50+ বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত
Common names, chemical name and formula of compounds
বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন মৌলের সাধারণ নাম, রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। “কোন যৌগের রাসায়নিক সংকেত কি?” মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষায় জানতে চাওয়া হয়। তাই তোমাদের জন্য এই টপিকটি নিচে ছকের সাহায্যে সুন্দর করে দেওয়া রইলো।
পদার্থ | রাসায়নিক নাম | রাসায়নিক সংকেত |
---|---|---|
অ্যালাম | পটাশ | K2SO4, Al2(SO4)3, 12H2O |
ব্লিচিং পাউডার | ক্যালসিয়াম হাইপোক্লোরাইট | Ca(OCl)2 |
চক | ক্যালসিয়াম কার্বনেট | CaCO3 |
ক্যালোমেল | মার্কিউরাস অক্সাইড | Hg2Cl2 |
কস্টিক লোশন | সিলভার নাইট্রেট | AgNO3 |
ক্যান্ডি ফ্লুইড | পটাসিয়াম পারমাঙ্গানেট | KMnO4 |
কস্টিক সোডা | সোডিয়াম হাইড্রক্সাইড | NaOH |
বেকিং সোডা | সোডিয়াম বাইকার্বনেট | NaHCO3 |
কমন সল্ট | সোডিয়াম ক্লোরাইড | NaCl |
গ্যালেনা | লেড সালফাইড | PbS |
এপসম সল্ট | ম্যাগনেসিয়াম সালফেট | MgSO2, 7H2O |
গ্লবার সল্ট | সোডিয়াম সালফেট | Na2SO4, 10H2O |
গ্রীন ভিট্রিওল | আইরন সালফেট | FeSO4, 7H2O |
হোয়াইট ভিট্রিওল | জিঙ্ক সালফেট | ZnSO4, 7H2O |
জিপসাম | ক্যালশিয়াম সালফেট | CaSO4, 2H2O |
হাইপো | সােডিয়াম থায়ােসালফেট | Na2S2O3, 5H2O |
লাইম ওয়াটার | ক্যালশিয়াম হাইড্রক্সাইড | Ca(OH)2 |
লাফিং গ্যাস | নাইট্রাস অক্সাইড | N2O |
নাইট্রে | পটাশিয়াম নাইট্রেট | KNO3 |
প্লাস্টার অফ প্যারিস | ক্যালশিয়াম সালফেট | 2CaSO4, H2O |
কোয়ার্টজ | সােডিয়াম সিলিকেট | Na2SiO3 |
কুইক লাইম | ক্যালশিয়াম অক্সাইড | CaO |
রেড লেড | ট্রিপ্লামবিক টেট্রোক্সাইড | Pb3O4 |
সাল অ্যাম্মোনিয়াক | অ্যামােনিয়াম ক্লোরাইড | NH4Cl |
সোডা অ্যাশ | সােডিয়াম কার্বোনেট | Na2CO3, 10H2O |
ওয়াসিং সোডা | সােডিয়াম কার্বোনেট | Na2CO3, 10H2O |
ফিলোসফার্স উল | জিঙ্ক অক্সাইড | ZnO |
অ্যাসপিরিন | অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড | C6H8O4 |
ব্লু ভিট্রিওল (তুঁতে ) | কপার সালফেট | CuSO4, 5H2O |
খাবার সোডা | সোডিয়াম বাই কার্বনেট | NaHCO3 |
রসায়নের রাজা | সালফিউরিক অ্যাসিড | H2SO4 |
ফিটকিরি | পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট | K2SO4, Al2(SO4)3, 24H2O |
হিরাকস | ফেরাস সালফেট | FeSO4, 7H2O |
মিউরিয়েটিক অ্যাসিড | হাইড্রোক্লোরিক অ্যাসিড | HCl |
অ্যাকোয়া ফরটিস | নাইট্রিক অ্যাসিড | HNO3 |
ওলিয়াম | ধূমায়িত সালফিউরিক অ্যাসিড | H2S2O7 |
ক্যারাের অ্যাসিড | পার সালফিউরিক অ্যাসিড | H2SO5 |
কাপড় কাচার সােডা | সােডিয়াম কার্বনেট | Na2CO3 |
বােরাক্স | সােডিয়াম টেট্রা বােরেট | Na2B4O7, 10H2O |
কস্টিক পটাশ | পটাশিয়াম হাইড্রক্সাইড | KOH |
হাইড্রলিথ | ক্যালশিয়াম হাইড্রাইড | CaH2 |
চিলি সল্টপিটার | সােডিয়াম নাইট্রেট | NaNO3 |
