নোবেল পুরস্কার কুইজ
বন্ধুরা বাংলা কুইজের পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া রইল নোবেল পুরস্কার কুইজ। দেখে নাও নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর এবং জানা অজানা তথ্য।
১.প্রতি বছর নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয় ১০ ই ডিসেম্বর । ১০ ই ডিসেম্বর এই দিনটিতে নোবেল পুরস্কার প্রদানের কারণ কী?
২.সব থেকে বয়স্ক ব্যাক্তি হিসেবে(সব থেকে বেশী বয়সে) নোবেল পুরস্কার লাভ করেছেন কে?
৩.প্রথা অনুসারে নোবেল পুরষ্কার বিজয়ীরা তাদের কোন একটি জিনিস নোবেল মিউজিয়ামে প্রদান করেন।
নোবেজয়ী অমর্ত্য সেন নোবেল মিউজিয়ামে কী প্রদান করেছিলেন?
৪.অন্যান্য বিভাগে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৮ সাল থেকে । কোন ব্যাঙ্কের উদ্যোগে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
৫.এক মাত্র কোন ভারতীয় দুটি ভিন্ন বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?
৬.প্রতি বছর ৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় । অনেক সময় একাধিক বিজয়ীদের যুগ্ম ভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখনো পর্যন্ত কোন বিভাগে সর্বাধিক ব্যাক্তি নোবেল পুরস্কার জয় করেছেন?
৭.১৯০১ সাল থেকে ২০২০ পর্যন্ত এখনো পর্যন্ত ৯৩৪ জন ব্যাক্তি এবং ২৮ টি সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে। সব থেকে বেশি পার নোবেল প্রাপক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
৮.২০২০ সালে মেডিসিন বিভাগে যুগ্ম ভাবে নোবেল পেলেন :Harvey J Alter, Michael Houhgton and Charles M Rice,কী আবিষ্কারের জন্য তারা এই পুরষ্কার পেলেন?
৯.একমাত্র কোন নোবেল লরিয়েট এককভাবে দুটি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন?
১০.নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়?
নোবেল পুরস্কার কুইজ ভালো লাগলে, আরো দেখে নাও : নোবেল পুরস্কার ২০২১ তালিকা | Nobel Prize 2021 । PDF
নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 । PDF
To check our latest Posts - Click Here