Uncategorized
KK জীবনী – Biography of KK :

বন্ধুরা, সকলেই দুঃসংবাদ পেয়েছো, আমাদের সকলের প্রিয় প্রখ্যাত গায়ক KK এর অকাল প্রয়াণের। আজ দেখে নেব তাঁর জীবনী।
Table of Contents
প্রাথমিক জীবন :
- জন্ম : ১৯৬৮ সালের ২৩শে আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন।
- আসল নাম : কৃষ্ণকুমার কুন্নথ।
- বাবা ও মা : তাঁর পিতার নাম সি. এস. মেনন এবং মাতা কুন্নথ কনকবল্লি।
- শিক্ষা : দিল্লির মাউন্ট সেন্ট ম্যারিস স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি। দিল্লির কিরোরি মাল কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
- স্ত্রী : জ্যোতি কৃষ্ণ
- সন্তান : নকুল কৃষ্ণ ও তামারা
কর্মজীবন :
- কিরোরি মাল কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর একটি হোটেলের হোটেল মারকেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ শুরু করেন তিনি।
- পরে ১৯৯৪ সালে চলে আসেন মুম্বাই। এখানে UTV প্রথম তাকে Santogen Suiting বিজ্ঞাপনের জন্য একটি জিঙ্গেল গাওয়ার জন্য হায়ার করেছিল।
দেখে নিতে পারো সেই বিজ্ঞাপন – - চার বছরের ব্যবধানে, তিনি ১১টি ভাষায় ৩,৫০০টিরও বেশি বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছিলেন।
- তিনি বলিউডে প্রবেশ করেন তার প্রথম গান “তড়প তড়প কে ইস দিলসে”-এর সাথে।
এই সেই গান – - তিনি বিখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমার ও সংগীত পরিচালক রাহুল দেব বর্মনের দ্বারা ব্যাপক ভাবে প্রভাবিত ছিলেন। এবং আন্তর্জাতিক স্তরে মাইকেল জ্যাকসন, বিলি জোয়েল, ব্রায়ান অ্যাডামস দ্বারা প্রভাবিত ছিলেন।
- KK এর গাওয়া শেষ গান ছিল “83” সিনেমার “ইয়ে হউসলে”।
পুরস্কার ও সম্মান :
- ২০১২ সালে মালয়ালম ভাষায় Eenam-Swaralaya Singer Of The Year Award এর প্রাপক।
- Tamil – Hub Awards 2010-এ সেরা প্লেব্যাক গায়ক।
- স্ক্রিন অ্যাওয়ার্ড – ২০০৯ এ শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক “খুদা জানে” গানের জন্য।
- এছাড়াও অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
মৃত্যু :
- ৩১শে মে ২০২২ এ কলকাতার গুরুদাস কলেজের কলেজ ফেস্ট উপলক্ষে নজরুল মঞ্চে একটি কন্সার্টের পর অসুস্থ হয়ে মারা যানা আমাদের প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (KK)।
- ৫৩ বছর বয়সে চলে যান না ফেরার দেশে, আমাদের মনে শুধু সেই গানগুলির স্মৃতিটুকু রেখে।
To check our latest Posts - Click Here