NotesGeneral Knowledge Notes in Bengali

50+ বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত

Common names, chemical name and formula of compounds

বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন মৌলের সাধারণ নাম, রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। “কোন যৌগের রাসায়নিক সংকেত কি?” মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষায় জানতে চাওয়া হয়। তাই তোমাদের জন্য এই টপিকটি নিচে ছকের সাহায্যে সুন্দর করে দেওয়া রইলো। 

পদার্থরাসায়নিক নামরাসায়নিক সংকেত
অ্যালামপটাশK2SO4, Al2(SO4)3, 12H2O
ব্লিচিং পাউডারক্যালসিয়াম হাইপোক্লোরাইটCa(OCl)2
চকক্যালসিয়াম কার্বনেটCaCO3
ক্যালোমেলমার্কিউরাস অক্সাইডHg2Cl2
কস্টিক লোশনসিলভার নাইট্রেটAgNO3
ক্যান্ডি ফ্লুইডপটাসিয়াম পারমাঙ্গানেটKMnO4
কস্টিক সোডাসোডিয়াম হাইড্রক্সাইডNaOH
বেকিং সোডাসোডিয়াম বাইকার্বনেটNaHCO3
কমন সল্টসোডিয়াম ক্লোরাইডNaCl
গ্যালেনালেড সালফাইডPbS
এপসম সল্টম্যাগনেসিয়াম সালফেটMgSO2, 7H2O
গ্লবার সল্টসোডিয়াম সালফেটNa2SO4, 10H2O
গ্রীন ভিট্রিওলআইরন সালফেটFeSO4, 7H2O
হোয়াইট ভিট্রিওলজিঙ্ক সালফেটZnSO4, 7H2O
জিপসামক্যালশিয়াম সালফেটCaSO4, 2H2O
হাইপোসােডিয়াম থায়ােসালফেটNa2S2O3, 5H2O
লাইম ওয়াটারক্যালশিয়াম হাইড্রক্সাইডCa(OH)2
লাফিং গ্যাসনাইট্রাস অক্সাইডN2O
নাইট্রেপটাশিয়াম নাইট্রেটKNO3
প্লাস্টার অফ প্যারিসক্যালশিয়াম সালফেট2CaSO4, H2O
কোয়ার্টজসােডিয়াম সিলিকেটNa2SiO3
কুইক লাইমক্যালশিয়াম অক্সাইডCaO
রেড লেডট্রিপ্লামবিক টেট্রোক্সাইডPb3O4
সাল অ্যাম্মোনিয়াকঅ্যামােনিয়াম ক্লোরাইডNH4Cl
সোডা অ্যাশসােডিয়াম কার্বোনেটNa2CO3, 10H2O
ওয়াসিং সোডাসােডিয়াম কার্বোনেটNa2CO3, 10H2O
ফিলোসফার্স উলজিঙ্ক অক্সাইডZnO
অ্যাসপিরিনঅ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডC6H8O4
ব্লু ভিট্রিওল (তুঁতে )কপার সালফেটCuSO4, 5H2O
খাবার সোডাসোডিয়াম বাই কার্বনেটNaHCO3
রসায়নের রাজাসালফিউরিক অ্যাসিডH2SO4
ফিটকিরিপটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটK2SO4, Al2(SO4)3, 24H2O
হিরাকসফেরাস সালফেটFeSO4, 7H2O
মিউরিয়েটিক অ্যাসিডহাইড্রোক্লোরিক অ্যাসিডHCl
অ্যাকোয়া ফরটিসনাইট্রিক অ্যাসিডHNO3
ওলিয়ামধূমায়িত সালফিউরিক অ্যাসিডH2S2O7
ক্যারাের অ্যাসিডপার সালফিউরিক অ্যাসিডH2SO5
কাপড় কাচার সােডাসােডিয়াম কার্বনেটNa2CO3
বােরাক্সসােডিয়াম টেট্রা বােরেটNa2B4O7, 10H2O
কস্টিক পটাশপটাশিয়াম হাইড্রক্সাইডKOH
হাইড্রলিথক্যালশিয়াম হাইড্রাইডCaH2
চিলি সল্টপিটারসােডিয়াম নাইট্রেটNaNO3
ইন্ডিয়াম নাইটার (সােডা)পটাশিয়াম নাইট্রেটKNO3
