Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২৩ সালের জানুয়ারিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল’ (IISF) কোথায় অনুষ্ঠিত হবে?

(A) ভোপাল
(B) চেন্নাই
(C) আগ্রা
(D) পাটনা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভোপাল

  • ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) ২০২৩ সালের জানুয়ারিতে ভোপালে অনুষ্ঠিত হবে।
  • IISF হল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ভারতীর সহযোগিতায় আর্থ সায়েন্স মন্ত্রকের উদ্যোগ।
[/spoiler]

২. জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়?

(A) ১২ই ডিসেম্বর
(B) ১৫ই ডিসেম্বর
(C) ১৪ই ডিসেম্বর
(D) ১৩ই ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১৪ই ডিসেম্বর

  • জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ১৪ই ডিসেম্বর পালন করা হয়।
  • ১৯৯১ সাল থেকে বিদ্যুৎ মন্ত্রক এই দিনটি পালন করে আসছে।
  • এটির লক্ষ্য দৈনন্দিন জীবনে শক্তির প্রয়োজনীয়তা এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
[/spoiler]

৩. ভোপালে ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০-মিটার পিস্তল জুনিয়র মহিলাদের ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছে?

(A) সুকান্ত কদম
(B) চিরাগ শেঠি
(C) শিব থাপা
(D) মনু ভাকের

[spoiler title=’উত্তর ‘ ] (D) মনু ভাকের

  • মনু ভাকের ভোপালে ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০-মিটার পিস্তল জুনিয়র মহিলাদের ইভেন্টে স্বর্ণপদক জিতেছে নিয়েছেন।
  • ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ৬৫তম সংস্করণে হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করে, মনু ভাকের তেলেঙ্গানার এশা সিংকে পরাজিত করেছেন।
  • হিমাচল প্রদেশের অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী বিজয় কুমার পুরুষদের ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলে জাতীয় শিরোপা জিতেছেন।
[/spoiler]

৪. কোন দেশ “Standing with the Ukrainian People” নামক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে?

(A) জাপান
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) দক্ষিণ কোরিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) ফ্রান্স

  • এই ইভেন্টটি 47টি দেশের পাশাপাশি 22টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একত্র করবে।
  • রাশিয়ান বাহিনী ২৪শে ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেন আক্রমণ করেছিল।
[/spoiler]

৫. ভারতীয় অনূর্ধ্ব-১৮ মেয়েদের দল U18 Asia Rugby Sevens এ রৌপ্য পদক জিতেছে। কোন দেশে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল?

(A) পাকিস্তান
(B) নেপাল
(C) শ্রীলংকা
(D) ভুটান

[spoiler title=’উত্তর ‘ ] (B) নেপাল

  • ১১ই ডিসেম্বর ২০২২-এ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত U18 Asia Rugby Sevens-এ অনূর্ধ্ব-১৮ মেয়েদের দল রৌপ্য পদক জিতেছে।
  • এই ইভেন্টে অনূর্ধ্ব-১৮ ছেলেদের দল চতুর্থ স্থানে রয়েছে।
[/spoiler]

৬. নিচের কোন দলটি সম্প্রতি টেনিস প্রিমিয়ার লিগ ২০২২-এর চ্যাম্পিয়ন হয়েছে?

(A) পুনে জাগুয়ার
(B) পাঞ্জাব টাইগার্স
(C) মুম্বাই লিওন আর্মি
(D) হায়দ্রাবাদ স্ট্রাইকার্স

[spoiler title=’উত্তর ‘ ] (D) হায়দ্রাবাদ স্ট্রাইকার্স

  • হায়দ্রাবাদ স্ট্রাইকার্স ১২ই ডিসেম্বর ২০২২-এ টেনিস প্রিমিয়ার লিগ ২০২২ এর চ্যাম্পিয়ন হয়ে উঠেছে।
  • চতুর্থ TPL-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে।
  • হায়দ্রাবাদের জুটি এস. বালাজি এবং নিকি পুনাচা মুম্বাইয়ের আর. রামানাথন এবং জে. নেদুনচেঝিয়ানকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন৷
[/spoiler]

৭. কোন রাজ্য ভারতে তার নিজস্ব জলবায়ু পরিবর্তন মিশন চালু করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) হিমাচল প্রদেশ
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (B) তামিলনাড়ু

  • তামিলনাড়ুতে গত বছরের সেপ্টেম্বরে গ্রীন তামিলনাড়ু মিশন এবং এই বছরের আগস্টে তামিলনাড়ু জলাভূমি মিশন শুরু হয়েছে।
  • রাজধানী: চেন্নাই
  • রাজ্যপাল: আর. এন. রবি
  • মুখ্যমন্ত্রী: এম কে স্ট্যালিন
[/spoiler]

৮. কোন ক্রিকেটার ওয়ানডে ইনিংসে দ্রুততম ২০০ রান করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন?

(A) বিরাট কোহলি
(B) ইশান কিষাণ
(C) রোহিত শর্মা
(D) কে এল রাহুল

[spoiler title=’উত্তর ‘ ] (B) ইশান কিষাণ

  • তিনি ODI তে ডাবল সেঞ্চুরি রেকর্ড করা ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান এবং শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং বীরেন্দ্র শেবাগের পরে ভারতের চতুর্থ ব্যাটার হয়েছেন।
  • ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button