সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯০ । Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 290
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯০
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪৩৯১. স্টালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
(A) মহাত্মা গান্ধী
(B) সাইফুদ্দিন কিচলু
(C) শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়
(D) সুভাষ চন্দ্র বোস
লেনিন পিস প্রাইজ নামে পরিচিত স্ট্যালিন পুরস্কারটি প্রাক্তন সোভিয়েত রাশিয়ার শাসক স্টালিনের নামে দেওয়া হয়ে থাকে। সাইফুদ্দিন কিচলু হলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিখ্যাত ও নির্ভীক মুক্তিযোদ্ধা। তিনি ১৯৫২ সালে স্ট্যালিন পুরস্কার পেয়েছিলেন।
৪৩৯২. নিম্নলিখিত মালভূমির মধ্যে কোনটি এশিয়া মাইনর ( Asia Minor ) নামে পরিচিত?
(A) লোয়েস মালভূমি
(B) আনাতোলিয়া মালভূমি
(C) মেক্সিকান মালভূমি
(D) লরেন্তিয়ান মালভূমি
তুর্কির আনাতোলিয়া মালভূমি এশিয়া মাইনর ( Asia Minor ) নামে পরিচিত ।
৪৩৯৩. ইব্রাহিম লোদির সমাধি কোন শহরে অবস্থিত?
(A) পানিপথ
(B) নতুন দিল্লি
(C) হায়দ্রাবাদ
(D) আগ্রা
ইব্রাহিম লোদির সমাধি হরিয়ানার পানিপথে অবস্থিত। ইব্রাহিম লোদি ছিলেন লোদী রাজবংশের শেষ শাসক যিনি ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে বাবুরের কাছে পরাজিত ও নিহত হন।
৪৩৯৪. যখন কোনও ফেরোম্যাগনেটিক পদার্থের তাপমাত্রা কিউরি তাপমাত্রার উপরে বৃদ্ধি করা হয় তখন
(A) ফেরোম্যাগনেটিক পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়
(B) ফেরোম্যাগনেটিক পদার্থটি ডায়াম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়
(C) ফেরোম্যাগনেটিক পদার্থটি কঠিন থেকে তরলে পরিবর্তিত হয়
(D) ফেরোম্যাগনেটিক পদার্থটি সুপার কন্ডাক্টিং পদার্থে পরিবর্তিত হয়
ফেরোম্যাগনেটিক পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থে পরিবর্তিত হয়
৪৩৯৫. ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ হলো
(A) ০%
(B) ০.৫%
(C) ০.৮%
(D) ১%
ইউরিয়াতে ইউরিক অ্যাসিড থাকে না ।
৪৩৯৬. “রেডিওমিটার” কি পরিমাপ করতে ব্যবহৃত হয়?
(A) আপেক্ষিক ঘনত্ব
(B) তড়িৎ চুম্বকীয় বিকিরণ
(C) বাতাসের বেগ
(D) রেডিও (বেতার) থেকে উৎপন্ন শব্দের তীব্রতা
“রেডিওমিটার” তড়িৎ চুম্বকীয় বিকিরণ ( Electromagnetic radiation ) পরিমাপ করতে ব্যবহৃত হয় ।
৪৩৯৭. পৃথিবীর বয়স ________ এর সাহায্যে নির্ধারণ করা হয়।
(A) ইউরেনিয়াম ডেটিং
(B) কার্বন ডেটিং
(C) পারমাণবিক ঘড়ি
(D) জৈবিক ঘড়ি
৪৩৯৮. নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ ?
(A) পাঞ্চাল
(B) অবন্তী
(C) কুরু
(D) চেদি
কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ।
দেখে নাও বিভিন্ন মহাজনপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here .
৪৩৯৯. এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাস্কর রেঞ্জের। শ্রীনগর থেকে লেহ যাওয়ার রাস্তাটি এই পাশ দিয়ে যায়। এই পাসটি হলো
(A) জোজিলা পাস
(B) মানা পাস
(C) নিতি পাস
(D) রোহতাং পাস
একনজরে দেখে নাও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাসগুলির তালিকা – Click Here .
৪৪০০. বিশ্বের কোথায় এক শিংযুক্ত গণ্ডারের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ?
(A) মানস জাতীয় উদ্যান
(B) কাজিরাঙ্গা অভয়ারণ্য
(C) ভীমবান্ধ অভয়ারণ্য
(D) বন্ডলা অভয়ারণ্য
পৃথিবীর প্রায় ২/৩ ভাগ একশৃঙ্গ গন্ডার রয়েছেআসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ।
দেখে নাও ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – Click Here
আরো দেখুন :
- সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
- সাম্প্রতিকী | আগস্ট ১৪, ১৫, ১৬, ১৭ – ২০২০ | Daily Current Affairs
- সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮৯ । Daily General Awareness | Bengali
- ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে
- ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প -PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট – PDF
- ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর
- ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )
- ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
To check our latest Posts - Click Here