2nd June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
2nd June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২শরা জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ‘ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার’ (NIC) এর মহাপরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রমন শর্মা
(B) রাজেশ গেরা
(C) অঞ্জলি উপাধ্যায়
(D) কমল সিং
- প্রবীণ বিজ্ঞানী রাজেশ গেরাকে ৩১শে মে, ২০২২-এ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)-এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- NIC ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে, ১৯৭৬ সালে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে প্রযুক্তি-চালিত সমাধান প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
২. কোন দেশ সম্প্রতি ‘IBSA জুডো গ্র্যান্ড প্রিক্স’-এ তার প্রথম পদক জিতেছে?
(A) মঙ্গোলিয়া
(B) চীন
(C) জাপান
(D) ভারত
- কাজাখস্তানের নুর সুলতানে অনুষ্ঠিত IBSA জুডো গ্র্যান্ড প্রিক্সে ভারত তার প্রথম পদক জিতেছে।
- ভারতীয় Blind and Para Judo Association-এর জুদো খেলোয়াড় কপিল পারমার এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।
৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ভৌত স্ট্যাম্প পেপার বাতিল করে ২রা জুন থেকে ‘e-stamp’ সুবিধা চালু করেছে?
(A) হরিয়ানা
(B) কেরালা
(C) উত্তরাখণ্ড
(D) পাঞ্জাব
- পাঞ্জাব সরকার ২রা জুন থেকে সরকারি কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে ভৌত স্ট্যাম্প পেপারগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
- আগে ই-স্ট্যাম্পিং সুবিধা শুধুমাত্র ২০,০০০ টাকার বেশি মূল্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
- সরকার ১টাকা থেকে শুরু করে সব মূল্যের স্ট্যাম্প পেপারে এই ই-স্টাম্পিং সুবিধা চালু করেছে।
৪. কোন ভারতীয় শেফকে সম্প্রতি ‘Gazette Review’ দ্বারা বিশ্বের শীর্ষ ১০ গ্লোবাল শেফের মধ্যে স্থান দেওয়া হয়েছে?
(A) ভিকি রত্নানি
(B) বিকাশ খান্না
(C) পঙ্কজ ভাদৌরিয়া
(D) সঞ্জীব কাপুর
- মিশেলিন তারকা সেলিব্রেটি শেফ বিকাশ খান্নাকে ‘গ্যাজেট রিভিউ’ দ্বারা বিশ্বের শীর্ষ ১০ গ্লোবাল শেফের মধ্যে স্থান দেওয়া হয়েছে, তিনিই একমাত্র ভারতীয় শেফ যিনি এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন।
- তিনি এই তালিকায় ৬তম স্থানে রয়েছেন।
- ব্রিটিশ শেফ গর্ডন রামসে এই তালিকার শীর্ষে রয়েছে।
৫. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্প্রতি কাকে মরণোত্তর কীর্তি চক্র পুরস্কারে ভূষিত করেছেন?
(A) আলতাফ হোসেন ভাট
(B) রামধন চৌধুরী
(C) গৌরব গোর্খা
(D) সতীশ সিং
- রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, ৩১শে মে ২০২২-এ, নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে Defence Investiture Ceremony (পর্যায় -২)-চলার সময় একটি কীর্তি চক্র এবং ১৪টি শৌর্য চক্র পুরস্কার প্রদান করেন।
- আলতাফ হুসেন ভাট জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল।
- এছাড়াও তিনি বিশিষ্ট সেবার জন্য ১৩টি পরম বিশেষ সেবা পদক এবং ২৯টি অতি বিশেষ সেবা পদক প্রদান করেছন একই দিনে।
৬. কোন রাজ্যে প্রথম ড্রোনের মাধ্যমে পার্সেল ডেলিভার করলো India Post?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) রাজস্থান
- দেশে প্রথমবারের মতো, ভারতীয় ডাক বিভাগ গুজরাটের কচ্ছ জেলায় পাইলট প্রকল্পের অংশ হিসাবে একটি ড্রোন ব্যবহার করে ডেলিভারি সম্পন্ন করেছে।
- ডাক বিভাগের কর্মকর্তাদের মতে, ড্রোনটি ২৫ মিনিটে ৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
৭. সম্প্রতি কাকে কর্ণাটকের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) গৌরব সচদেবা
(B) প্রমোদ পারমার
(C) মোহিত দাহিয়া
(D) বন্দিতা শর্মা
তিনি পি রবি কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন।
- বন্দিতা শর্মা ৩১শে মে কর্ণাটকের ৩৯তম চিফ সেক্রেটারি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি পি রবি কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন।
কর্ণাটক :
- মুখ্যমন্ত্রী : বাসভরাজ বোমাই
- রাজ্যপাল : থাওয়ার চাঁদ গেহলত
- রাজধানী : বেঙ্গালুরু
৮. BCAS এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
(A) জুলফিকার হাসান
(B) যোগেশ্বর দত্ত
(C) সাতেন্দর মালিক
(D) বীরেন্দ্র রায়
- তিনি বর্তমানে দিল্লিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) বিশেষ মহাপরিচালক (DG) হিসাবে দায়িত্ব পালন করছেন।
- তিনি নাসির কামালের স্থলাভিষিক্ত হবেন।
- BCAS এর পুরো নাম Bureau of Civil Aviation সিকিউরিটি।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here