বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা
National Flowers of Different Countries
বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা
পৃথিবীতে এত দেশ, এত জাতি, এত ভাষার মানুষ। এক এক দেশ এক এক রকমের – প্রাকৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক – বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন জীবজন্তুর সমাহারে আমাদের এই পৃথিবী এক অসাধারণ বৈচিত্রময় স্থান। ( বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা , National Flowers of Different Countries , Bibhinno DesherJatiyo Ful Talika )
দেখে নাও : বিভিন্ন দেশের জাতীয় প্রতীক । National Emblem of Different Countries – PDF
জাতীয় প্রতীক এক একটি দেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, জীববৈচিত্র, এবং জাতীয় শ্লাঘার পরিচয় বহন করে। জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় প্রাণী এক একটি দেশের পরিচয় তুলে ধরে সমগ্র বিশ্বের কাছে।
দেখে নাও : ভারতের জাতীয় প্রতীক | National Symbols of India – PDF
আজ আমরা দেখে নেব বিভিন্ন দেশের জাতীয় ফুলগুলিকে।
সমস্ত চিত্র গুগল থেকে সংগৃহীত। চিত্রস্বত্ব চিত্রগ্রাহকের।
দেশ | জাতীয় ফুল | চিত্র |
---|---|---|
ভারত | পদ্ম | |
অস্ট্রেলিয়া | সোনালী ওয়াটেল | |
ইংল্যাণ্ড | টিউডর গোলাপ | |
বাংলাদেশ | সাদা শাপলা | |
পাকিস্তান | যুঁই | |
নেপাল | রডোডেনড্রন | |
শ্রীলঙ্কা | লিলি (জলপদ্ম) | |
আফঘানিস্তান | টিউলিপ | |
ভুটান | নীল পপি | |
গণপ্রজাতন্ত্রী চীন | পিওনী | |
মালদ্বীপ | গোলাপী গোলাপ | |
স্কটল্যাণ্ড | থিস্টল | |
দক্ষিণ কোরীয়া | জবা | |
প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) | চাইনিজ প্লাম | |
রাশিয়া | ক্যামোমাইল | |
ওয়েলশ | ড্যাফোডিল | |
মেক্সিকো | ডালিয়া | |
আমেরিকা | গোলাপ | |
উত্তর কোরীয়া | ম্যাগনোলিয়া |
To check our latest Posts - Click Here