Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের মধ্যে কে সম্প্রতি খেলো ইউনিভার্সিটি গেমস ২০২১ এ প্রথম সোনা জিতেছে?

(A) শিব শ্রীধর
(B) কোমল কোহার
(C) বিজয় কুমার
(D) প্রদীপ সিং

[spoiler title=”উত্তর : “] (B) কোমল কোহার

  • মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের কোমল কোহর খেলো ইউনিভার্সিটি গেমস ২০২১-এর প্রথম সোনা জিতেছেন।
  • ৪৫ কেজি শ্রেণির ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেছেন ।
[/spoiler]

২. সম্প্রতি কোন টানেল ‘ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস’ (IBC)-দ্বারা ‘সেরা পরিকাঠামো প্রকল্প’ পুরস্কার পেয়েছে?

(A) পীর পাঞ্জাল রেলওয়ে টানেল
(B) শ্যামা প্রসাদ মুখার্জি টানেল
(C) অটল টানেল
(D) পাতালপানি রেল টানেল

[spoiler title=”উত্তর : “] (C) অটল টানেল

  • হিমাচল প্রদেশের রোহটাং-তে নির্মিত অটল টানেল ২৮শে এপ্রিল ২০২২-এ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস (IBC) দ্বারা ‘Best Infrastructure Project’ পুরস্কার পেয়েছে।
  • নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে নির্মিত টানেলটি ৩ অক্টোবর, ২০২০-তে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
[/spoiler]

৩. বিখ্যাত এলভেরা ব্রিটো সম্প্রতি মারা গেছেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) হকি
(B) ফুটবল
(C) ক্রিকেট
(D) ব্যাডমিন্টন

[spoiler title=”উত্তর : “] (A) হকি

  • প্রাক্তন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এলভেরা ব্রিটো সম্প্রতি মারা যান।
  • তিনি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জাপানের বিপক্ষে ভারতের হকি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
  • ১৯৬৫ সালে তিনি দ্বিতীয় মহিলা হকি খেলোয়াড় হিসাবে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
[/spoiler]

৪. কে সম্প্রতি Indifi Technologies এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন হয়েছে?

(A) এলভি বৈদ্যনাথন
(B) পমিলা জসপাল
(C) রজনীশ কুমার
(D) সুমন কে বেরি

[spoiler title=”উত্তর : “] (C) রজনীশ কুমার

  • তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) প্রাক্তন চেয়ারম্যান ৷
[/spoiler]

৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যে সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

(A) গুজরাট
(B) নাগাল্যান্ড
(C) ত্রিপুরা
(D) আসাম

[spoiler title=”উত্তর : “] (D) আসাম

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮শে এপ্রিল, ২০২২-এ ডিব্রুগড়ে একটি অনুষ্ঠানে আসামের সাতটি ক্যান্সার হাসপাতাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।
  • হাসপাতালগুলি ডিব্রুগড়, কোকরাঝার, বারপেটা, দাররাং, তেজপুর, লখিমপুর এবং জোড়হাটে নির্মিত হবে।
[/spoiler]

৬. কোন দেশ তার নৌ ঘাঁটি রক্ষার জন্য ডলফিনের সেনাবাহিনী মোতায়েন করেছে বলে অভিযোগ করা হয়েছে?

(A) রাশিয়া
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ কোরিয়া
(D) উত্তর কোরিয়া

[spoiler title=”উত্তর : “] (A) রাশিয়া

  • রাশিয়া কৃষ্ণ সাগরে (Black Sea) তার নৌঘাঁটি (naval base) রক্ষার জন্য ডলফিনের একটি বাহিনী মোতায়েন করেছে বলে জানা গেছে।
[/spoiler]

৭. কোন শহর ‘গ্লোবাল পাটিদার বিজনেস সামিট ২০২২’ হোস্ট করছে?

(A) সুরাট
(B) জামনগর
(C) রাজকোট
(D) আহমেদাবাদ

[spoiler title=”উত্তর : “] (A) সুরাট

  • গুজরাটের সুরাটে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল পাটিদার বিজনেস সামিট।
  • প্রতি দুই বছর অন্তর তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
  • প্রথম দুটি শীর্ষ সম্মেলন ২০১৮ এবং ২০২০ সালে গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল এবং বর্তমান শীর্ষ সম্মেলনটি এখন সুরাটে অনুষ্ঠিত হচ্ছে।
[/spoiler]

৮. IPL এ ১৫০ উইকেট নেওয়া প্রথম বিদেশী স্পিনার কে হলেন?

(A) সুনীল নারিন
(B) অ্যাডাম জাম্পা
(C) রশিদ খান
(D) গ্লেন ম্যাক্সওয়েল

[spoiler title=”উত্তর : “] (A) সুনীল নারিন

  • কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম বিদেশী স্পিনার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
  • দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
  • সামগ্রিকভাবে, IPL এ ১৫০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি ৮ম স্থানে রয়েছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button