NotesGeneral Knowledge Notes in Bengali

২১ জন পরমবীর চক্র প্রাপকদের তালিকা – PDF

List Of Param Vir Chakra Winners

পরমবীর চক্র প্রাপকদের তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পরমবীর চক্র প্রাপকদের তালিকা নিয়ে। ভারতের সর্বোচ্চ সামরিক পদক এই পরমবীর চক্র। পরমবীর চক্র প্রাপকের তালিকা নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিয়ে, পরমবীর চক্র সম্পর্কিত কিছু তথ্য।

১. পরমবীর চক্র কি ?

ভারতের সর্বোচ্চ সামরিক পদক হলো পরমবীর চক্র।

২. পরমবীর চক্র কেন দেওয়া হয় ?

যুদ্ধক্ষেত্রে ভূমিতে বা সমুদ্রে বা আকাশে শত্রুর সম্মুখীন হয়ে সর্বোচ্চ ও সুষ্পষ্ট সাহস বা দুঃসাহসী বীরত্ব এবং আত্মাহুতির জন্য পরমবীর চক্র দেওয়া হয়ে থাকে।

৩. পরমবীর চক্র কারা পেতে পারেন বা পরমবীর চক্র পাওয়ার যোগ্যতা কি ?

শুধুমাত্র সামরিক বাহিনী ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, সংরক্ষিত বাহিনী, আঞ্চলিক বাহিনী ও আইনানুগ ভাবে প্রতিষথিত যে কোন সামরিক বাহিনীর যে কোন পদের পুরুষ ও স্ত্রী পরমবীর চক্র পেতে পারেন।

৪. পরমবীর চক্রের নকশা কে তৈরী করেছিলেন ?

ভারতীয় সেনাবাহিনীর শিখ রেজিমেন্টের অফিসার বিক্রম খানোলকার এর পত্নী সাবিত্রী খানোলকার এই পদকটির নকশা তৈরী করেন।

৫. প্রথম পরমবীর চক্র পুরস্কার কে কবে পান ?

১৯৪৭ সালের ৩শরা নভেম্বর প্রথম পরমবীর চক্র পুরস্কার পান মেজর সোমনাথ শর্মা।

৬. এখনো পর্যন্ত মোট কতজন পরমবীর চক্র সম্মান পেয়েছেন ?

২১ জন (২০ জন ভারতীয় সেনাবাহিনী এবং একজন ভারতীয় বিমানবাহিনীর সদস্য )

পরমবীর চক্র পদক প্রাপকদের তালিকা

১. সোমনাথ শর্মা

  • র‍্যাঙ্ক : কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার
  • রেজিমেন্ট : ৪র্থ ব্যাটালিয়ন, দ্য গ্রেনেডিয়ার্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১০ই সেপ্টেম্বর, ১৯৬৫
  • স্থান : খেম করন, পাকিস্তান

২. যদুনাথ সিং

  • র‍্যাঙ্ক : নায়েক
  • রেজিমেন্ট : ১ম ব্যাটালিয়ন, রাজপুত রেজিমেন্ট
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ফেব্রুয়ারি, ১৯৪৮
  • স্থান : নৌশেরা, জম্মু ও কাশ্মীর

৩. রাম রাঘোবা রাণে

  • র‍্যাঙ্ক : সেকেন্ড লেফটেনেন্ট
  • রেজিমেন্ট : বম্বে স্যাপার্স, কর্পস অব ইঞ্জিনীয়ার্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৮ই এপ্রিল, ১৯৪৮
  • স্থান : নৌশেরা, জম্মু ও কাশ্মীর

৪. পীরু সিং শেখাওয়াত

  • র‍্যাঙ্ক : কোম্পানি হাবিলদার মেজর
  • রেজিমেন্ট : ৬ষ্ঠ ব্যাটালিয়ন, রাজপুতানা রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১৭ই ও ১৮ই জুলাই, ১৯৪৮
  • স্থান : তিথওয়াল, জম্মু ও কাশ্মীর

৫. করম সিং

  • র‍্যাঙ্ক : ল্যান্স নায়েক
  • রেজিমেন্ট : ১ম ব্যাটালিয়ন, শিখ রেজিমেন্ট
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৩রা অক্টোবর, ১৯৪৮
  • স্থান : তিথওয়াল, জম্মু ও কাশ্মীর

৬. গুরবচন সিং সালারিয়া

  • র‍্যাঙ্ক : ক্যাপ্টেন
  • রেজিমেন্ট : ৩য় ব্যাটালিয়ন, ১ গোর্খা রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৫ই ডিসেম্বর, ১৯৬১
  • স্থান : এলিজাবেথভিলা, কাটাঙ্গা, কঙ্গো

৭. ধন সিং থাপা

  • র‍্যাঙ্ক : মেজর
  • রেজিমেন্ট : ১ম ব্যাটালিয়ন, ৮ গোর্খা রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ২০শে অক্টোবর, ১৯৬২১
  • স্থান : লাদাখ, জম্মু ও কাশ্মীর

৮. জোগিন্দর সিং

  • র‍্যাঙ্ক : সুবেদার
  • রেজিমেন্ট : ১ম ব্যাটালিয়ন, শিখ রেজিমেন্ট
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ২৩শে অক্টোবর, ১৯৬২
  • স্থান : তোংপেন গিরিবর্ত্ম, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি

