Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২৩ সালের জানুয়ারিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল’ (IISF) কোথায় অনুষ্ঠিত হবে?

(A) ভোপাল
(B) চেন্নাই
(C) আগ্রা
(D) পাটনা

উত্তর
(A) ভোপাল

  • ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) ২০২৩ সালের জানুয়ারিতে ভোপালে অনুষ্ঠিত হবে।
  • IISF হল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ভারতীর সহযোগিতায় আর্থ সায়েন্স মন্ত্রকের উদ্যোগ।

২. জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়?

(A) ১২ই ডিসেম্বর
(B) ১৫ই ডিসেম্বর
(C) ১৪ই ডিসেম্বর
(D) ১৩ই ডিসেম্বর

উত্তর
(C) ১৪ই ডিসেম্বর

  • জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ১৪ই ডিসেম্বর পালন করা হয়।
  • ১৯৯১ সাল থেকে বিদ্যুৎ মন্ত্রক এই দিনটি পালন করে আসছে।
  • এটির লক্ষ্য দৈনন্দিন জীবনে শক্তির প্রয়োজনীয়তা এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

৩. ভোপালে ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০-মিটার পিস্তল জুনিয়র মহিলাদের ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছে?

(A) সুকান্ত কদম
(B) চিরাগ শেঠি
(C) শিব থাপা
(D) মনু ভাকের

উত্তর
(D) মনু ভাকের

  • মনু ভাকের ভোপালে ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০-মিটার পিস্তল জুনিয়র মহিলাদের ইভেন্টে স্বর্ণপদক জিতেছে নিয়েছেন।
  • ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ৬৫তম সংস্করণে হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করে, মনু ভাকের তেলেঙ্গানার এশা সিংকে পরাজিত করেছেন।
  • হিমাচল প্রদেশের অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী বিজয় কুমার পুরুষদের ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলে জাতীয় শিরোপা জিতেছেন।

৪. কোন দেশ “Standing with the Ukrainian People” নামক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে?

(A) জাপান
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) দক্ষিণ কোরিয়া

উত্তর
(C) ফ্রান্স

  • এই ইভেন্টটি 47টি দেশের পাশাপাশি 22টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একত্র করবে।
  • রাশিয়ান বাহিনী ২৪শে ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেন আক্রমণ করেছিল।

৫. ভারতীয় অনূর্ধ্ব-১৮ মেয়েদের দল U18 Asia Rugby Sevens এ রৌপ্য পদক জিতেছে। কোন দেশে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল?

(A) পাকিস্তান
(B) নেপাল
(C) শ্রীলংকা
(D) ভুটান

উত্তর
(B) নেপাল

  • ১১ই ডিসেম্বর ২০২২-এ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত U18 Asia Rugby Sevens-এ অনূর্ধ্ব-১৮ মেয়েদের দল রৌপ্য পদক জিতেছে।
  • এই ইভেন্টে অনূর্ধ্ব-১৮ ছেলেদের দল চতুর্থ স্থানে রয়েছে।

৬. নিচের কোন দলটি সম্প্রতি টেনিস প্রিমিয়ার লিগ ২০২২-এর চ্যাম্পিয়ন হয়েছে?

(A) পুনে জাগুয়ার
(B) পাঞ্জাব টাইগার্স
(C) মুম্বাই লিওন আর্মি
(D) হায়দ্রাবাদ স্ট্রাইকার্স

উত্তর
(D) হায়দ্রাবাদ স্ট্রাইকার্স

  • হায়দ্রাবাদ স্ট্রাইকার্স ১২ই ডিসেম্বর ২০২২-এ টেনিস প্রিমিয়ার লিগ ২০২২ এর চ্যাম্পিয়ন হয়ে উঠেছে।
  • চতুর্থ TPL-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে।
  • হায়দ্রাবাদের জুটি এস. বালাজি এবং নিকি পুনাচা মুম্বাইয়ের আর. রামানাথন এবং জে. নেদুনচেঝিয়ানকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন৷

৭. কোন রাজ্য ভারতে তার নিজস্ব জলবায়ু পরিবর্তন মিশন চালু করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) হিমাচল প্রদেশ
(D) গুজরাট

উত্তর
(B) তামিলনাড়ু

  • তামিলনাড়ুতে গত বছরের সেপ্টেম্বরে গ্রীন তামিলনাড়ু মিশন এবং এই বছরের আগস্টে তামিলনাড়ু জলাভূমি মিশন শুরু হয়েছে।
  • রাজধানী: চেন্নাই
  • রাজ্যপাল: আর. এন. রবি
  • মুখ্যমন্ত্রী: এম কে স্ট্যালিন

৮. কোন ক্রিকেটার ওয়ানডে ইনিংসে দ্রুততম ২০০ রান করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন?

(A) বিরাট কোহলি
(B) ইশান কিষাণ
(C) রোহিত শর্মা
(D) কে এল রাহুল

উত্তর
(B) ইশান কিষাণ

  • তিনি ODI তে ডাবল সেঞ্চুরি রেকর্ড করা ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান এবং শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং বীরেন্দ্র শেবাগের পরে ভারতের চতুর্থ ব্যাটার হয়েছেন।
  • ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button