Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২৩ – Attorney General of India

List of Attorney Generals of India

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২২

প্রিয় পাঠকেরা আজকে আমরা আলোচনা করবো ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা (Attorney General of India ) ও তৎসম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে।

অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য

  • অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক।
  • ভারতীয় সংবিধানের ৭৬ নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।
  • ভারতের অ্যাটর্নি জেনারেল হতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতির সমান যোগ্যতা থাকতে হবে

দেখে নাও : সুপ্রিমকোর্টের গঠন ও বিচারপতিদের যোগ্যতা, নিয়োগ, বেতন ও ভাতা, কার্যকাল, অপসারণ

  • তিনি দেশের সমস্ত আদালতে উপস্থিত হতে পারেন এবং সংসদ ও তার কমিটির কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তাঁর ভোট দেওয়ার অধিকার নেই।
  • ভারতের অ্যাটর্নি জেনারেল বেতনভুক্ত নন, রাষ্ট্রপতি স্থির করা একটি সাম্মানিক দক্ষিণা পান তিনি।
  • অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল দক্ষিণা পান।

দেখে নাও : ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের বেতন তালিকা –  PDF

  • ভারতে অ্যাটর্নি জেনারেল একটি রাজনৈতিক পদ। তাই সরকার বদল হলে তিনি ইস্তফা দেন এবং নতুন সরকার এই পদে তার দলের কাউকে নিয়োগ করেন।
  • অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন দুজন সলিসিটর জেনারেল এবং চারজন অতিরিক্ত সলিসিটর জেনারেল।

অ্যাটর্নি জেনারেল কার্যপ্রক্রিয়া

  • রাষ্ট্রপতি দ্বারা দায়িত্বপ্রাপ্ত সমস্ত আইনি বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন।

দেখে নাও : ভারতের রাষ্ট্রপতি ( PDF ) সম্পর্কিত তথ্য – President of India

  • তিনি ভারত সরকার যুক্ত আছে এমন মামলাগুলিতে সুপ্রিমকোর্ট ও বিভিন্ন হাইকোর্টে হাজির হন।
  • আর্টিকেল ১৬৫ অনুসারে প্রত্যেক রাজ্যে আইনি উপদেশ দেওয়ার জন্য একজন করে অ্যাডভোকেট জেনারেল আছেন।
বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর. ভেঙ্কটরামানি
বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর. ভেঙ্কটরামানি

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা

ক্রমঅ্যাটর্নি জেনারেলসময়কাল
এম. সি. শীতলবাদ২৮ জানুয়ারি ১৯৫০ – ১ মার্চ ১৯৬৩
সি.কে. দফতরি২ মার্চ ১৯৬৩ – ৩০ অক্টোবর ১৯৬৮
নীরেন দে১ নভেম্বর ১৯৬৮ – ৩১ মার্চ ১৯৭৭
এস.ভি. গুপ্তে১ এপ্রিল ১৯৭৭ – ৮ আগস্ট ১৯৭৯
এল.এন সিনহা৯ আগস্ট ১৯৭৯ – ৮ আগস্ট ১৯৮৩
কে. পরাশরন৯ আগস্ট ১৯৮৩ – ৮ ডিসেম্বর ১৯৮৯
সোলি সোরাবজি৯ ডিসেম্বর ১৯৮৯ – ২ ডিসেম্বর ১৯৯০
জি. রামাস্বামী৩ ডিসেম্বর ১৯৯০ – ২৩ নভেম্বর ১৯৯২
মিলন কে. ব্যানার্জি২১ নভেম্বর ১৯৯২ – ৮ জুলাই ১৯৯৬
১০অশোক দেশাই৯ জুলাই ১৯৯৬ – ৬ এপ্রিল ১৯৯৮
১১সোলি সোরাবজি৭ এপ্রিল ১৯৯৮ – ৪ জুন ২০০৪
১২মিলন কে. ব্যানার্জি৫ জুন ২০০৪ – ৭ জুন ২০০৯
১৩গুলাম এসাজি বাহনবতী৮ জুন ২০০৯ – ১১ জুন ২০১৪
১৪মুকুল রোহাতগী১২ জুন ২০১৪ – ৩০ জুন ২০১৭
১৫কে. কে. ভেনুগোপাল১ জুলাই ২০১৭ – ২২ সেপ্টেম্বর ২০২২
১৬আর. ভেঙ্কটরামানি১ অক্টোবর – বর্তমান
ভারতের সমস্ত অ্যাটর্নি জেনারেল তালিকা

ভারতের ১৫ তম অ্যাটর্নি জেনারেল হলেন কে কে ভেনুগোপাল। 

ভারতের ১৬ তম এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর. ভেঙ্কটরামানি। 

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section :

  • File Name :  Attorney General of India
  • File Size : 2 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject: Indian Polity

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা – PDF
ভারতের উপরাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য । Vice-Presidents of India । PDF
ভারতের উপরাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য । Vice-Presidents of India । PDF
ভারতের প্রধানমন্ত্রী – নিয়োগ , যোগ্যতা, কার্যকাল তালিকা
ভারতের লোকসভার স্পিকার / অধ্যক্ষ
Similar Posts

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button