NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন গ্যাসের ব্যবহার – Uses of Different Gases – PDF

Uses of Different Gases

বিভিন্ন গ্যাসের ব্যবহার

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন গ্যাসের ব্যবহার নিয়ে। কোন গ্যাস কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কোন গ্যাস কোন কাজে লাগে এই তথ্য আমাদের যেমন জেনে রাখা প্রয়োজন ঠিক তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি।

কোন গ্যাস কোন কাজে লাগে

নংগ্যাসব্যবহার
অ্যাসিটিলিন, ইথিলিনঝালাইয়ের কাজে ও কাটিং শিল্পে,ম প্লাস্টিক শিল্পে, ফল পাকাতে
অ্যামোনিয়াসার, কৃত্রিম তন্তু, হিমায়ক রূপে
ইথারচেতনানাশক হিসেবে
ক্লোরোপিকরিনকাঁদানে গ্যাস
ক্রিপ্টনহাইস্পীড ফোটোগ্রাফি, ফ্লুরোসেন্ট টিউব লাইট
জেননলেজার ও ফ্ল্যাশ ল্যাম্প -এ
নিয়নউজ্জ্বল চিহ্ন ( সাইনবোর্ডে )
প্রোপেনজ্বালানি ও রেফ্রিজারেন্ট হিসাবে
বিউটেনগৃহস্থালির জ্বালানী, সিগারেট লাইটারে
১০মিথেনক্লোরোফর্ম তৈরিতে
১১রেডনঅ্যাটমিক রিসার্চ ও রেডিও থেরাপির কাজে
১২নাইট্রাস অক্সাইডলাফিং গ্যাস
১৩সায়ানোজেনরাসায়নিক অস্ত্র, ঝালাই শিল্পে, রকেট প্রোপেলান্ট হিসেবে
১৪হিলিয়ামলেজার, গ্যাস বেলুন, ফ্লুরোসেন্ট টিউবলাইটে
১৫নাইট্রোজেনএরোপ্লেনের চাকায়, চিপসের প্যাকেটে
১৬অক্সিজেনচিকিৎসাবিদ্যায়, ঝাল দেওয়ার কাজে
১৭কার্বন ডাই অক্সাইডসফ্ট ড্রিঙ্কস তৈরী করতে
১৮ফ্রেয়নহিমায়ক রূপে
১৯ক্লোরিনব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, জল পরিষ্কার করতে
২০সালফার ডাই অক্সাইডফল সংরক্ষণে, মদ করতে
২১ইথিলিন অক্সাইডচিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করতে
গ্যাসের ব্যবহার

আরও দেখে নাও :

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section : 

  • File Name : বিভিন্ন গ্যাসের ব্যবহার – Uses of Different Gases – PDF – বাংলা কুইজ
  • File Size: 1 MB
  • No. of Pages: 02 
  • Format: PDF 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button