জানা-অজানা ইউক্রেন – Ukraine
Ukraine | History, Flag, Population, President, Map
জানা-অজানা ইউক্রেন – Ukraine
সম্প্রতি ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেন আমাদের সকলের কাছে আলোচনা এবং উদ্বেগের বিষয়। আমরা তথা আপামর বিশ্ববাসী এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন, শঙ্কিত, এবং এই যুদ্ধ সত্বর বন্ধ হোক এই আমাদের সকলের কাম্য। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী, যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। জানা-অজানা ইউক্রেন ।
আজ আমরা সংক্ষেপে জেনে নেব ইউক্রেনের বিষয়ে।
দেখে নাও : ১০০+ বাংলাদেশ সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর
অবস্থানঃ
ইউক্রেন দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্বাধীন সার্বভৌম দেশ। নিম্নের চিত্রে ইউক্রেন – সবুজ, ইউক্রেনের ক্রিমিয়া / ডোনেতস্ক / লুগানস্ক অঞ্চল – হাল্কা সবুজ।
চতুঃসীমাঃ
ইউক্রেনের
উত্তরে → বেলারুশ, রাশিয়া
দক্ষিণে → কৃষ্ণ সাগর, আজভ সাগর
ইউক্রেনের দক্ষিণের ক্রিমিয়া উপদ্বীপ অঞ্চল রাশিয়া নিয়ন্ত্রিত হলেও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃত।
পশ্চিমে → পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মলডোভা
মলডোভা এবং ইউক্রেনের মধ্যবর্তী অঞ্চল ‘ট্রান্সনিস্ট্রিয়া’ নিজেদের স্বাধীন দেশ হিসাবে দাবি করলেও আন্তর্জাতিকভাবে এটি মলডোভার অংশ হিসেবেই স্বীকৃত।
পূর্বে → রাশিয়া
ইউক্রেনের পূর্বে অবস্থিত ডোনেতস্ক এবং লুগানস্ক অঞ্চল নিজেদের স্বাধীন দেশ হিসাবে দাবি করলেও আন্তর্জাতিকভাবে এগুলি ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃত।
রাজধানী এবং সরকারঃ
ইউক্রেনের রাজধানী তথা বৃহত্তম (সর্বাধিক জনসংখ্যা হিসাবে) শহর কিভ (English: Kyiv / Ukrainian: Київ).
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এটি ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত। কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দর-শহর ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর।
ইউক্রেনের সংসদের নাম ‘ভারখোভনা রাডা’। ইউক্রেনীয় ভাষায় এর অর্থ হল ‘Supreme Council’.
ইউক্রেনের সংসদে একটি কক্ষ। প্রসঙ্গতঃ, ভারতের সংসদে দুটি কক্ষ – লোকসভা এবং রাজ্যসভা।
ইউক্রেন একটি ইউনিটারি স্টেট – অর্থাৎ কেন্দ্রীয় সরকার সমস্ত দেশ নিয়ন্ত্রণ করে। প্রসঙ্গতঃ, ভারত একটি ফেডারাল স্টেট – অর্থাৎ কেন্দ্র / রাজ্য শাসনব্যবস্থা – যেখানে কিছু ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে এবং কিছু ক্ষমতা রাজ্য সরকারের কাছে থাকে।
ইউক্রেন একটি ‘সেমি-প্রেসিডেনসিয়াল রিপাবলিক’।
ইউক্রেনের রাষ্ট্রপতিঃ ভলোদিমির জেলেনস্কি (Ukrainian: Володимир Зеленський)
ইউক্রেনের প্রধানমন্ত্রীঃ ডেনেস স্মাইহ্যাল (Ukrainian: Денис Шмигаль)
সংসদের চেয়ারম্যানঃ রুসলান স্টেফানচুক (Ukrainian: Руслан Стефанчук)
আয়তন এবং জনসংখ্যাঃ
ইউক্রেনের আয়তন ৬০৩৬২৮ বর্গকিমি। আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। ইউরোপের বৃহত্তম দেশ হল রাশিয়া।
ইউক্রেনের আনুমানিক জনসংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ। এ ব্যতীত ক্রিমিয়ার জনসংখ্যা প্রায় ২৫ লক্ষ, কিন্তু যেহেতু ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রিত, সেহেতু ইউক্রেনের জনসংখ্যায় ক্রিমিয়ার জনসংখ্যা যোগ করা হয়নি।
ইউক্রেনের জনসংখ্যার প্রায় ৭০% শহরবাসী।
ইউক্রেনের প্রধান দুই জনগোষ্ঠী হল ইউক্রেনিয়ান (৭৮%) এবং রাশিয়ান (১৭%)।
জাতীয় প্রতীকঃ
