NotesGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন গ্যাসের ব্যবহার – Uses of Different Gases – PDF
Uses of Different Gases
বিভিন্ন গ্যাসের ব্যবহার
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন গ্যাসের ব্যবহার নিয়ে। কোন গ্যাস কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কোন গ্যাস কোন কাজে লাগে এই তথ্য আমাদের যেমন জেনে রাখা প্রয়োজন ঠিক তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি।
Table of Contents
কোন গ্যাস কোন কাজে লাগে
নং | গ্যাস | ব্যবহার |
---|---|---|
১ | অ্যাসিটিলিন, ইথিলিন | ঝালাইয়ের কাজে ও কাটিং শিল্পে,ম প্লাস্টিক শিল্পে, ফল পাকাতে |
২ | অ্যামোনিয়া | সার, কৃত্রিম তন্তু, হিমায়ক রূপে |
৩ | ইথার | চেতনানাশক হিসেবে |
৪ | ক্লোরোপিকরিন | কাঁদানে গ্যাস |
৫ | ক্রিপ্টন | হাইস্পীড ফোটোগ্রাফি, ফ্লুরোসেন্ট টিউব লাইট |
৬ | জেনন | লেজার ও ফ্ল্যাশ ল্যাম্প -এ |
৭ | নিয়ন | উজ্জ্বল চিহ্ন ( সাইনবোর্ডে ) |
৮ | প্রোপেন | জ্বালানি ও রেফ্রিজারেন্ট হিসাবে |
৯ | বিউটেন | গৃহস্থালির জ্বালানী, সিগারেট লাইটারে |
১০ | মিথেন | ক্লোরোফর্ম তৈরিতে |
১১ | রেডন | অ্যাটমিক রিসার্চ ও রেডিও থেরাপির কাজে |
১২ | নাইট্রাস অক্সাইড | লাফিং গ্যাস |
১৩ | সায়ানোজেন | রাসায়নিক অস্ত্র, ঝালাই শিল্পে, রকেট প্রোপেলান্ট হিসেবে |
১৪ | হিলিয়াম | লেজার, গ্যাস বেলুন, ফ্লুরোসেন্ট টিউবলাইটে |
১৫ | নাইট্রোজেন | এরোপ্লেনের চাকায়, চিপসের প্যাকেটে |
১৬ | অক্সিজেন | চিকিৎসাবিদ্যায়, ঝাল দেওয়ার কাজে |
১৭ | কার্বন ডাই অক্সাইড | সফ্ট ড্রিঙ্কস তৈরী করতে |
১৮ | ফ্রেয়ন | হিমায়ক রূপে |
১৯ | ক্লোরিন | ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, জল পরিষ্কার করতে |
২০ | সালফার ডাই অক্সাইড | ফল সংরক্ষণে, মদ করতে |
২১ | ইথিলিন অক্সাইড | চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করতে |
আরও দেখে নাও :
- পরিবেশ দূষণ ও তার প্রতিকার
- বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ – PDF
- বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত
- জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার
- বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section :
- File Name : বিভিন্ন গ্যাসের ব্যবহার – Uses of Different Gases – PDF – বাংলা কুইজ
- File Size: 1 MB
- No. of Pages: 02
- Format: PDF
To check our latest Posts - Click Here