চাকরির খবর

হিন্দুস্তান কপার লিমিটেডে এপ্রেন্টিস পদে নিয়োগ 2023 – আবেদনের শেষ তারিখ ৫ই অগাস্ট

Hindustan Copper Limited Recruitment

5/5 - (1 vote)

Hindustan Copper Limited Recruitment 2023 : হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তি অনুসারে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি দরকার, কি ভাবে আবেদন করা যাবে, বয়সসীমা কত আবেদন করার জন্য। এই সকল তথ্য আজকের এই প্রতিবেদনে দেওয়া রয়েছে।

Official Notice NO: HCL/MCP/HR/Trade App. /2023 Date -06.07.2023

পদের নাম : TRADE APPRENTICES

মোট শূন্যপদ : ১৮৪

বিভিন্ন পদ : TRADE APPRENTICES এর মধ্যে বিভিন্ন ধরণের পদ রয়েছে । এগুলি হল –

  • Mate (Mines)
  • Blaster (Mines)
  • Diesel Mechanic
  • Fitter
  • Turner
  • Welder (Gas & Electric)
  • Electrician
  • Draughtsman (Civil)
  • Draughtsman (Mechanical)
  • Computer Operator & Programming Assistant
  • Surveyor
  • AC & Refrigeration Machine
  • Mason (Building Constructor)
  • Carpenter
  • Plumber
  • Horticulture Assistant
  • Instrument Mechanics

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো (10+2 System) স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট Trade ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ৫ই অগাস্ট, ২০২৩ পর্যন্ত ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন।

প্রশিক্ষণের সময়সীমা : বিভিন্ন পদের জন্য প্রশিক্ষণের সময়সীমা বিভিন্ন । অফিসিয়াল নোটিশ এ বিস্তারিত দেওয়া রয়েছে। তবে এই প্রশিক্ষণের সময়সীমা ১ থেকে ৩ বছরের মধ্যে সীমিত।

স্টাইফেন্ড : এই পদে সরকারি নিয়ম অনুযায়ী স্টাইফেন্ড দেওয়া হবে।

এপ্লিকেশন পদ্ধতি :

উল্লেখযোগ্য ডেট :

image 10

গুরুত্বপূর্ণ লিংক :

Official NoticeClick Here
Application LinkClick Here
Official WebsiteClick Here

Also Check : দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ – আবেদনের শেষ তারিখ ২৩শে জুলাই

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker