QuizQuiz

নোবেল পুরস্কার কুইজ

Quiz on Nobel Prize

Rate this post

নোবেল পুরস্কার কুইজ

বন্ধুরা বাংলা কুইজের পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া রইল নোবেল পুরস্কার কুইজ। দেখে নাও  নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর এবং জানা অজানা তথ্য।

১.প্রতি বছর নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয় ১০ ই ডিসেম্বর । ১০ ই ডিসেম্বর এই দিনটিতে নোবেল পুরস্কার প্রদানের কারণ কী?

Related Articles
উত্তর :
কারণ ১০ ই ডিসেম্বর স্যার আলফ্রেড নোবেল এর মৃত্যু দিবস।

২.সব থেকে বয়স্ক ব্যাক্তি হিসেবে(সব থেকে বেশী বয়সে) নোবেল পুরস্কার লাভ করেছেন কে?

উত্তর :
জন বি গুডএনাফ (৯৭ বছর বয়সে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন) .

৩.প্রথা অনুসারে নোবেল পুরষ্কার বিজয়ীরা তাদের কোন একটি জিনিস নোবেল মিউজিয়ামে প্রদান করেন।
নোবেজয়ী অমর্ত্য সেন নোবেল মিউজিয়ামে কী প্রদান করেছিলেন?

উত্তর :
বাইসাইকেল।

 

৪.অন্যান্য বিভাগে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৮ সাল থেকে । কোন ব্যাঙ্কের উদ্যোগে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?

উত্তর :
ভেরিজ রিক্সব্যাঙ্ক (Sveriges Riksbank, Sweden) .

.এক মাত্র কোন ভারতীয় দুটি ভিন্ন বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?

উত্তর :
শ্রী অরবিন্দ ঘোষ [ ১৯৪৩ – সাহিত্য, ১৯৫০- শান্তি] .

৬.প্রতি বছর ৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় । অনেক সময় একাধিক বিজয়ীদের যুগ্ম ভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখনো পর্যন্ত কোন বিভাগে সর্বাধিক ব্যাক্তি নোবেল পুরস্কার জয় করেছেন?

উত্তর :
মেডিসিন (২২২ জন) .

৭.১৯০১ সাল থেকে ২০২০ পর্যন্ত এখনো পর্যন্ত ৯৩৪ জন ব্যাক্তি এবং ২৮ টি সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে। সব থেকে বেশি পার নোবেল প্রাপক আন্তর্জাতিক সংস্থা কোনটি?

উত্তর :
ইন্টারন্যাশনাল রেড ক্রস অর্গানাইজেশন (৩ বার) .

৮.২০২০ সালে মেডিসিন বিভাগে যুগ্ম ভাবে নোবেল পেলেন :Harvey J Alter, Michael Houhgton and Charles M Rice,কী আবিষ্কারের জন্য তারা এই পুরষ্কার পেলেন?

উত্তর :
হেপাাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য।

৯.একমাত্র কোন নোবেল লরিয়েট এককভাবে দুটি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন?

উত্তর :
লিনাস পাউলিং । [১৯৫৪ এ রসায়ন এবং ১৯৬৩ সালে শান্তি] .

১০.নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়?

উত্তর :
অসলো ,নরওয়ে ।

 

নোবেল পুরস্কার কুইজ ভালো লাগলে, আরো দেখে নাও : নোবেল পুরস্কার ২০২১ তালিকা | Nobel Prize 2021 । PDF

নোবেল পুরস্কার

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF

নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 । PDF

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali