নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
List of Indian Nobel Prize Winners
নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners from India
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো নোবেলজয়ী ভারতীয়দের তালিকা (List of Nobel Winners of India ) নিয়ে।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় । মোট ছটি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেখে নাও –
ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা
ভারতীয় নাগরিকত্ব
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম | ক্ষেত্র | সাল |
রবীন্দ্রনাথ ঠাকুর | সাহিত্য | ১৯১৩ |
স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন | পদার্থবিজ্ঞান | ১৯৩০ |
মাদার টেরিজা | শান্তি | ১৯৭৯ |
অমর্ত্য সেন | অর্থনীতি | ১৯৯৮ |
কৈলাশ সত্যার্থী | শান্তি | ২০১৪ |
অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোভূত ব্যক্তি
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম | ক্ষেত্র | সাল | নাগরিকত্ব |
হর গোবিন্দ খোরানা | মেডিসিন | ১৯৬৮ | আমেরিকান |
সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর | পদার্থবিজ্ঞান | ১৯৮৩ | ব্রিটিশ |
ভেঙ্কটরমন রামকৃষ্ণান | রসায়ন | ২০০৯ | আমেরিকান ও ব্রিটিশ |
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | অর্থনীতি | ২০১৮ | আমেরিকান |
সম্মানিত হওয়ার সময় ভারতীয় বাসিন্দা কিন্তু ভারতীয় নাগরিক নন
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম | ক্ষেত্র | সাল | নাগরিকত্ব |
রোনাল্ড রস | মেডিসিন | ১৯০২ | যুক্তরাজ্য |
রুডইয়ার্ড কিপলিং | সাহিত্য | ১৯০৭ | যুক্তরাজ্য |
তেনজিং গ্যাতসো (১৪ তম দালাই লামা) | শান্তি | ১৯৮৯ | তিব্বত |
ভারতীয় নোবেল বিজয়ী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান ?
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে?
রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।
পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
ভারতের স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেন। এশিয়া থেকে তিনিই প্রথম বিজ্ঞানী যিনি নোবেল জয় করেন।
অমর্ত্য সেন কত খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল লাভ করেন ?
১৯৯৮ খ্রিস্টাব্দে
Download Section
File Name : নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
File Size : 2 MB
Format : PDF
No. of Pages : 03
আরও দেখে নাও :
ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা
ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF
বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – PDF
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
To check our latest Posts - Click Here