Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি11th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন বইটি ২০২২ সালের ‘International Booker Prize’-এর জন্য দীর্ঘ তালিকাভুক্ত হয়েছে?

(A) The Angels of Kailash
(B) Tomb of Sand
(C) Naoroji: Pioneer of Indian Nationalism
(D) Raj Kapoor: The Master at Work

[spoiler title=”উত্তর : “] (B) Tomb of Sand

  • গীতাঞ্জলি শ্রীর অনুদিত হিন্দি উপন্যাস Tomb of Sand-কে আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২২-এর জন্য দীর্ঘ তালিকাভুক্ত করা হয়েছে৷
  • এটি অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল।
  • এটি একটি ৮০ বছর বয়সী মহিলার গল্প বর্ণনা করে যে তার স্বামীর মৃত্যুর পর হতাশ হয়ে পড়ে।
  • এই প্রথম কোনো হিন্দি উপন্যাসের অনূদিত লেখা পুরস্কারের জন্য দীর্ঘ তালিকাভুক্ত হয়েছে। (হিন্দি নাম “রেট সমাধি”)
[/spoiler]

২. কোন শহরে, ১০ই মার্চ ২০২২-এ “Diet and Nutrition in Unani Medicine for Good Health and Well-Being” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

(A) চণ্ডীগড়
(B) মুম্বাই
(C) শ্রীনগর
(D) গুরুগ্রাম

[spoiler title=”উত্তর : “] (C) শ্রীনগর

  • আয়ুষ ও বন্দর, নৌপরিবহন এবং জলপথের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ১০ই মার্চ 2022-এ শ্রীনগরে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছিলেন।
  • তিনি ঘোষণা করেন যে ইউনানী মেডিসিনের আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউটকে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
  • অধিবেশনে দুটি ইউনানী E-book প্রকাশিত হয়।
[/spoiler]

৩. নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ‘Role of Labour in India’s Development’ নামক একটি বই লঞ্চ করেছেন?

(A) পীযূষ গয়াল
(B) ভুপেন্দ্র যাদব
(C) নিতিন গদাকারি
(D) নারায়ণ রানে

[spoiler title=”উত্তর : “] (B) ভুপেন্দ্র যাদব

  • কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৯ই মার্চ ২০২২ বইটি লঞ্চ করেছেন।
  • এতে ভারতের উন্নয়ন যাত্রায় শ্রমিকদের অবদানের বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের লেখা ১২টি নিবন্ধ রয়েছে।
  • ভি ভি গিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউট এই বইটি প্রকাশ করেছে।
[/spoiler]

৪. কোন রেলওয়ে জোন সম্প্রতি প্রথম ‘গতি শক্তি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল’ চালু করেছে?

(A) পূর্ব রেল
(B) কঙ্কন রেলওয়ে
(C) পূর্ব মধ্য রেলওয়ে
(D) কেন্দ্রীয় রেলওয়ে

[spoiler title=”উত্তর : “] (A) পূর্ব রেল

  • পূর্ব রেলের আসানসোল বিভাগ ঝাড়খণ্ডের থাপারনগরে মাইথান পাওয়ার লিমিটেডের ব্যক্তিগত সাইডিং সফলভাবে চালু করেছে।
  • ২০২১ সালের ডিসেম্বরে GCT পলিসি প্রকাশের পর থেকে ভারতীয় রেলে এই ধরনের প্রথম গতি শক্তি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল চালু হয়েছে।
  • মাইথন পাওয়ার প্রকল্পটি ২০০৯ সালে শুরু হয়েছিল এবং ২০১১ সালে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল।
[/spoiler]

৫. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি ‘ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি’ (NFRA)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রামেশ্বর সিং
(B) অজয় ভূষণ পান্ডে
(C) মনীশ জৈন
(D) সুদীপ গুপ্ত

[spoiler title=”উত্তর : “] (B) অজয় ভূষণ পান্ডে

  • এই নিয়োগ ৩ বছরের জন্য করা হয়েছে।
  • রাজস্ব সচিব হওয়ার আগে, তিনি ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)-এর চিফ এক্সেকিউটিভে ছিলেন।
[/spoiler]

৬. কে সম্প্রতি বেলগ্রেড ইনডোর মিটিং-এ ৬.১৯-মিটার ক্লিয়ারেন্সের সাথে তার নিজের world pole vault record ভেঙেছে?

