WBPSC Miscellaneous Offline Interview – Questions, Panel, Previous Job Details
![WBPSC Miscellaneous Offline Interview](https://www.banglaquiz.in/wp-content/uploads/2021/05/Slide1-1.png)
WBPSC Miscellaneous Offline Interview
প্রিয় ছাত্রেরা, তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাস্য রয়েছে যে WBPSC এর ইন্টারভিউ কেমন হয়। অনেকে আবার জানতে চেয়েছিলে কি কি স্টেপ ক্রস করে প্যানেলের সামনে যেতে হয়। কোনো চারকিতে কর্মরত থাকলে কি ধরণের প্রশ্ন আসতে পারে ! ইন্টারভিউ-এর পূর্বে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগে ? – এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে ।
প্রথমেই ধন্যবাদ জানায় বিপ্লব সরকারকে, যিনি তাঁর মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং তাঁর অফলাইন ইন্টারভিউ সংক্রান্ত্র বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন যাতে ভবিষ্যতে যারা এই ইন্টারভিউ দিতে চলেছেন তাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
তো দেরী না করে দেখে নাও আমাদের সাথে কি কি তথ্য শেয়ারে করেছেন বিপ্লব সরকার। সরাসরি তাঁর কণ্ঠে, সাথে রয়েছে বাংলা কুইজের প্রতিনিধি প্রতীক দেবনাথ।
WBPSC Miscellaneous Offline Interview সংক্রান্ত্র আরো কিছু তথ্য তোমাদের জিজ্ঞাস্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাও।
আপনাদের ইন্টারভিউ অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে যোগাযোগ করুন আমাদের হোয়াটস্যাপ নম্বর -এ : 7602769975 ।
To check our latest Posts - Click Here