General Knowledge Notes in BengaliNotes

জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার

Scientists and their Contribution in Biology

জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে। এই টপিকটি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। ছোট্ট এই তালিকাটি বানানো হয়েছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষাগুলিতে যে প্রশ্নগুলি বেশি আসে, সেইগুলি নিয়ে।

জীববিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান

বিজ্ঞানীঅবদান
অ্যারিস্টটলজীববিজ্ঞানের জনক
উইলিয়াম হার্ভেমানবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন
লিউয়েন হুকপ্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন, সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন
রবার্ট হুককোষ আবিস্কারক, যৌগিক যন্ত্রের আবিস্কারক
ক্যারোলাস লিনিয়াসশ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ (Binomial nomenclature ) এর প্রবক্তা
ল্যামার্কবায়োলজি শব্দের প্রবক্তা, ব্যবহার ও অব্যবহারের সূত্রের আবিস্কারক
এডওয়ার্ড জেনারগুটি বসন্তের টিকা আবিস্কারক
স্লেইডেন ও সোয়ানআধুনিক কোষতত্বের জনক
চার্লস ডারউইনপ্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা, On the Origin of Species বইটির লেখক
লুই পাস্তুরজলাতঙ্ক রোগের টিকা আবিস্কারক, দুধের পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন, অ্যান্থ্রাক্স রোগের প্রতিষেধক আবিষ্কার করেন
মেন্ডেলবংশগতিবিদ্যার জনক
ভাইসম্যানজার্মপ্লাজমবাদের প্রবক্তা
রবার্ট ক্লোথযক্ষা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন
রন্টজেনএক্স রশ্মির আবিস্কারক
হুগো দ্যা ভ্রিসমিউটেশন তত্বের প্রবক্তা
স্যার রোনাল্ড রসম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন
আলেকজেন্ডার ফ্লেমিংপেনিসিলিন আবিস্কারক
ওয়াটসন ও ক্রিকDNA অনুর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন
ড: হরগোবিন্দ খোরানাজেনেটিক কোড আবিস্কারক
জোনাস শল্কপোলিও টিকা আবিস্কারক
হপকিন্সভিটামিন আবিষ্কার করেন
কার্ল ল্যান্ডস্টেইনারএন্টিজেন
স্যামুয়েল হ্যানিম্যানহোমিওপ্যাথির জনক
বেটিং ও ওয়েস্টইনসুলিন আবিষ্কার করেন
ক্যালমেট ও গুয়েরিনBCG টিকা আবিস্কারক
ক্রিস্টিয়ান বার্নাডহৃদপিন্ড প্রতিস্থাপন ( হার্ট ট্রান্সপ্লান্টেশন) পদ্ধতি আবিষ্কার করেন
পিন্কাসগর্ভ-নিরোধক ওষুধ আবিষ্কার করেন
হেনশনকুষ্ঠ রোগের ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন
হ্যারিসন ও সিম্পসনক্লোরোফর্ম আবিষ্কার করেন
ক্যামিলিও গলগিগলগি বডি আবিষ্কার করেন
নরম্যান বরলগসবুজ বিপ্লবের জনক
জীববিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানী অবদান

পোলিও টিকা আবিষ্কার করেন কে?

জোনাস শল্ক

হোমিওপ্যাথির আবিষ্কারক কে?

স্যামুয়েল হ্যানিম্যান

জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন ?

লুই পাস্তুর

ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন ?

রোনাল্ড রস

 দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button