26th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিতে প্রতিবছর কার্গিল বিজয় দিবস পালন করা হয়?
(A) ২০শে জুলাই
(B) ২৬শে জুলাই
(C) ১১ই জুন
(D) ১৫ই ডিসেম্বর
- ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে পালন করার জন্য প্রতি বছর ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়।
- এই যুদ্ধের সময়, ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’-এর অংশ হিসাবে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে এবং টাইগার হিল এবং অন্যান্য পোস্টগুলি পুনরুদ্ধার করে।
২. কোন রাজ্যের জন্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) নিরাপদ পানীয় জল প্রকল্পে অর্থায়নের জন্য ৯৬.৩ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হিমাচল প্রদেশ
(D) ঝাড়খণ্ড
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) হিমাচল প্রদেশে নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন প্রকল্পের জন্য ৯৬.৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
- এই প্রকল্পটি ৭৫,৮০০টি পরিবারকে পরিষেবার সাথে সংযুক্ত করবে এবং ১০টি জেলার প্রায় ৩৭০,০০০ বাসিন্দাকে নিরবচ্ছিন্ন জল সরবরাহ করবে৷
৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি তার প্রথম Tour de France শিরোপা জিতলো?
(A) তাদেজ পোগাকার
(B) জোনাস ভিনগার্ড
(C) জেমস উইলিয়াম
(D) জন কার্লোস
- ডেনমার্কের জোনাস ভিনগেগার্ড ২৪শে জুলাই ২০২২-এ তার প্রথম ট্যুর ডি ফ্রান্স শিরোপা জিতলেন।
- দ্বিতীয় স্থানে রয়েছেন তাদেজ পোগাকার।
- এটি ছিল ট্যুর ডি ফ্রান্সের ১০৯তম সংস্করণ যা ডেনমার্কে ১লা জুলাই শুরু হয়েছিল এবং ২৪শে জুলাই প্যারিসে শেষ হয়েছিল।
৪. কোন রাজ্য সম্প্রতি North-East Space Application Centre এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) ত্রিপুরা
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) মেঘালয়
- ত্রিপুরা ২৫শে জুলাই ২০২২-এ কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগ দ্বারা পরিচালিত নর্থ-ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
- প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রারম্ভিক-সতর্কতা ব্যবস্থা সহ সম্পদ উদ্ধারের জন্য স্যাটেলাইট ম্যাপিংয়ের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
- আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের পরে ত্রিপুরা চতুর্থ উত্তর-পূর্ব রাজ্য হিসাবে এই চুক্তিটি স্বাক্ষর করেছে।
৫. Vodafone Idea নিম্নোক্তদের মধ্যে কাকে তার নতুন CEO হিসাবে উন্নীত করার ঘোষণা করেছে?
(A) রামা সুব্রামানিয়াম গান্ধী
(B) অলকেশ কুমার শর্মা
(C) অক্ষয় মুন্দ্রা
(D) পি উদয়কুমার
- Vodafone Idea ১৯শে আগস্ট, ২০২২ থেকে বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা অক্ষয় মুন্দ্রাকে তার নতুন CEO হিসাবে উন্নীত করার ঘোষণা করেছে।
- কোম্পানির বর্তমান MD ও CEO হলেন রবিন্দর তক্কর।
৬. ইউরোপীয় মেডিসিন এজেন্সি (EMA) সম্প্রতি কোন মাঙ্কিপক্স ভ্যাকসিনটি অনুমোদন করেছে?
(A) অ্যাডাসেল
(B) ইমভানেক্স
(C) মনভ্যাক্স
(D) নিউমোভ্যাক্স
- বিশ্বব্যাপী মানকিপক্সের কেস বেড়ে যাওয়ায় ভাইরাস থেকে প্রাপ্তবয়স্কদের রক্ষা করার জন্য এই ভ্যাকসিন তৈরী হয়েছে।
- এতদিন স্মলপক্সের ভ্যাকসিন ‘ব্যাভারিয়ান নর্ডিক’ মানকিপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছিলো।
৭. বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 তে আরোহণকারী প্রথম বাংলাদেশী কে হলেন?
(A) নিশাত মজুমদার
(B) ওয়াসিফা নাজরিন
(C) মালাবথ পূর্ণ
(D) শিবাঙ্গী পাঠক
- পর্বতারোহী ওয়াসিফা নাজরিন প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 আরোহন করলেন।
- তিনি ৮৬১১ মিটার বা ২৮,২৫১ ফুট উচ্চ K2 পর্বতশৃঙ্গে আরোহণ করেন এবং ২২শে জুলাই ২০২২-এ বেস ক্যাম্পে ফিরে আসেন।
- ওয়াসিফা নাজরিন ২০১২ সালে মাউন্ট এভারেস্টেও উঠেছিলেন।
- তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন।
৮. নিম্নোক্তদের মধ্যে কারা সম্প্রতি ‘মহানায়ক’ পুরস্কারে ভূষিত হলেন?
(A) সোহম ও নুসরাত
(B) শ্রাবন্তী ও সোহম
(C) জিৎ ও কোয়েল
(D) দেব ও শ্রাবন্তী
- মহানায়ক উত্তমকুমারের ৪২তম মৃত্যুবার্ষিকীর স্মরণে ২৪শে জুলাই ২০২২ এ সোহম ও নুসরাতকে ‘মহানায়ক’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
- এর পাশাপাশি ১৭ জনকে বঙ্গবিভূষণ ও ২০ জনকে বঙ্গভূষণও প্রদান করা হয়েছে একই দিনে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here