ইউক্রেনের জাতীয় পতাকা (বামদিকে) দুই রঙবিশিষ্ট – নীল ও হলুদ। ডানদিকে, ইউক্রেনের জাতীয় ‘কোট অফ আর্মস’ (জাতীয় প্রতীক)।
ভাষাঃ
ইউক্রেনের সরকারী ভাষা ইউক্রেনিয়ান। এই ভাষা দেশের প্রায় ৬৭% মানুষের মাতৃভাষা। প্রায় ২৯% অধিবাসীর মাতৃভাষা রাশিয়ান।
ইউক্রেনের অধিবাসীদের দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাশিয়ান।
ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অঞ্চল – অর্থাৎ রাশিয়ার সংলগ্ন অঞ্চলের রাশিয়ান ভাষাভাষী মানুষ বেশি, অন্যদিকে কেন্দ্রীয়, পূর্ব, এবং উত্তরাঞ্চলের মানুষের অধিকাংশই ইউক্রেনিয়ান ভাষাভাষী।
ইউক্রেনীয় এবং রাশিয়ান – উভয় ভাষাই লেখা হয় সিরিলিক বর্ণমালায়।
মুদ্রাঃ
ইউক্রেনের মুদ্রার নাম হ্রিভনিয়া (English: hryvnia / Ukrainian: гривня)
মুদ্রার প্রতীক ₴, মুদ্রার কোড UAH
জানা-অজানা তথ্যঃ
- স্বাধীনতা দিবস (গণপ্রজাতন্ত্রী ইউক্রেন) – ২২ জানুয়ারি, ১৯১৮
- সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয় – ২৪ আগস্ট, ১৯৯১
- ধর্ম – ইউক্রেনের প্রায় ৮৭% মানুষ খ্রিষ্টধর্মাবলম্বী
- জিডিপি – ইউক্রেনের ২০২১ সালের সম্ভাব্য নমিন্যাল জিডিপি ১৮১ বিলিয়ন আমেরিকান ডলার
- ড্রাইভিং – রাস্তার ডানদিক বরাবর
- জলবায়ু – মহাদেশীয়
- চাষ-আবাদ – ইউক্রেনের মৃত্তিকা অত্যন্ত উর্বর কৃষ্ণ-মৃত্তিকা, এবং ইউক্রেন পৃথিবীর অন্যতম উর্বর অঞ্চল বলে পরিচিত। ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ইউক্রেন বিভিন্ন ফসল, বিশেষতঃ গম, রপ্তানি করে থাকে।
- চেরনোবিল – আমরা সবাই চেরনোবিল দুর্ঘটনার কথা জানি। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল (পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত) চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ৪-নম্বর রিয়্যাক্টর একটি পরিকল্পিত সেফটি টেস্ট চলাকালীন দুর্ঘটনাগ্রস্ত হয়। এর ফলে সংলগ্ন এলাকা (ইউক্রেন এবং বেলারুশের প্রায় ২৬০০০ বর্গকিমি এলাকা) মনুষ্য বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়।
- ক্রীড়া – ইউক্রেনের সর্বাপেক্ষা জনপ্রিয় ক্রীড়া ফুটবল। বিখ্যাত ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কো ইউক্রেনেরই খেলোয়াড়।
- আন্তনোভ – ইউক্রেনের বিমান আন্তনোভ বিশ্বের বৃহত্তম বিমান। মহাকাশযান বহনের জন্য নির্মিত এই বিমানটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে প্রকাশ।
আরও দেখে নাও :
- পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা PDF
- পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ – List of Important Gulfs
- পশ্চিমবঙ্গের ২৩টি জেলা ও তাদের সংক্ষিপ্ত বিবরণ
ইউক্রেন প্রশ্ন ও উত্তর –
ইউক্রেনের রাজধানীর নাম কী ?
কিভ।
প্রসঙ্গতঃ, কিভ শহরের ইউক্রেনিয়ান নাম Kyiv তথা কিভ। কিভ শহরের রাশিয়ান নাম Kiev তথা কিয়েভ। ইউক্রেনিয়ান সরকারের মতে শহরটির নামের সঠিক উচ্চারণ ‘কিভ’, ‘কিয়েভ’ না।
ইউক্রেনের মুদ্রার নাম কী ?
হ্রিভনিয়া।
ইউক্রেন শব্দের অর্থ কী ?
ইউক্রেন শব্দটির অর্থ প্রান্ত ভূমি বা সীমান্তবর্তী অঞ্চল।
ইউরোপের রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয় ?
ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে ‘ইউরোপের রুটির ঝুড়ি‘ বলা হয়।
বিখ্যাত ‘টানেল অব লাভ’ কোন দেশে অবস্থিত ?
ইউক্রেনে অবস্থিত। লাভ টানেল বা প্রেমের টানেল আসলে একটি ট্রেন টানেল যা গাছ দ্বারা গঠিত।
ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা কবে হয়েছিল ?
১৯৮৬ সালের ২৬শে এপ্রিল
To check our latest Posts - Click Here