NotesGeneral Knowledge Notes in Bengali
বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF
First In World : Female Personalities
বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বে প্রথম মহিলা তালিকা (First Woman in the World ) নিয়ে। প্রথম কোন মহিলা কোন ক্ষেত্রে তার অবদান রেখেছিলো সেটির ধারণা আজকের এই টপিক থেকে খুব সুন্দর ভাবে পেয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিশ্বের প্রথম কোন মহিলা কোন কৃতিত্ব করেছেন সেখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে।
বিশ্বের প্রথম মহিলা তালিকা
নং | প্রথম মহিলা | নাম |
---|---|---|
১ | প্রধানমন্ত্রী | সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা ) |
২ | মুসলিম দেশের প্রধানমন্ত্রী | বেনজির ভুট্টো (পাকিস্তান ) |
৩ | ইংল্যান্ডের প্রধানমন্ত্রী | মার্গারেট থ্যাচার (আইরন লেডি ) |
৪ | মাউন্ট এভারেস্ট আরোহণকারী | জুনকো তাবেই (জাপান ) |
৫ | রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি | বিজয়লক্ষ্মী পন্ডিত (ভারত ) |
৬ | মহাকাশচারী | ভ্যালেন্তিনা তেরেশকোভা (সোভিয়েত রাশিয়া ) |
৭ | আন্টার্কটিকা বিজয়ী | ক্যারোলিনা মাইকেলসন (ডেন্মার্ক্ ) |
৮ | উত্তর মেরু বিজয়ী | ফ্রান ফিলিপ্স |
৯ | রাষ্ট্রপতি | মারিয়া এস্টেলা পেরন (আর্জেন্টিনা ) |
১০ | মুসলিম বিশ্বের রাষ্ট্রপতি | মেঘবতী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া ) |
১১ | মহাকাশ পর্যটক | আনাউশে আনসারি (ইরান ) |
১২ | মিস ইউনিভার্স | আরামি কুসেলা (ফিনল্যাণ্ড ১৯৫২ ) |
১৩ | মিস ওয়ার্ল্ড | কিকি হ্যাকানসান (সুইডেন ১৯৫১ ) |
১৪ | ভূ-প্রদক্ষিণকারী মহিলা | জিন ব্যারেট |
১৫ | নোবেল পুরস্কারপ্রাপক | মেরি কুরি |
১৬ | একাধিক নোবেল পুরস্কারপ্রাপক | মেরি কুরি |
১৭ | সাহিত্যে নোবেল বিজয়ী | সেলমা লেগারলফ (১৯০৯ ) |
১৮ | শান্তিতে নোবেল বিজয়ী | বাথাভন সুটনার (১৯০৫ ) |
১৯ | ম্যান বুকার পুরস্কার প্রাপক | বার্নিস রুবেনস |
২০ | অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট আরোহণকারী | অ্যালিসন হারগ্রিভস |
২১ | আন্তর্জাতিক ফুটবল সংঘের রেফারি | লিন্ডা ব্ল্যাক |
২২ | রাষ্ট্রদূত | আলেকজান্দ্রিয়া কালানতাই |
২৩ | বিচারপতি | সান্দ্রা ডে ও’কোনার (আমেরিকা ) |
২৪ | ক্যাবিনেট মন্ত্রী | মার্গারেট বন্ডফিল্ড |
২৫ | আন্তর্জাতিক আদালতের বিচারপতি | রোজালিন হিগিন্স |
২৬ | পাইলট | এ্যালেন শেফার্ড (মার্কিন যুক্তরাষ্ট্র ) |
২৭ | স্পিকার | ড. ফাহমিদা মির্জা (পাকিস্তান ) |
বিশ্বের প্রথম মহিলা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?
২. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?
মেঘবতী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া )
৩. প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী ?
প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী হলেন জাপানের জুনকো তাবেই
৪. বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
ভ্যালেন্তিনা তেরেশকোভা (সোভিয়েত রাশিয়া )
৫. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?
এ্যালেন শেফার্ড(মার্কিন যুক্তরাষ্ট্র)
আরও দেখে নাও :
Download Section
File Name : বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF – বাংলা কুইজ
File Size : 1.5 MB
No. of Pages : 03
Format : PDF
To check our latest Posts - Click Here