NotesGeneral Knowledge Notes in Bengali

বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF

First In World : Female Personalities

বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বে প্রথম মহিলা তালিকা (First Woman in the World ) নিয়ে। প্রথম কোন মহিলা কোন ক্ষেত্রে তার অবদান রেখেছিলো সেটির ধারণা আজকের এই টপিক থেকে খুব সুন্দর ভাবে পেয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিশ্বের প্রথম কোন মহিলা কোন কৃতিত্ব করেছেন সেখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে।

বিশ্বের প্রথম মহিলা তালিকা 

নংপ্রথম মহিলানাম
প্রধানমন্ত্রীসিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা )
মুসলিম দেশের প্রধানমন্ত্রীবেনজির ভুট্টো (পাকিস্তান )
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীমার্গারেট থ্যাচার (আইরন লেডি )
মাউন্ট এভারেস্ট আরোহণকারীজুনকো তাবেই (জাপান )
রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতিবিজয়লক্ষ্মী পন্ডিত (ভারত )
মহাকাশচারীভ্যালেন্তিনা তেরেশকোভা (সোভিয়েত রাশিয়া )
আন্টার্কটিকা বিজয়ীক্যারোলিনা মাইকেলসন (ডেন্মার্ক্ )
উত্তর মেরু বিজয়ীফ্রান ফিলিপ্স
রাষ্ট্রপতিমারিয়া এস্টেলা পেরন (আর্জেন্টিনা )
১০মুসলিম বিশ্বের রাষ্ট্রপতিমেঘবতী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া )
১১মহাকাশ পর্যটকআনাউশে আনসারি (ইরান )
১২মিস ইউনিভার্সআরামি কুসেলা (ফিনল্যাণ্ড ১৯৫২ )
১৩মিস ওয়ার্ল্ডকিকি হ্যাকানসান (সুইডেন ১৯৫১ )
১৪ভূ-প্রদক্ষিণকারী মহিলাজিন ব্যারেট
১৫নোবেল পুরস্কারপ্রাপকমেরি কুরি
১৬একাধিক নোবেল পুরস্কারপ্রাপকমেরি কুরি
১৭সাহিত্যে নোবেল বিজয়ীসেলমা লেগারলফ (১৯০৯ )
১৮শান্তিতে নোবেল বিজয়ীবাথাভন সুটনার (১৯০৫ )
১৯ম্যান বুকার পুরস্কার প্রাপকবার্নিস রুবেনস
২০অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট আরোহণকারীঅ্যালিসন হারগ্রিভস
২১আন্তর্জাতিক ফুটবল সংঘের রেফারিলিন্ডা ব্ল্যাক
২২রাষ্ট্রদূতআলেকজান্দ্রিয়া কালানতাই
২৩বিচারপতিসান্দ্রা ডে ও’কোনার (আমেরিকা )
২৪ক্যাবিনেট মন্ত্রীমার্গারেট বন্ডফিল্ড
২৫আন্তর্জাতিক আদালতের বিচারপতিরোজালিন হিগিন্স
২৬পাইলটএ্যালেন শেফার্ড (মার্কিন যুক্তরাষ্ট্র )
২৭স্পিকারড. ফাহমিদা মির্জা (পাকিস্তান )

বিশ্বের প্রথম মহিলা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?

শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েকে হলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

২. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?

মেঘবতী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া )

৩. প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী ?

প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী হলেন জাপানের জুনকো তাবেই

৪. বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?

ভ্যালেন্তিনা তেরেশকোভা (সোভিয়েত রাশিয়া )

৫. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?

এ্যালেন শেফার্ড(মার্কিন যুক্তরাষ্ট্র)

আরও দেখে নাও :

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF
জাতীয় মহিলা দিবস | National Women’s Day
ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী – ২০২১ – PDF

Download Section

File Name : বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF – বাংলা কুইজ
File Size : 1.5 MB
No. of Pages : 03
Format : PDF

Click Here to Download

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button