History NotesGeneral Knowledge Notes in Bengali

আকবরের নবরত্ন । Navratnas of Akbar

Navratnas of Akbar

আকবরের নবরত্ন

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো আকবরের নবরত্ন বা আকবরের রাজসভার নবরত্নদের তথ্য নিয়ে। নবরত্নদের মধ্যে কে কোন পদে ছিলেন এবং তাঁদের সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আমরা আজকের এই পোস্টে দেখে নেব ।

আকবরের দরবারে ৯জন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যারা আকবরকে বিভিন্ন ক্ষেত্রে সুদক্ষ ছিলেন এবং আকবরকে সাহায্য করতেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে। এই নয়জন গুণী ব্যক্তিকে একত্রে নবরত্ন বলা হত।

রাজা বীরবল

  • প্রকৃত নাম ছিল মহেশ দাস।আকবর তাকে বীরবল নাম দেন এবং রাজা উপাধিতে ভূষিত করেন।
  • তাঁর চাতুর্যের জন্যই তিনি মূলত সকলের কাছে সুপরিচিত।
  • তিনি একজন কবি ও সংগীতজ্ঞ ছিলেন।
  • আকবরের সামরিক ও প্রশাসনিক কাজকর্মেও তিনি আকবরকে সাহায্য করতেন।
  • আকবরের খুব প্রিয়পাত্র ছিলেন বীরবল এবং আকবরের প্রাসাদের সাতটি দরজার মধ্যে একটির নাম ছিল বীরবল দরজা
  • আইন-ই-আকবরী থেকে জানা যায় আকবর প্রণীত দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণকারী একমাত্র হিন্দু ছিলেন রাজা বীরবল।
  • তিনি ইউসুইফজাই উপজাতির সঙ্গে সংঘর্ষের সময় নিহত হন।

তানসেন

  • প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে
  • আকবরের দরবারের একজন প্রখ্যাত সংগীত শিল্পী ছিলেন তানসেন।
  • প্রথম জীবনে তিনি স্বামী হরিদাসের শিষ্য ছিলেন এবং পরবর্তীকালে তিনি হজরত মুহাম্মদ গাউস এর কাছ থেকে সংগীত শিক্ষা লাভ পান।
  • ধ্রুপদ রাগ তানসেনের সৃষ্টি।
  • সংগীত নিয়ে তাঁর রচিত দুটি গ্রন্থ হল – শ্রী গণেশ স্তোত্র এবং সংগীতসারা
  • সম্রাট আকবর তাঁকে সংগীত সম্রাট আখ্যা দেন।

আব্দুল রহিম

  • আব্দুল রহিম আকবরের রাজসভার একজন হিন্দী ও তুর্কি ভাষী সাহিত্যিক ছিলেন।
  • তিনি ছিলেন আকবরের অভিভাবক বৈরাম খান এর সন্তান।
  • বাবরের আত্মজীবনী ‘বাবরনামা‘ ছাগাতাই তুর্কি ভাষা থেকে ফারসি ভাষায় অনুবাদ করেন।
  • তিনি আকবর কর্তৃক ‘খান-ই-খানা‘ উপাধি লাভ করেছিলেন।
  • তিনি জ্যোতিষশাস্ত্রের উপর দুটি বই লিখেছিলেন- খেতকৌতুকম এবং দ্বৈত্রমশাদ্যোগাবলী

আবুল ফজল

  • আবুল ফজলের প্রকৃত নাম – শেখ আব্দুল ফজল ইবন মুবারক।
  • তিনি আবুল ফজল, আবুল কদল, আবুল-আল আল্লামি নামেও পরিচিত ছিলেন।
  • তিনি ছিলেন আকবরের নবরত্নের অন্যতম, সুপণ্ডিত, ইতিহাসবেত্তা, সামরিক অধিনায়ক, রাজনীতিবিদ ও সাহিত্যশিল্পী।
  • বাইবেলের ফারসি অনুবাদ করেছিলেন তিনি।
  • তাঁর লেখা গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ হল – ‘আকবর নামা‘ এবং ‘আইন-ই-আকবরি‘।
  • আকবরের নবরত্নের অপর এক সদস্য ফৈজীর ভ্রাতা ছিলেন তিনি।

ফৈজি

  • প্রকৃত নাম ছিল শেখ আবু আল-ফৈজ মুবারক।
  • আকবরের রাজসভার সভাকবি (মালিক-উস-সুয়ারা ) ছিলেন তিনি।
  • লীলাবতীর ফারসি অনুবাদ করেছিলেন তিনি।

রাজা মানসিংহ

  • মানসিংহ একজন রাজপুত সামরিক প্রধান ছিলেন এবং অম্বরের রাজা ছিলেন।
  • তিনি আকবরের সেনাপতি ছিলেন এবং আকবরের শ্বশুর ভারমল-এর নাতি ছিলেন।
  • তিনি মহারানা প্রতাপের বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধে আকবরকে সামরিক সাহায্য প্রদান করেছিলেন এবং আফগানদের বিরুদ্ধেও যুদ্ধে সহায়তা করেছিলেন।

রাজা টোডরমল

  • টোডরমল আকবরের অর্থমন্ত্রী ছিলেন।
  • প্রথম জীবনে শেরশাহের কাছে কাজ করলেও পরে শাসনক্ষমতার হস্তান্তরের পরে আকবর তাঁকে বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করেন।
  • আকবর তাঁর উপরে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন।
  • প্রথম জীবনে আগ্রা, পরে বাংলার ও পঞ্জাবের মতো এলাকায় টোডরমল শাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

মোল্লা-দো-পিয়াজা

  • মোল্লা দো-পিয়াজা আকবরের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ফকির অজিওদ্দিন

  • আকবরের রাজসভার ধর্মমন্ত্রী।
  • তিনি সম্রাটকে বিভিন্ন বিষয়ে ধর্মীয় উপদেশ প্রদান করেছিলেন।

আকবরের নবরত্নের তালিকা সংক্ষেপে ছকের সাহায্যে দেওয়া রইলো –

নংনবরত্নপারদর্শিতা
রাজা বীরবলহাস্যকৌতুক
তানসেনসঙ্গীত
আব্দুল রহিমকবি
আবুল ফজলপ্রধানমন্ত্রী
ফৈজিসাহিত্য
রাজা মান সিংহসেনাপতি
টোডরমলঅর্থনীতি
মোল্লা দো পেয়াজাস্বরাষ্ট্রমন্ত্রী
ফকির আজিওদ্দিনধর্মমন্ত্রী
আকবরের নবরত্ন

নবরত্ন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

বীরবলের প্রকৃত নাম কি ছিল ?

মহেশ দাস

তানসেনের আসল নাম কি ?

রামতনু পান্ডে

সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন ?

বৈরাম খাঁ আকবরের প্রথম জীবনে আকবরের অভিভাবক ও সেনাপতি ছিলেন। পরবর্তীকালে মানসিংহ আকবরের সেনাপতি ছিলেন।

আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

আবুল ফজল আকবরের প্রধানমন্ত্রী ছিলেন।

আকবরের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন??

বীরবল

Download Section

  • File Name : আকবরের নবরত্ন । Navratnas of Akbar – বাংলা কুইজ
  • File Size : 2.3 MB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : History

এরকম আরও কিছু পোস্ট :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button