Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th – 13th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th – 13th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ থেকে ১৩ অক্টোবর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th – 13th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. ২০২১ সালের অক্টোবরে কে তুর্কি গ্র্যান্ড প্রিক্স জিতেছেন?

(A) চার্লস লেক্লার্ক
(B) লুইস হ্যামিল্টন
(C) ভাল্টেরি বোটাস
(D) সার্জিও পের

উত্তর :
(C) ভাল্টেরি বোটাস
১০ই অক্টোবর তুর্কি গ্র্যান্ড প্রিক্স জিতে নিলেন ভাল্টেরি বোটাস ।

২. প্রতিবছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয় ?

(A) অক্টোবর ৯
(B) অক্টোবর ১০
(C) অক্টোবর ১১
(D) অক্টোবর ১২

উত্তর :
(C) অক্টোবর ১১
২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১১ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু পালন হিসেবে ঘোষণা করে। ২০২১ সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের থিম ছিল – “Digital generation. Our generation” । ম

৩. কোন রোগের বিস্তার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার ‘Mission 100 Days’ নামে একটি প্রোগ্রাম শুরু করেছে?

(A) ম্যালেরিয়া
(B) সোয়াইন ফ্লু
(C) ডেঙ্গু
(D) কোভিড -১৯

উত্তর :
(D) কোভিড -১৯
কেন্দ্র সরকার সম্প্রতি ‘Mission 100 Days’ নামে একটি প্রোগ্রাম শুরু করেছে কোভিড -১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্য ।

৪. ১৫তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মারাঠি চলচ্চিত্র ‘The Disciple’ এর জন্য কে বেস্ট স্ক্রিনপ্লে পুরস্কার পেয়েছেন ?

(A) মাধব শিন্ডে
(B) পরেশ মোকাশি
(C) স্মিতা তালওয়ালকর
(D) চৈতন্য তামহানে

উত্তর :
(D) চৈতন্য তামহানে
দক্ষিণ কোরিয়াতে আয়োজিত ১৫তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মারাঠি চলচ্চিত্র ‘The Disciple’ এর জন্য বেস্ট স্ক্রিনপ্লে পুরস্কার পেয়েছেন চৈতন্য তামহানে।

৫. ২০২১ সালের ১১ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার ১১৯ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ?

(A) জয়প্রকাশ নারায়ণ
(B) রাম মনোহর লোহিয়া
(C) নরেন্দ্র দেব
(D) চন্দ্র শেখর

উত্তর :
(A) জয়প্রকাশ নারায়ণ
সম্প্রতি জয়প্রকাশ নারায়ণ-এর ১১৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৬৫ সালে জয়প্রকাশ নারায়ণ পাবলিক সার্ভিসের জন্য ম্যাগসেসে পুরস্কার পান এবং ১৯৯৯ সালে তিনি মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন।

৬. সম্প্রতি কোন জেলার লবঙ্গ ভৌগোলিক শনাক্তকরণ (Geographical Identification ) ট্যাগ পেয়েছে ?

(A) কন্যাকুমারী
(B) কসরগোদ
(C) আলাপ্পুজা
(D) কোঝিকোড

উত্তর :
(A) কন্যাকুমারী
তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার লবঙ্গ সম্প্রতি ভৌগোলিক শনাক্তকরণ (Geographical Identification ) ট্যাগ পেয়েছে ।

৭. ভারত কোন দেশে উন্নয়ন প্রকল্পের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট সমর্থনে সম্মত হয়েছে?

(A) কিরগিজস্তান
(B) আজারবাইজান
(C) তাজিকিস্তান
(D) কাজাখস্তান

উত্তর :
(A) কিরগিজস্তান
কিরগিজস্তানে উন্নয়ন প্রকল্পের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট সমর্থনে সম্মত হয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কিরগিজস্তান সফরের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

৮. প্রকাশ রাজকে হারিয়ে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (Movie Artists Association) এর সভাপতি কে নির্বাচিত হয়েছেন?

(A) জেফরি জি চিন
(B) জি নাগেশ্বর রেড্ডি
(C) মাঞ্চু বিষ্ণু
(D) রাজ তরুন

উত্তর :
(C) মাঞ্চু বিষ্ণু
অভিনেতা মাঞ্চু বিষ্ণু সম্প্রতি প্রকাশ রাজকে হারিয়ে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (Movie Artists Association) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

৯. সম্প্রতি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

(A) বিধান চন্দ্র রায়
(B) পবন কুমার সিং
(C) আকিল কুরেশী
(D) ইন্দ্রজিৎ মহান্তি

উত্তর :
(C) আকিল কুরেশী
ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আকিল কুরেশী সম্প্রতি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ।

১০. ২০২১ সালের অক্টোবরে সম্প্রতি কে একদিনের জন্য ভারতে ব্রিটিশ হাইকমিশনার হয়েছিলেন?

