Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য সরকার বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ মোকাবেলা করার জন্য সম্প্রতি একটি নতুন অ্যাপ ‘AAYU’ চালু করেছে?

(A) মহারাষ্ট্র
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) গুজরাট

উত্তর :
(C) কর্ণাটক

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ২৯শে মে ২০২২-এ যোগ এবং ধ্যানের মাধ্যমে দীর্ঘস্থায়ী রোগ এবং জীবনযাত্রার ব্যাধিগুলিকে নিরাময় করার উদ্দেশ্যে একটি নতুন অ্যাপ ‘AAYU’ চালু করেছেন।
  • স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা (S-VYASA) দ্বারা তৈরি করা হয়েছে।

২. কোন রাজ্য সম্প্রতি ১২ তম হকি ইন্ডিয়া জুনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে?

(A) উত্তর প্রদেশ
(B) কেরালা
(C) হরিয়ানা
(D) ওড়িশা

উত্তর :
(A) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ হকি, ২৯শে মে ২০২২-এ, ফাইনালে চণ্ডীগড়কে (২-০) পরাজিত করে ১২তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে।
  • ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় তামিলনাড়ুর কোভিলপট্টিতে।
  • উত্তরপ্রদেশ ২০২১ সালে ১১ তম হকি ইন্ডিয়া জুনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জিতেছিল।

৩. সম্প্রতি কোন সুপার কম্পিউটার বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসাবে প্রমাণিত হয়েছে?

(A) Frontier
(B) George-I
(C) Charlie-II
(D) Fugaku

উত্তর :
(A) Frontier

  • আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা নির্মিত সুপার কম্পিউটার, Frontier, জাপানের ‘ফুগাকু’-কে ছাড়িয়ে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারে পরিণত হয়েছে।
  • FRONTIER ‘US ডিপার্টমেন্ট অফ এনার্জি’-এর ‘Oak Ridge National Laboratory’-এর জন্য তৈরি করা হয়েছে।

৪. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ২৯শে মে ২০২২-এ ‘মোনাকো গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে?

(A) কার্লোস সেঞ্জ জুনিয়র
(B) সার্জিও পেরেজ
(C) ম্যাক্স ভার্স্টাপেন
(D) চার্লস লেক্লার্ক

উত্তর :
(B) সার্জিও পেরেজ

  • রেড বুলের রেসিং ড্রাইভার সার্জিও পেরেজ ২৯শে মে ২০২২-এ মোনাকো গ্র্যান্ড প্রিক্স জিতেছে।
  • প্রতিযোগিতাটি ইউরোপের মোনাকোর সার্কিট ডি মোনাকোতে অনুষ্ঠিত হয়েছিল।
  • এই জয়ের সাথে, সার্জিও পেরেজ মোনাকো গ্র্যান্ড প্রিক্স জয়ী প্রথম মেক্সিকান উঠেছেন।

৫. ISSF বিশ্বকাপ ২০২২-এ কোন দেশের মহিলা শ্যুটিং দল সম্প্রতি ১০ মিটার এয়ার রাইফেলের মহিলা দলের ইভেন্টে স্বর্ণপদক জিতেছে?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) ভারত
(D) থাইল্যান্ড

উত্তর :
(C) ভারত

  • ভারতীয় মহিলা শ্যুটিং দল ৩১শে মে ২০২২-এ বাকুতে ISSF বিশ্বকাপ ২০২২-এ ১০ মিটার এয়ার রাইফেল মহিলা দলের ইভেন্টে ভারতের জন্য একটি স্বর্ণপদক জিতেছে।
  • ভারতীয় দলে রয়েছেন ইলাভেনিল ভালারিভান, শ্রেয়া আগরওয়াল এবং রমিতা।
  • বাকুতে চলমান ISSF বিশ্বকাপে এটি ছিল ভারতের প্রথম পদক। ফাইনাল ম্যাচে ভারত ডেনমার্ককে ১৭-৫-এ হারিয়েছে।

৬. প্রয়াত হলেন প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (KK); কলকাতার কোন কলেজ ফেস্টের কন্সার্টের পর তিনি অসুস্থ হয়ে মারা যান?

(A) St. Xavier’s College
(B) প্রেসিডেন্সি কলেজ
(C) গুরুদাস কলেজ
(D) বিধাননগর কলেজ

উত্তর :
(C) গুরুদাস কলেজ

  • প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ৩১শে মে ২০২২ এ কলকাতার নজরুল মঞ্চে একটি কন্সার্টের পর অসুস্থ হয়ে মারা যা।
  • পুরো কর্মজীবনে তিনি মোট ৫০০টিরও বেশি গান গেয়েছেন; এবং বাংলা,তেলেগু ও অন্যান্য ভাষায় প্রায় ২০০টির বেশি গান গেয়েছেন।

৭. FIH ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২২-এ ভারতীয় পুরুষ হকি দলের বর্তমান র‍্যাঙ্ক কত?

(A) পঞ্চম
(B) চতুর্থ
(C) সপ্তম
(D) ষষ্ঠম

উত্তর :
(B) চতুর্থ

  • ভারতীয় পুরুষ হকি দল FIH ওয়ার্ল্ড হকি র‍্যাঙ্কিং ২০২২-এ চতুর্থ স্থানে নেমে এসেছে৷
  • অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে, বেলজিয়াম দ্বিতীয় স্থানে এবং নেদারল্যান্ডস তৃতীয় স্থান থেকে ভারতকে প্রতিস্থাপিত করেছে ৷
  • বিশ্বব্যাপী ভারতীয় মহিলা হকি দলের র‍্যাঙ্কিং ষষ্ঠম।

৮. বিশ্ব দুগ্ধ দিবস প্রতিবছর কবে পালন করা হয়?

(A) ২৯শে মে
(B) ৩০শে মে
(C) ৩১শে মে
(D) ১লা জুন

উত্তর :
(D) ১লা জুন

  • দুধের তাৎপর্য এবং এটি একটি স্বাস্থ্যকর খাদ্য হিসাবে এর গুরুত্ব প্রচারের জন্য এই দিনটি পালিত হয়।
  • দুগ্ধ দিবস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা গৃহীত হয়েছিল এবং তখন থেকে বিশ্ব দুধ দিবসটি দুধ ও দুগ্ধজাত পণ্যের উপকারিতা প্রচার ও প্রচারণার মাধ্যমে পালিত হচ্ছে।

৯. Asia Cup Hockey 2022 এ পুরুষদের ইভেন্টে কোন দল সম্প্রতি ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) জাপান
(B) ভারত
(C) মালয়েশিয়া
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(B) ভারত

  • ভারতীয় পুরুষ হকি দল ২০২২ সালের ockey Asia Cup-এ তৃতীয় স্থানের ম্যাচে জাপানকে ১-০ গোলে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button