Geography NotesGeneral Knowledge Notes in Bengali
পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা PDF
List of the Major Islands of the World

পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা
আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা নিয়ে। পৃথিবীর বিখ্যাত দ্বীপ ও তাদের অবস্থান সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া রইলো। Dwip Somuh । Important Islands of the World
দেখে নাও : পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা ও বিবরণ – List of Important Gulfs
প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান দ্বীপসমূহের তালিকা দেওয়া রইলো।
হাওয়াই | কিউরাইল | সাখানিন |
ক্যাম্বেল | মার্শাল | ক্যালেডোনিয়া |
নিউজিল্যান্ড | সেন্ট লরেন্স | সলোমান |
টুভালু | পালাউ | মার্কেসাস |
ভানুয়াটু | মিডওয়ে | ডুসি |
পাপুয়া নিউগিনি | পিটকাইন | এলাইস |
গালাপাগোস | মারিয়ানা | কুক |
হোবার্ট | কিং | এলুসিওন |
ফ্লিনভার্স | ক্যারোলিন | চ্যাথেন |
গুয়াম | টোসা | নাউরু |
নিউ হেডব্রিজ | ফিজি | ফিনিক্স |
চিলোয় | তাহিতি | নরফোক |
কিরিবাতি | মাইক্রোনেশিয়া | স্টুয়ার্ট |
বাউনটি | অকল্যান্ড |
আটলান্টিক মহাসাগর
আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান দ্বীপসমূহের তালিকা দেওয়া রইলো।
গ্রিনল্যান্ড | নিউ ফাউন্ডল্যান্ড | আইসল্যান্ড |
বারমুডা | ত্রিনিদাদ ও টোবাকো | লিওয়ার্ড |
বিয়ার | বাহামা | জ্যামাইকা |
জর্জিয়া | আজোস | বাইলট |
ফ্যারো | হাইতি | ক্যানারি |
কিউবা | ককল্যান্ড | বোভেট |
আয়ারল্যান্ড | মাদোরিয়া | সেন্টহেলেন |
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান দ্বীপসমূহের তালিকা দেওয়া রইলো।
জাকার্তা | জাভা | ইন্দোনেশিয়া |
সুমাত্রা | শ্রীলংকা | মালয়েশিয়া |
মরিশাস | মালাগাসি | সেসেলস |
লাক্ষাদ্বীপ | মালদ্বীপ | কমেরিস |
সুমেরু
সুমেরুর প্রধান প্রধান দ্বীপসমূহের তালিকা দেওয়া রইলো।
কুইন এলিজাবেথ | জন মায়েন | পিটসবারজেন |
জেমলিয়া | বেফিন | ভিক্টোরিয়া |
ব্যাংকসদ্বীপ |
কুমেরু
কুমেরুর প্রধান প্রধান দ্বীপসমূহের তালিকা দেওয়া রইলো।
স্কট | বালোনি | আলেকজেন্ডার |
রস | রুজভেল্ট | মিল |
চারকোট | থরস্টোন | বাকে |
আরও দেখে নাও :
Download Section
- File Name : পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা – বাংলা কুইজ
- File Size : 787 KB
- No. of Pages : 03
- Format : PDF
- Langauge : Bengali
To check our latest Posts - Click Here