ইন্ডিয়াম নাইটার (সােডা) | পটাশিয়াম নাইট্রেট | KNO3 |
চুনাপাথর | ক্যালশিয়াম কার্বনেট | CaCO3 |
লুনার কস্টিক | সিলভার নাইট্রেট | AgNO3 |
মিল্ক অফ ম্যাগনেশিয়া | ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড | Mh(OH)2 |
দার্শনিকের উল | জিঙ্ক অক্সাইড | ZnO |
ওয়াটার গ্লাস | সােডিয়াম সিলিকেট | Na2SiO3 |
কার্বলিক অ্যাসিড | ফেনল | C6H5OH |
কার্বোরান্ডাম | সিলিকন কার্বাইড | SiC |
শুষ্ক বরফ | কঠিন কার্বন ডাইঅক্সাইড | CO2 |
ফরম্যালিন | ফর্মালডিহাইড-এর 40% জলীয় দ্রবণ | HCHO + H2O |
স্পিরিট | ইথাইল অ্যালকোহল | C2H5OH |
গ্যামাক্সিন | বেঞ্জিন হেক্সা ক্লোরাইড | C6H6Cl6 |
ফসজিন | কার্বনিল ক্লোরাইড | COCl2 |
বালি | সিলিকন ডাইঅক্সাইড | SiO2 |
কাঁদানে গ্যাস | ক্লোরােপিকরিন | CCl3NO2 |
অ্যালুমিনা | অ্যালুমিনিয়াম অক্সাইড | Al2O3 |
ব্যারাইট | বেরিয়াম হাইড্রক্সাইড | Ba(OH)2 |
কিউপ্রাইট বা রুবি কপার | কিউপ্রাস অক্সাইড | CuO |
কপার গ্লান্স | কপার সালফাইড | Cu2S |
ক্যালগ্ণ | সোডিয়াম হেক্সা-মেটাফসফেট | Na2[Na4(PO3)6] |
ক্যালামাইন | জিঙ্ক কার্বনেট | ZnCO3 |
ফ্লুওস্পার | ক্যালশিয়াম ফ্লুরাইড | CaF2 |
গ্যালেনা | লেড সালফাইড | PbS |
লিমোনাইট | আর্দ্র ফেরিক অক্সাইড | Fe2O3, 3H2O |
লিথ্যারেজ | লেড মনােঅক্সাইড | PbO |
ম্যাগনেটাইট | ফেরাসােফেরিক অক্সাইড | Fe3O4 |
মার্শ গ্যাস | মিথেন | CH4 |
মোর লবন | ফেরাস অ্যামােনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট | (NH4)2Fe(SO4)2(H2O)6 |
নেসলার বিকারক | পটাশিয়াম টেট্রা আয়ােডাে মারকিউরেট | K2[HgI4] |
নাইটার কেক | সােডিয়াম হাইড্রোজেন সালফেট | NaHSO4 |
নাইট্রোলিম | ক্যালসিয়াম সায়ানামাইড | CaCN2 |
পার্ল অ্যাশ | পটাশিয়াম কার্বনেট | K2CO3 |
পাইরোগ্যালল | বেঞ্জিন 1, 2, 3 ট্রাই অল | C6H3(OH)3 |
পাইরোলুসাইট | ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড | MnO2 |
এরকম আরো কিছু পোস্ট
ডালটনের পরমাণুবাদ (Dalton’s Atomic Theory)
বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ
বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
এই নোটটির পিডিএফ ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও।
Download Section
- File Name: বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত – বাংলা কুইজ
- File Size: 2.3 MB
- No. of Pages: 06
- Format: PDF
- Subject: Chemistry
- Language: Bengali
প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কোনটি?
প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত – 2CaSO4, H2O
মার্শ গ্যাস কি ?
মার্স গ্যাস হল মিথেন (CH4)
শুষ্ক বরফ কাকে বলে ?
কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়
বেকিং সোডার সংকেত কী ?
সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3)
To check our latest Posts - Click Here