NotesGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তালিকা – PDF
List of First Satellites of Different Countries in Bengali
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তালিকা ( List of First Satellites of Different Countries in Bengali ) নিয়ে। কোন দেশের প্রথম উপগ্রহ কোনটি এবং কবে সেটি মহাকাশে প্রেরণ করা হয়েছিল, তার তথ্য তোমরা নিচের ছক থেকে পেয়ে যাবে। বিভিন্ন দেশের প্রথম উপগ্রহের নামের তালিকার PDF ফাইলও নিচে দেওয়া রয়েছে।
দেশ | প্রথম স্যাটেলাইটের নাম | উৎক্ষেপণের দিন |
---|---|---|
সোভিয়েত রাশিয়া | Sputnik | ০৪ অক্টোবর, ১৯৫৭ |
আমেরিকা | Explorer 1 | ০১ ফেব্রুয়ারি, ১৯৫৮ |
ব্রিটেন | Ariel 1 | ২৬ এপ্রিল, ১৯৫২ |
কানাডা | Alouette 1 | ০১ সেপ্টেম্বর, ১৯৬২ |
ইতালি | San Marco 1 | ১৫ ডিসেম্বর, ১৯৬৪ |
ফ্রান্স | Asterix | ২৬ নভেম্বর, ১৯৬৫ |
অস্ট্রেলিয়া | WRESTAT | ২৯ নভেম্বর, ১৯৬৭ |
জাপান | Oshumi | ১১ ফেব্রুয়ারি, ১৯৭০ |
চীন | Dong Fang Hong I | ২৪ এপ্রিল, ১৯৭০ |
স্পেন | Intastat | ১৫ নভেম্বর, ১৯৭৪ |
ভারত | Aryabhatta | ১৯ এপ্রিল, ১৯৭৫ |
ইন্দোনেশিয়া | Palapa A1 | ৮ জুলাই, ১৯৭৬ |
চেকোস্লোভাকিয়া | Magion 1 | ২৪ অক্টোবর, ১৯৭৮ |
বুলগেরিয়া | Bulgaria 1300 | ৭ আগস্ট, ১৯৮১ |
সৌদি আরব | Arabstat 1A | ৮ ফেব্রুয়ারি, ১৯৮৫ |
ইজরায়েল | Ofeq 1 | ১৯ সেপেম্বর, ১৯৮৮ |
লুক্সেমবার্গ | Astra 1A | ১১ ডিসেম্বর, ১৯৮৮ |
পাকিস্তান | Badr-1 | ১৬ জুলাই, ১৯৯০ |
রাশিয়া | Kosmos 2175 | ২১ জানুয়ারি, ১৯৯২ |
আলজেরিয়া | AISTAT 1A | ২৮ নভেম্বর, ২০০২ |
ইরান | Sina 1 | ২৮ অক্টোবর, ২০০৫ |
কাতার | Es’hail 1 | ২৯ আগস্ট, ২০১৩ |
ইরাক | Tigristat | ১৯ জুন, ২০১৪ |
নিউজিল্যান্ড | Humanity Star | ২১ জানুয়ারি, ২০১৮ |
বাংলাদেশ | Bangabandhu – 1 | ১১ মে, ২০১৮ |
ভুটান | Bhutan 1 | ২৯ জুন, ২০১৮ |
নেপাল | NepaliStat 1 | ১৭ এপ্রিল, ২০১৯ |
শ্রীলংকা | Raavana 1 | ১৭ এপ্রিল, ২০১৯ |
প্যারাগুয়ে | GuaraniStat 1 | ২০ ফেব্রুয়ারি, ২০২১ |
মায়ানমার | Myanmar Satellite 1 | ২০ ফেব্রুয়ারি, ২০২১ |
বিভিন্ন দেশের স্যাটেলাইট সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য :
- সোভিয়েতের রাশিয়া বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশের প্রেরণ করেছিল যেটির নাম ছিল স্পুটনিক।
- ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট (১৯৭৫ সাল )।
- Alouette 1 তৈরী করেছিল কানাডা কিন্তু মহাকাশে উৎক্ষেপণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
- San Marco 1 তৈরী করেছিল ইতালি কিন্তু মহাকাশে উৎক্ষেপণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
- ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরণ করেছিল সোভিয়েত রাশিয়া (USSR )।
- Sina 1 তৈরী করেছিল ইরান কিন্তু মহাকাশে উৎক্ষেপণ করেছিল রাশিয়া।
- Badr-1 রীতি করেছিল পাকিস্তান কিন্তু মহাকাশে উৎক্ষেপণ করেছিল চীন।
Download Section
File Name : বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তালিকা – PDF – বাংলা কুইজ
File Size : 1 MB
No. of Pages : 02
Format : PDF
আরও দেখে নাও :
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF
পৃথিবীর উচ্চতম বিষয়সমূহ | List of highest features on Earth
পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ( PDF )
ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF
To check our latest Posts - Click Here