চাকরির খবর

WBPSC Miscellaneous Online Interview – Procedure, Steps, things to Ensure

WBPSC Miscellaneous Online Interview

প্রিয় ছাত্রেরা, তোমরা হয়তো জানো এই কোভিড মহামারী পরিস্থিতিতে WBPSC সম্প্রতি তাদের ইন্টারভিউ গুলো অনলাইন নেওয়া শুরু করেছে। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে এই অনলাইন ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে হবে। আজকের এই পোস্টে তোমরা WBPSC এর অনলাইন ইন্টারভিউ সংক্রান্ত্র সমস্ত তথ্য পেয়ে যাবে।

প্রথমেই  ধন্যবাদ জানায় মনীষা মণ্ডলকে, যিনি তাঁর মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং তাঁর অনলাইন ইন্টারভিউ সংক্রান্ত্র বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন যাতে ভবিষ্যতে যারা এই ইন্টারভিউ দিতে চলেছেন তাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

তো দেরী না করে দেখে নাও আমাদের সাথে কি কি তথ্য শেয়ারে করেছেন মনীষা মণ্ডল। সরাসরি তাঁর কণ্ঠে, সাথে রয়েছে বাংলা কুইজের প্রতিনিধি প্রতীক দেবনাথ।

 

WBPSC Miscellaneous Online Interview সংক্রান্ত্র আরো কিছু তথ্য তোমাদের জিজ্ঞাস্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাও।

আপনাদের ইন্টারভিউ অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে যোগাযোগ করুন আমাদের হোয়াটস্যাপ নম্বর -এ :  7602769975  ।

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button