ট্র১৯৬৯
মাম্পসমৌরিস হিলেমান১৯৬৯
চিকেন পক্সমিচিয়াকি তাকাহাসি১৯৭২
হেপাটাইটিস – এস্টিভেন এম ফেনস্টোনমার্কিন যুক্তরাষ্ট্র১৯৭৩
নিউমকোক্যাল নিউমোনিয়াউইলিয়াম ওসলার,মার্কিন যুক্তরাষ্ট্র১৯৭৭
হেপাটাইটিস – ইভারত১৯৭৮
কোভিশিল্ডসিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াভারত২০২১
কোভাক্সিনভারত বায়োটেক ও ICMR-NIVভারত২০২১
হুপিং কাশিজুলি বোর্ডেট এবং ওকটেভে জেনেগাফ্রান্স
ভ্যাকসিন ও আবিস্কারক তালিকা

আরো দেখে নাও 

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

রোগ ও তাদের জীবাণু

বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF

জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক

বিভিন্ন রোগের ভ্যাকসিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর : 

পোলিও টিকা আবিষ্কার করেন কে?

জোনাস সল্ক

গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন ?

এডওয়ার্ড জেনার

জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে ?

লুই পাস্তুর

হামের টিকার উদ্ভাবক কে ?

জন এফ অ্যান্ডার্স, থমাস পিবল

এই নোটের পিডিএফ ডাউনলোড লিংক নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF – বাংলা কুইজ
  • File Size : 1528 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language: Bengali
  • Subject: Biology, Life Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button