10th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের তাঁতিদের জন্য ‘নেথান্না বিমা’ প্রকল্প চালু করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) ওড়িশা
(D) কর্ণাটক
- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৭ই আগস্ট ২০২২-এ রাজ্যের তাঁতিদের জন্য ‘নেথান্না বিমা’ প্রকল্প চালু করেছেন।
- প্রকল্পের অধীনে, একজন যোগ্য তাঁতির দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে মনোনীতদের (nominee) অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা জমা দেওয়া হবে।
- তেলেঙ্গানা সরকার এই স্কিমটি বাস্তবায়নের জন্য LIC এর সাথে হাত মিলিয়েছে।
২. কোন দেশের দল সম্প্রতি ৪৪তম দাবা অলিম্পিয়াডে পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে?
(A) উজবেকিস্তান
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) পাকিস্তান
- ৪৪ তম দাবা অলিম্পিয়াড ২৮শে জুলাই চেন্নাইতে শুরু হয়ে ৯ই আগস্ট ২০২২-এ শেষ হয়েছে।
- পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান দল।
- দাবা অলিম্পিয়াডের পরবর্তী সংস্করণ ২০২৪ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
৩. কোন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় সম্প্রতি তার অবসরের ঘোষণা করেছেন?
(A) ইগা সোয়াটেক
(B) স্টেফি গ্রাফ
(C) সেরেনা উইলিয়ামস
(D) মার্টিনা নাভারতিলভ
- আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ৯ই আগস্ট ২০২২-এ টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।
- তিনি মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন।
৪. ২০২১-২২ সিজনের জন্য AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?
(A) ভাইচুং ভুটিয়া
(B) সন্দেশ ঝিংগান
(C) সুনীল ছেত্রী
(D) গুরপ্রীত সিং সান্ধু
- মনীষা কল্যাণ এবং সুনীল ছেত্রীকে ২০২১-২২ সিজনের জন্য যথাক্রমে AIFF মহিলা এবং পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে।
- কল্যাণের জন্য, এটি ছিল তার প্রথম বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মান।
- সুনীল ছেত্রী সপ্তমবারের মতো এই পুরস্কারে সম্মানিত হলেন।
- ২০০৭ সালে তিনি প্রথম বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন।
৫. কোন দিনটিকে বিশ্ব জৈব জ্বালানি দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১লা আগস্ট
(B) ১০ই আগস্ট
(C) ১১ই আগস্ট
(D) ৫ই আগস্ট
- প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে জৈব জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর ১০ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়।
- এই দিনটি স্যার রুডলফ ডিজেলের গবেষণা পরীক্ষাকেও সম্মান করে যিনি ১৮৯৩ সালে চিনাবাদাম তেল দিয়ে একটি ইঞ্জিন চালিয়েছিলেন।
- পেট্রোলিয়াম মন্ত্রক কর্তৃক বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হচ্ছে
৬. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘হেরিটেজ ওয়াল অফ ফেম’-এ স্থান পাওয়া প্রথম ভারতীয় মনোবিজ্ঞানী কে হলেন?
(A) রামাধর সিং
(B) বিপুল রাস্তোগী
(C) কামনা ছিব্বর
(D) সুবিন ভাজায়ি
- আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামাধর সিং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সোসাইটি ফর পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’ (SPSP)-এর ‘হেরিটেজ ওয়াল অফ ফেম’-এ স্থান পেয়েছেন।
- তিনি ভারতের একমাত্র সামাজিক মনোবিজ্ঞানী, যিনি এই সম্মান পেয়েছেন।
৭. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) নলিন নেগি
(B) ইনডারমিট গিল
(C) আশীষকুমার চৌহান
(D) প্রমোদ কুমার
- পাওয়ার গ্রিড কর্পোরেশন ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর গুরগাঁও-তে।
- এটি মূলত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে বাল্ক পাওয়ার ট্রান্সমিশনের সাথে নিযুক্ত।
৮. প্রদীপ পটবর্ধন সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) অভিনেতা
(B) ডাক্তার
(C) আইনজীবী
(D) ক্লাসিক্যাল ড্যান্সার
- প্রবীণ মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন সম্পত্তি প্রয়াত হলেন।
- অভিনেতা অনুরাগ কাশ্যপের ‘বোম্বে ভেলভেট’ সহ অনেক বলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি।
- প্রদীপ পটবর্ধন থিয়েটারে তার কাজের জন্য সুপরিচিত ছিলেন, ‘মরুচি মাভাশি’ তার সবচেয়ে জনপ্রিয় নাটক।
৯. সম্প্রতি কে বিহারের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
(A) তেজস্বী যাদব
(B) উদয় মন্ডল
(C) নন্দ কিশোর যাদব
(D) নীতিশ কুমার
- বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার BJP এর সাথে তার জোট শেষ করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।
- এর পর আবার ১০ই আগস্ট ২০২২ এ জনতা দলের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।
- এর পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন তেজস্বী কুমার।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here