General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা

National Flowers of Different Countries

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা

পৃথিবীতে এত দেশ, এত জাতি, এত ভাষার মানুষ। এক এক দেশ এক এক রকমের – প্রাকৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক – বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন জীবজন্তুর সমাহারে আমাদের এই পৃথিবী এক অসাধারণ বৈচিত্রময় স্থান। ( বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা , National Flowers of Different Countries , Bibhinno DesherJatiyo Ful Talika )

দেখে নাও : বিভিন্ন দেশের জাতীয় প্রতীক । National Emblem of Different Countries – PDF

জাতীয় প্রতীক এক একটি দেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, জীববৈচিত্র, এবং জাতীয় শ্লাঘার পরিচয় বহন করে। জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় প্রাণী এক একটি দেশের পরিচয় তুলে ধরে সমগ্র বিশ্বের কাছে।

দেখে নাও : ভারতের জাতীয় প্রতীক | National Symbols of India – PDF

আজ আমরা দেখে নেব বিভিন্ন দেশের জাতীয় ফুলগুলিকে

সমস্ত চিত্র গুগল থেকে সংগৃহীত। চিত্রস্বত্ব চিত্রগ্রাহকের।

দেশজাতীয় ফুলচিত্র
ভারতপদ্ম
অস্ট্রেলিয়াসোনালী ওয়াটেল
ইংল্যাণ্ডটিউডর গোলাপ
বাংলাদেশসাদা শাপলা
পাকিস্তানযুঁই
নেপালরডোডেনড্রন
শ্রীলঙ্কালিলি (জলপদ্ম)
আফঘানিস্তানটিউলিপ
ভুটাননীল পপি
গণপ্রজাতন্ত্রী চীনপিওনী
মালদ্বীপগোলাপী গোলাপ
স্কটল্যাণ্ডথিস্টল
দক্ষিণ কোরীয়াজবা
প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান)চাইনিজ প্লাম
রাশিয়াক্যামোমাইল
ওয়েলশড্যাফোডিল
মেক্সিকোডালিয়া
আমেরিকাগোলাপ
উত্তর কোরীয়াম্যাগনোলিয়া
কোন দেশের জাতীয় ফুল কি

To check our latest Posts - Click Here

Telegram

কুদ্দুস ভাই

World History, Content Writer @ www.banglaquiz-in-443979.hostingersite.com

Related Articles

Back to top button