চুনাপাথরক্যালশিয়াম কার্বনেটCaCO3
লুনার কস্টিকসিলভার নাইট্রেটAgNO3
মিল্ক অফ ম্যাগনেশিয়াম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডMh(OH)2
দার্শনিকের উলজিঙ্ক অক্সাইডZnO
ওয়াটার গ্লাসসােডিয়াম সিলিকেটNa2SiO3
কার্বলিক অ্যাসিডফেনলC6H5OH
কার্বোরান্ডামসিলিকন কার্বাইডSiC
শুষ্ক বরফকঠিন কার্বন ডাইঅক্সাইডCO2
ফরম্যালিনফর্মালডিহাইড-এর 40% জলীয় দ্রবণHCHO + H2O
স্পিরিটইথাইল অ্যালকোহলC2H5OH
গ্যামাক্সিনবেঞ্জিন হেক্সা ক্লোরাইডC6H6Cl6
ফসজিনকার্বনিল ক্লোরাইডCOCl2
বালিসিলিকন ডাইঅক্সাইডSiO2
কাঁদানে গ্যাসক্লোরােপিকরিনCCl3NO2
অ্যালুমিনাঅ্যালুমিনিয়াম অক্সাইডAl2O3
ব্যারাইটবেরিয়াম হাইড্রক্সাইডBa(OH)2
কিউপ্রাইট বা রুবি কপারকিউপ্রাস অক্সাইডCuO
কপার গ্লান্সকপার সালফাইডCu2S
ক্যালগ্ণসোডিয়াম হেক্সা-মেটাফসফেটNa2[Na4(PO3)6]
ক্যালামাইনজিঙ্ক কার্বনেটZnCO3
ফ্লুওস্পারক্যালশিয়াম ফ্লুরাইডCaF2
গ্যালেনালেড সালফাইডPbS
লিমোনাইটআর্দ্র ফেরিক অক্সাইডFe2O3, 3H2O
লিথ্যারেজলেড মনােঅক্সাইডPbO
ম্যাগনেটাইটফেরাসােফেরিক অক্সাইডFe3O4
মার্শ গ্যাসমিথেনCH4
মোর লবনফেরাস অ্যামােনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট(NH4)2Fe(SO4)2(H2O)6
নেসলার বিকারকপটাশিয়াম টেট্রা আয়ােডাে মারকিউরেটK2[HgI4]
নাইটার কেকসােডিয়াম হাইড্রোজেন সালফেটNaHSO4
নাইট্রোলিমক্যালসিয়াম সায়ানামাইডCaCN2
পার্ল অ্যাশপটাশিয়াম কার্বনেটK2CO3
পাইরোগ্যাললবেঞ্জিন 1, 2, 3 ট্রাই অলC6H3(OH)3
পাইরোলুসাইটম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডMnO2

এরকম আরো কিছু পোস্ট 

ডালটনের পরমাণুবাদ (Dalton’s Atomic Theory)

বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক

পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ

বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses

এই নোটটির পিডিএফ ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও।


Download Section

  • File Name: বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত – বাংলা কুইজ
  • File Size: 2.3 MB
  • No. of Pages: 06
  • Format: PDF
  • Subject: Chemistry
  • Language: Bengali

প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কোনটি? 

প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত – 2CaSO4, H2O

মার্শ গ্যাস কি ?

মার্স গ্যাস হল মিথেন (CH4)

শুষ্ক বরফ কাকে বলে ?

কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়

বেকিং সোডার সংকেত কী ?

সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button