General Knowledge Notes in BengaliNotes

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF

List of Indian Nobel Prize Winners

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners from India

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো নোবেলজয়ী ভারতীয়দের তালিকা (List of Nobel Winners of India ) নিয়ে।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় । মোট ছটি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেখে নাও –

ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা

ভারতীয় নাগরিকত্ব

নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ক্ষেত্র সাল
রবীন্দ্রনাথ ঠাকুরসাহিত্য১৯১৩
স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনপদার্থবিজ্ঞান১৯৩০
মাদার টেরিজা শান্তি১৯৭৯
অমর্ত্য সেনঅর্থনীতি১৯৯৮
কৈলাশ সত্যার্থীশান্তি২০১৪

অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোভূত ব্যক্তি 

নোবেল পুরস্কার বিজয়ীদের নামক্ষেত্রসালনাগরিকত্ব
হর গোবিন্দ খোরানামেডিসিন১৯৬৮আমেরিকান
সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরপদার্থবিজ্ঞান১৯৮৩ব্রিটিশ
ভেঙ্কটরমন রামকৃষ্ণানরসায়ন২০০৯আমেরিকান ও ব্রিটিশ
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়অর্থনীতি২০১৮আমেরিকান

সম্মানিত হওয়ার সময় ভারতীয় বাসিন্দা কিন্তু ভারতীয় নাগরিক নন

নোবেল পুরস্কার বিজয়ীদের নামক্ষেত্রসালনাগরিকত্ব
রোনাল্ড রসমেডিসিন১৯০২যুক্তরাজ্য
রুডইয়ার্ড কিপলিংসাহিত্য১৯০৭যুক্তরাজ্য
তেনজিং গ্যাতসো (১৪ তম দালাই লামা)শান্তি১৯৮৯তিব্বত

ভারতীয় নোবেল বিজয়ী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান ?

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে?

রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।

পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?

ভারতের স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেন। এশিয়া থেকে তিনিই প্রথম বিজ্ঞানী যিনি নোবেল জয় করেন।

অমর্ত্য সেন কত খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল লাভ করেন ?

১৯৯৮ খ্রিস্টাব্দে

Download Section
File Name : নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
File Size : 2 MB
Format : PDF
No. of Pages : 03

Click Here to Download

আরও দেখে নাও : 

ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা –  PDF

বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – PDF

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button