৯. শয়তান সিং

  • র‍্যাঙ্ক : মেজর
  • রেজিমেন্ট : ১৩শ ব্যাটালিয়ন, কুমায়ুন রেজিমেন্ট
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১৮ই নভেম্বর, ১৯৬২
  • স্থান : রেজাং গিরিবর্ত্ম, জম্মু ও কাশ্মীর

১০. আব্দুল হামিদ

  • র‍্যাঙ্ক : কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার
  • রেজিমেন্ট : ৪র্থ ব্যাটালিয়ন, দ্য গ্রেনেডিয়ার্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১০ই সেপ্টেম্বর, ১৯৬৫
  • স্থান : খেম করন, পাকিস্তান

১১. আর্দেশির বুরজোরজি তারাপোরে

  • র‍্যাঙ্ক : লেফট্যানেন্ট কর্ণেল
  • রেজিমেন্ট : ১৭ পুনা হর্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১৫ই অক্টোবর, ১৯৬৫
  • স্থান : ফিলোরা, সিয়ালকোট সেক্টর, পাকিস্তান

১২. অ্যালবার্ট এক্কা

  • র‍্যাঙ্ক : ল্যান্স নায়েক
  • রেজিমেন্ট : ১৪শ ব্যাটালিয়ন, ব্রিগেড অব দ্য গার্ডস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৩রা ডিসেম্বর, ১৯৭১
  • স্থান : গঙ্গাসাগর, আগরতলা সেক্টর

১৩. নির্মলজিৎ সিং শেখোঁ

  • র‍্যাঙ্ক : ফ্লাইং অফিসার
  • রেজিমেন্ট : ১৮ নং স্কোয়াড্রন
  • বাহিনী : ভারতীয় বিমানবাহিনী
  • তারিখ : ১৪ই ডিসেম্বর, ১৯৭১
  • স্থান : শ্রীনগর, জম্মু ও কাশ্মীর

১৪. অরুণ ক্ষেত্রপাল

  • র‍্যাঙ্ক : লেফটেনেন্ট
  • রেজিমেন্ট : ১৭ পুনা হর্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১৬ই ডিসেম্বর, ১৯৭১
  • স্থান : বড়াপিন্ড-জরপাল, শকরগড় সেক্টর

১৫. হোশিয়ার সিং

  • র‍্যাঙ্ক : মেজর
  • রেজিমেন্ট : ৩য় ব্যাটালিয়ন, দ্য গ্রেনেডিয়ার্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ১৭ই ডিসেম্বর, ১৯৭১
  • স্থান : বসন্তার নদী, শকরগড় সেক্টর

১৬. বানা সিং

  • র‍্যাঙ্ক : নায়েব সুবেদার
  • রেজিমেন্ট : ৮ম ব্যাটালিয়ন, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ২৩শে জুলাই, ১৯৮৭
  • স্থান : সিয়াচেন হিমবাহ, জম্মু ও কাশ্মীর

১৭. রামাস্বামী পরমেশ্বরন

  • র‍্যাঙ্ক : মেজর
  • রেজিমেন্ট : ৮ম ব্যাটালিয়ন, মেহর রেজিমেন্ট
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ২৫শে নভেম্বর, ১৯৮৭
  • স্থান : শ্রীলঙ্কা

১৮. মনোজ কুমার পান্ডে

  • র‍্যাঙ্ক : ক্যাপ্টেন
  • রেজিমেন্ট : ১ম ব্যাটালিয়ন, ১১ গোর্খা রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৩রা জুলাই, ১৯৯৯
  • স্থান : খালুবের টপ, বাটালিক সেক্টর, কার্গিল, জম্মু ও কাশ্মীর

১৯. যোগেন্দ্র সিং যাদব

  • র‍্যাঙ্ক : সুবেদার মেজর
  • রেজিমেন্ট : ১৮শ ব্যাটালিয়ন, দ্য গ্রেনেডিয়ার্স
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৪ঠা জুলাই, ১৯৯৯
  • স্থান : টাইগার হিল, কার্গিল, জম্মু ও কাশ্মীর

২০. সঞ্জয় কুমার

  • র‍্যাঙ্ক : সুবেদার
  • রেজিমেন্ট : ১৩শ ব্যাটালিয়ন, জম্মু কাশ্মীর রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৫ই জুলাই, ১৯৯৯
  • স্থান : এরিয়া ফ্ল্যাট টপ, কার্গিল, জম্মু ও কাশ্মীর

২১. বিক্রম বাত্রা

  • র‍্যাঙ্ক : ক্যাপ্টেন
  • রেজিমেন্ট : ১৩শ ব্যাটালিয়ন, জম্মু কাশ্মীর রাইফেলস
  • বাহিনী : ভারতীয় সেনাবাহিনী
  • তারিখ : ৬ই জুলাই, ১৯৯৯
  • স্থান : পয়েন্ট ৫১৪০, পয়েন্ট ৪৮৭৫, কার্গিল, জম্মু ও কাশ্মীর

Download Section 

File Name : ২১ জন পরমবীর চক্র প্রাপকদের তালিকা – PDF – বাংলা কুইজ
File Size : 5 MB
No. of Pages : 07
Format : PDF 

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button