(A) ক্রিস নিলসেন
(B) কার্স্টেন ওয়ারহোম
(C) মন্ডো ডুপ্ল্যান্টিস
(D) রেনাউড লাভিলনি

[spoiler title=”উত্তর : “] (C) মন্ডো ডুপ্ল্যান্টিস

  • অলিম্পিক চ্যাম্পিয়ন মন্ডো ডুপ্ল্যান্টিস বেলগ্রেড ইনডোর মিটিং-এ ৬.১৯-মিটার ক্লিয়ারেন্সের সাথে তার নিজের World Pole Vault রেকর্ড ভেঙেছেন।
  • ডুপ্লান্টিস গ্লাসগোতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৬.১৮ মিটারের রেকর্ড তৈরি করেছিলেন।
[/spoiler]

৭. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি মহিলা বিশ্বকাপে প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার লিন ফুলস্টনের সমান উইকেট নিয়ে (৩৯টি) মহিলা বিশ্বকাপের যৌথ-সর্বোচ্চ উইকেট গ্রহণকারী হয়ে উঠলেন?

(A) ঝুলন গোস্বামী
(B) ইয়াস্তিকা ভাটিয়া
(C) দীপ্তি শর্মা
(D) হরমনপ্রীত কৌর

[spoiler title=”উত্তর : “] (A) ঝুলন গোস্বামী
১০ই মার্চ ২০২২ তারিখে নিউজিলান্ডের সাথে ম্যাচ এ ঝুলন গোস্বামী ৫০ তম ওভারে উইকেট কিপার কেটি মার্টিনকে আউট আউট করে এই কর্তৃত্ব অর্জন করেছেন। [/spoiler]

৮. ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার নিচের কোন ব্যাঙ্কের সাথে ১২৫ মিলিয়ন ডলারের ঋণের চুক্তি করেছে?

(A) AIIB
(B) ADB
(C) World Bank
(D) NDB

[spoiler title=”উত্তর : “] (C) World Bank

  • এই ঋণ পশ্চিমবঙ্গে দরিদ্র এবং দুর্বল গোষ্ঠীগুলিকে সামাজিক সুরক্ষা পরিষেবাগুলি গ্রহণ করতে সহায়তা করার প্রচেষ্টাকে সমর্থন করবে।
  • পশ্চিমবঙ্গ ৪০০ টিরও বেশি প্রোগ্রাম পরিচালনা করে যা সামাজিক সহায়তা, যত্ন পরিষেবা এবং চাকরি প্রদান করে।
  • এই পরিষেবাগুলির বেশিরভাগই জয় বাংলা নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হয়।
[/spoiler]

৯. SpaceX ৯ই মার্চ ২০২২-এ সফলভাবে কক্ষপথে কয়টি নতুন স্টারলিঙ্ক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?

(A) ৪৬
(B) ৪৯
(C) ৪৮
(D) ৪৭

[spoiler title=”উত্তর : “] (C) ৪৮

  • স্যাটেলাইটের নতুন ব্যাচ দুটি পর্যায়ের ‘Falcon 9’ রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল।
  • Starlink হল ব্রডব্যান্ড স্যাটেলাইটের বিশাল সমারহ যা SpaceX পৃথিবীর নিম্ন কক্ষপথে একত্রিত করছে।
[/spoiler]

১০. কে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) Kim Chong-in
(B) Hong Joon-pyo
(C) Lee Jae-myung
(D) Yoon Suk Yeol

[spoiler title=”উত্তর : “] (B) Hong Joon-pyo

  • ইউন সুক ইওল ৯ই মার্চ ২০২২-এ অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন।
  • তিনি ২০২২ সালের মে মাস থেকে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হবেন।
  • তিনি মুন জায়ে-ইনের (Moon Jae-in) স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৭ সাল থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button