(A) অনুরাধা মিশ্র
(B) অদিতি মহেশ্বরী
(C) কিরণ সিং
(D) মনীষা যাদব

উত্তর :
(B) অদিতি মহেশ্বরী
দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে ফিজিক্যাল সায়েন্সে স্নাতক স্তরে পড়াশোনা করছেন অদিতি। রাজস্থানে বাড়ি। সম্প্রতি তিনি ‘হাই কমিশনার ফর দ্য ডে’ প্রতিযোগিতা জেতেন। ২০১৭ সাল থেকে এই দিনটি পালিতে হচ্ছে। ১১ অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড উপলক্ষে দিনটি উদযাপন করা হয়।

১১. সম্প্রতি প্রয়াত হয়েছেন আব্দুল কাদির খান। তিনি কোন দেশের পরমাণু কর্মসূচির জনক ছিলেন?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) আফগানিস্তান

উত্তর :
(C) পাকিস্তান
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচীর ‘পুরোধা’ বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান সম্প্রতি প্রয়াত হয়েছেন। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেয়া হয়। ড. আব্দুল কাদির খান ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন, এবং ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সাথে পাকিস্তানে চলে যান।

১২. “The Custodian of Trust: A Banker’s Memoir” শীর্ষক বইটি লিখেছেন –

(A) অমিতাভ কান্ত
(B) রাজনীস কুমার
(C) শক্তিকান্ত দাস
(D) সুনীল অরোরা

উত্তর :
(B) রাজনীস কুমার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান রাজনীস কুমার এই বইটি লিখেছেন ।

১৩. কোন রাজ্যের কারুপুর কলমকারি পেন্টিংস সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ?

(A) বিহার
(B) তামিলনাড়ু
(C) অন্ধ্রপ্রদেশ
(D) আসাম

উত্তর :
(B) তামিলনাড়ু
তামিলনাড়ুর কারুপুর কলমকারি পেইন্টিং এবং কল্লাকুরিচি উড কারভিং সম্প্রতি GI ট্যাগ পেয়েছে।

১৪. ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজন করতে চলেছে কোন দেশ ?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) চীন
(D) শ্রীলংকা

উত্তর :
(A) ভারত
২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজন করতে করেছে ভারত ।

দেখে নাও বিভিন্ন আন্তর্জাতিক গেমসে ভেন্যু তালিকা – Click Here


১৫. ২০২০ সালের Uber Cup জিতলো কোন দেশের মহিলা ব্যাডমিন্টন টিম?

(A) অস্ট্রেলিয়া
(B) জাপান
(C) স্পেন
(D) ভারত

উত্তর :
(D) ভারত
স্পেনকে হারিয়ে ২০২০ সালের Uber Cup জিতে নিলো ভারত ।

১৬. সম্প্রতি কোন দেশের প্রথম রাষ্ট্রপতি আবুল হাসান বানিসাদর প্রয়াত হয়েছেন ?

(A) ইরান
(B) ইরাক
(C) তুর্কি
(D) আফগানিস্তান

উত্তর :
(A) ইরান
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসাদর দীর্ঘ অসুস্থ থাকার পর ৮৮ বছর বয়সে মারা গেছেন। ১৯৮০ সালে বানিসাদরকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল।

১৭. ইন্দ্রজিৎ মোহান্তি সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ?

(A) কলকাতা হাইকোর্ট
(B) মাদ্রাজ হাইকোর্ট
(C) ত্রিপুরা হাইকোর্ট
(D) গৌহাটি হাইকোর্ট

উত্তর :
(C) ত্রিপুরা হাইকোর্ট
ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তিকে শপথবাক্য পাঠ করান। ২০১৩ সালে ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং ইন্দ্রজিৎ মোহান্তি এই হাইকোর্টের ষষ্ঠ প্রধান বিচারপতি।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা


১৮. পেরুতে অনুষ্ঠিত ২০২১ সালের ISSF Junior World Championship-এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?

(A) ভারত
(B) জার্মানি
(C) চীন
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

উত্তর :
(A) ভারত
পেরুতে অনুষ্ঠিত ২০২১ সালের ISSF Junior World Championship-এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে ভারত। ভারত মোট ৪৩টি মেডেল জিতেছে (৭টি সোনা, ১৬টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button