Daily Current Affairs in BengaliCurrent Affairs

23th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন বিমানবন্দরটি সম্পূর্ণরূপে জলশক্তি এবং সৌর শক্তিতে চালিত ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে?

(A) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ
(B) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরু
(C) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি
(D) সিএসএম আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই

উত্তর :
(C) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি

  • দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০২২ সালের জুন থেকে সম্পূর্ণরূপে হাইড্রো এবং সৌর শক্তিতে চালিত দেশের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে।
  • ২০৩০ সালের মধ্যে বিমানবন্দরটি ‘নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট’ হয়ে উঠবে।
  • ২০১৫ সালে, কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরটি সৌর শক্তি চালিত বিশ্বের প্রথম বিমানবন্দর হয়ে ওঠে।

২. কোন কোম্পানি সম্প্রতি একটি ইনডোর সোলার কুকিং সিস্টেম – ‘Surya Nutan’ তৈরি করেছে?

(A) Waaree Energies Ltd
(B) Indian Oil Corporation Limited
(C) Loom Solar Pvt. Ltd
(D) Microtek Solar Solutions

উত্তর :
(B) Indian Oil Corporation Limited

  • অন্যান্য সোলার কুকারের মতো এটিকে বাইরে রৌদ্রের সংস্পর্শে রাখার কোনো প্রয়োজন নেই। ঘরের ভেতরেও এতো কাজ করে।

৩. কোন দিনটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২৩শে জুন
(B) ২২শে জুন
(C) ১৮ই জুন
(D) ১৬ই জুন

উত্তর :
(A) ২৩শে জুন

  • প্রতি বছর ২৩শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়।
  • এটি ২৩শে জুন ১৮৯৪-এ ব্যারন পিয়েরে ডি কবার্টিন কর্তৃক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠার স্মরণে পালন করা হয়।
  • ২০২২ সালের থিম ‘Together, For a Peaceful World’।
  • দিনটি ‘বিশ্ব অলিম্পিক দিবস’ নামেও পরিচিত।
  • ১৯৪৮ সালের ২৩শে জুন প্রথম অলিম্পিক দিবস পালিত হয়।

৪. কোন দেশ সম্প্রতি দেশীয় ভাবে তৈরী রকেট ‘Nuri’ ব্যবহার করে প্রথম সফল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?

(A) জাপান
(B) ব্রাজিল
(C) দক্ষিণ কোরিয়া
(D) ফ্রান্স

উত্তর :
(C) দক্ষিণ কোরিয়া

  • দক্ষিণ কোরিয়া ২১শে জুন ২০২২-এ একটি অভ্যন্তরীণভাবে উন্নত রকেট ‘Nuri’ ব্যবহার করে প্রথম সফল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
  • Nuri রকেটটির ওজন ২০০ টন এবং এটি ৪৭.২ মিটার লম্বা।
  • উৎক্ষেপণটির মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বের ১০ তম দেশ হিসাবে মহাকাশে নিজস্ব প্রযুক্তিতে একটি স্যাটেলাইট স্থাপন করেছে।

৫. কোন দিনটিকে World Rainforest Day হিসেবে পালন করা হয়?

(A) ২০শে জুন
(B) ২২শে জুন
(C) ১৬ই জুন
(D) ৫ই জুন

উত্তর :
(B) ২২শে জুন

  • এটি রেইনফরেস্টের গুরুত্ব তুলে ধরা এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পালিত হয়।
  • ২০২২-এর থিম হল ‘The Time is Now’।
  • বিশ্ব রেইনফরেস্ট দিবস ২০১৭ সালে প্রথম পালিত হয়েছিল।

৬. কোন দেশে সম্প্রতি বিশ্বের বৃহত্তম মিঠে জলের মাছ পাওয়া গেছে?

(A) ফিলিপাইন
(B) কম্বোডিয়া
(C) লাওস
(D) মালয়েশিয়া

উত্তর :
(B) কম্বোডিয়া

  • কম্বোডিয়ার মেকং নদীতে ধরা পড়া একটি ৩০০ কেজি ওজনের একটি শঙ্কর মাছ এখন পর্যন্ত নথিভুক্ত বিশ্বের সবচেয়ে বড় মিঠা জলের মাছ।
  • মাছটি ৩.৯৮ মিটার লম্বা এবং ২.২ মিটার চওড়া।
  • এর আগের রেকর্ডে ছিল ২০০৫ সালে থাইল্যান্ডে ধরা পড়া ২৯৩ কেজি ওজনের বৃহৎ আকৃতির একটি মেকং ক্যাটফিশ।
  • কম্বোডিয়ার স্থানীয় ভাষায় স্টিংগ্রে মাছকে বলা হয় “বোরামি”, যার অর্থ পূর্ণিমা।

৭. “Gautam Adani: The Man Who Changed India” বইটির লেখক কে?

(A) আরএন ভাস্কর
(B) রত্নাকর শেঠি
(C) রিচা মিশ্র
(D) ডাঃ শ্রীরাম চাউলিয়া

উত্তর :
(A) আরএন ভাস্কর

  • আদানি গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা গৌতম আদানির জীবনীটি ২০২২ সালের অক্টোবরে প্রকাশিত হবে।
  • আর এন ভাস্কর “Game India: Seven strategies that could steer India to wealth” (2019) বইটিরও লেখক।

৮. ২৬তম ‘Commonwealth Heads of Government Meeting’ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

(A) রুয়ান্ডা
(B) দক্ষিন আফ্রিকা
(C) নাইজেরিয়া
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(A) রুয়ান্ডা

  • বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর ২২শে জুন ২০২২ থেকে রুয়ান্ডার কিগালিতে ২৬তম Commonwealth Heads of Government Meeting (CHOGM)-এ যোগ দিতে চার দিনের সফরে রয়েছেন৷
  • শীর্ষ সম্মেলনটির থিম হল – Delivering a Common Future: Connecting, Innovating, Transforming।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button