Geography NotesGeneral Knowledge Notes in Bengali
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
Rivers flowing through Different States of India
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ভারতের নদ-নদী সম্পর্কে বিস্তারিত ধারণার জন্য কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে বয়ে গিয়েছে সেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও দেখে নাও – গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )
কোন রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত
দেওয়া রইলো ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে তার তালিকা ।
ক্রমঃ | নদীর নাম | যে রাজ্যগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় |
---|---|---|
১ | গঙ্গা | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝারখন্ড, পশ্চিমবঙ্গ |
২ | যমুনা | উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি |
৩ | ব্রহ্মপুত্র | আসাম, অরুনাচলপ্রদেশ |
৪ | অলকানন্দা | উত্তরাখন্ড |
৫ | ইন্দ্রবতী | ওড়িশা, ছত্তিসগড়, মহারাষ্ট্র |
৬ | কাবেরী | কর্নাটক, তামিলনাড়ু |
৭ | কৃষ্ণা | মহারাষ্ট্র, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ |
৮ | কোয়না | মহারাষ্ট্র |
৯ | গণ্ডকী | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার |
১০ | গোদাবরী | মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী |
১১ | গোমতী | উত্তরপ্রদেশ, গুজরাট |
১২ | ঘর্ঘরা | হিমাচলপ্রদেশ, রাজস্থান |
১৩ | চেনাব | হিমাচলপ্রদেশ, পাঞ্জাব |
১৪ | ঝিলাম | পাঞ্জাব, জম্মু-কাশ্মীর |
১৫ | তাপ্তি | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট |
১৬ | তিস্তা | সিকিম, পশ্চিমবঙ্গ |
১৭ | তুঙ্গভদ্রা | কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা |
১৮ | দামোদর | ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ |
১৯ | নর্মদা | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট |
২০ | পীনা | অন্ধ্র প্রদেশ, কর্ণাটক |
২১ | পেরিয়ার | কেরালা, তামিলনাড়ু |
২২ | বিপাশা | হিমাচলপ্রদেশ, পাঞ্জাব |
২৩ | বেতয়া | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ |
২৪ | ব্রাহ্মণী | ওড়িশা |
২৫ | ভাইগাই | তামিলনাড়ু |
২৬ | ভাগীরথী | উত্তরাখণ্ড |
২৭ | ভীমা | মহারাষ্ট্র, কর্ণাটক, তেলঙ্গানা |
২৮ | মহানদী | ছত্তিসগড়,ওড়িশা |
২৯ | মহানন্দা | পশ্চিমবঙ্গ, বিহার |
৩০ | মাহী | মধ্যপ্রদেশ |
৩১ | রবি | হিমাচলপ্রদেশ, পাঞ্জাব |
৩২ | রামগঙ্গা | উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ |
৩৩ | শতদ্রু | হিমাচলপ্রদেশ, পাঞ্জাব |
৩৪ | শারদা | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ |
৩৫ | শোন | মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার |
৩৬ | সিন্ধু | জম্মু-কাশ্মির, পাঞ্জাব |
৩৭ | সুবর্ণরেখা | ঝাড়খন্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ |
৩৮ | হুগলি | পশ্চিমবঙ্গ |
৩৯ | ইন্দ্রাবতী | ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র |
আরও দেখে নাও :
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India
ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section
- File Name : কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF – বাংলা কুইজ
- File Size : 1.1 MB
- Format : PDF
- No. of Pages : 03
To check our latest Posts - Click Here