General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা

New Year's Day Celebration in Different Parts of India

ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে বছরের বিভিন্ন সময়ে নববর্ষ পালিত হয়। রাজ্যভিত্তিক এই নববর্ষের নামের তালিকা নিচে দেওয়া রইলো । ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা দেওয়া রইলো ।

বিভিন্ন রাজ্যের নববর্ষের নাম

ভারতের বিভিন্ন প্রদেশের নববর্ষ তালিকা নিচে দেওয়া রয়েছে ।

#রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলনববর্ষের নাম
পশ্চিমবঙ্গপয়লা বৈশাখ
ত্রিপুরাপয়লা বৈশাখ
উত্তরপ্রদেশহোলি
উত্তরাখন্ডহোলি
সিকিমলুসাং
রাজস্থানহোলি
তেলেঙ্গানাগুড়ি পাদোয়া
তামিলনাড়ুপুঠাণ্ডু
পাঞ্জাববৈশাখী
১০ওড়িশামহাবিষুব সংক্রান্তি
১১মেঘালয়কা বম খানা শ্নং
১২মনিপুরচেইরোবা
১৩মহারাষ্ট্রগুড়ি পাদোয়া
১৪মধ্যপ্রদেশহোলি
১৫ছত্তিসগড়হোলি
১৬ঝাড়খন্ডহোলি
১৭কেরালাবিশু
১৮কর্ণাটকউগাদি
১৯জম্মু ও কাশ্মীরনভরে
২০হিমাচল প্রদেশচৈত্তি, বাসোয়া
২১হরিয়ানাবৈশাখী
২২গুজরাটবেস্তু বরস
২৩বিহারহোলি
২৪আসামসাংকেন , বোহোগ বিহু
২৫অরুণাচলপ্রদেশসাংকেন
২৬অন্ধ্রপ্রদেশউগাদি
কোন রাজ্যের নববর্ষকে কি বলা হয়

এরকম আরও কিছু পোস্ট

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা – PDF

বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস তালিকা – PDF

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button