মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 – Madhyamik Examination 2023 full routine
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 – Madhyamik Examination 2023 full routine
প্রিয় পাঠকেরা, আজকের এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 – Madhyamik Examination 2023 full routine নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) প্রতিবছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে থাকে। মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত অফিসিয়াল বিভিন্ন তথ্য জানতে তোমরা West Bengal Board Of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল পেজে নিয়মিত নজর রেখো।
মাধ্যমিক পরীক্ষা কবে হবে
এই বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে , মাধ্যমিক পরীক্ষা শেষ কবে, পরীক্ষার কখন শুরু , কখন শেষ সেই সম্পর্কে বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো।
পরীক্ষা | WBBSE মাধ্যমিক পরীক্ষা 2023 ( WBBSE Madhyamik examination 2022-2023 ) |
---|---|
পরিচালনাকারী বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ( West Bengal Board Of Secondary Education ) |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | ৪ই মার্চ, ২০২৩ |
পরীক্ষার সময় | ১১:৪৫ a.m. থেকে ৩ p.m. |
অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.org |
মাধ্যমিক পরীক্ষার রুটিন
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া রইলো।
দিন | পরীক্ষার তারিখ | বিষয় |
---|---|---|
বৃহস্পতিবার | ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ | প্রথম ভাষা * |
শুক্রবার | ২৪ শে ফেব্রুয়ারি ২০২৩ | দ্বিতীয় ভাষা ** |
শনিবার | ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ | ভূগোল |
সোমবার | ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ | ইতিহাস |
মঙ্গলবার | ২৭ শে ফেব্রুয়ারি ২০২৩ | জীবনবিজ্ঞান |
বৃহস্পতিবার | ২রা মার্চ ২০২৩ | গণিত |
শুক্রবার | ৩রা মার্চ ২০২৩ | ভৌতবিজ্ঞান |
শনিবার | ৪ঠা মার্চ ২০২৩ | ঐচ্ছিক বিষয় |
*প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি ( যে কোনো একটি )
**দ্বিতীয় ভাষা: ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হলে দ্বিতীয় ভাষা ইংরেজি, আর যদি ইংরেজি প্রথম ভাষা হয় তাহলে বাংলা বা নেপালি ।
শারীরশিক্ষা ও সমাজ সেবা : ৬, ৯, ১০, ১১, এবং ১৩ই মার্চ , ২০২৩
কর্মশিক্ষা : ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল ২০২৩
এই রুটিনটি অফিসিয়াল ওয়েবসাইট নেওয়া হয়েছে । Source
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু ২৩শে মার্চ থেকে ।
এবছরের মাধ্যমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা পরীক্ষা কবে হবে?
শারীরশিক্ষা : ৬, ৯, ১০, ১১, এবং ১৩ই মার্চ , ২০২৩
কর্মশিক্ষা : ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল ২০২৩
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার বোর্ড কোনটি ?
West Bengal Board Of Secondary Education (WBBSE)
To check our latest Posts - Click Here