Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (15th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  14th November Current Affairs Quiz 2023 – Bengali


১. নিচের কোন ব্যক্তি জাকার্তায় আসিয়ান (ASEAN ) এর দশম প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলেছেন ?

(A) অনিল চৌহান
(B) জেনারেল মনোজ পান্ডে
(C) রাজনাথ সিং
(D) এস জয়শঙ্কর

উত্তর
(C) রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইন্দোনেশিয়ার জাকার্তায় দুই দিনের অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

২. নিচের কোন ব্যক্তিকে সোর্ড আর্ম (Sword Arm)-এর ফ্লিট কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

(A) রিয়ার অ্যাডমিরাল ভিনিত ম্যাককার্টি
(B) রিয়ার অ্যাডমিরাল সিআর প্রবীণ
(C) রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধনখার
(D) রিয়ার অ্যাডমিরাল গুরচরণ সিং

উত্তর
(B) রিয়ার অ্যাডমিরাল সিআর প্রবীণ
রিয়ার অ্যাডমিরাল সিআর প্রবীণকে সোর্ড আর্ম (Sword Arm)-এর ফ্লিট কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে

৩. ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ?

(A) নভেম্বর ১৩
(B) নভেম্বর ১৪
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৬

উত্তর
(C) নভেম্বর ১৫

  • ঝাড়খণ্ড রাজ্য প্রতি বছর ১৫ই নভেম্বর তার প্রতিষ্ঠা দিবস পালন করে।
  • দিনটি আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর সাথেও মিলে যায়।
  • এই দিন রাজ্যটি ২০০০ সালে বিহার থেকে আলাদা হয়েছিল এবং ভারতের ২৮তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

৪. গুজরাটি নববর্ষ ২৬শে অক্টোবর পালিত হয়। গুজরাটি নববর্ষ নিম্নলিখিত কোন নামেও পরিচিত ?

(A) গুরু পর্ব
(B) বেস্টু বর্ষ
(C) বৈশাখী
(D) পর্যুষণ

উত্তর
(B) বেস্টু বর্ষ

  • গুজরাটি নববর্ষ বেস্টু বর্ষ নামেও পরিচিত ।
  • এই শুভ দিনে, ব্যবসায়ীরা তাদের পুরোনো খাতা বন্ধ করে তাদের নতুন হিসাবের বই শুরু করে।
  • গুজরাটি সংস্কৃতিতে একে চোপরা (Chopda) বলা হয়।

৫. এয়ারগান আত্মসমর্পণ অভিযান (Airgun Surrender Abhiyan) উদ্যোগ নিম্নলিখিত উত্তর-পূর্ব রাজ্যগুলির কোনটির সাথে সম্পর্কিত?

(A) আসাম
(B) মণিপুর
(C) অরুণাচল প্রদেশ
(D) নাগাল্যান্ড

উত্তর
(C) অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশ সরকারের এয়ারগান আত্মসমর্পণ অভিযান উদ্যোগটি ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের সেরা সাফল্যের গল্প হিসাবে নির্বাচিত হয়েছে।

৬. ভারত কোন দেশ থেকে Igla-S নামক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) রাশিয়া
(D) ইজরায়েল

উত্তর
(C) রাশিয়া

  • ভারত রাশিয়ার কাছ থেকে Igla-S নামক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ।
  •  ইগ্লা হল একটি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (MANPADS) যা শত্রুর বিমান এবং হেলিকপ্টার নামাতে পারে।
  • ক্ষেপণাস্ত্রটির পাল্লা পাঁচ থেকে ছয় কিলোমিটার।

৭. NASA, ISRO কত দিন অন্তর অন্তর গ্লোব ম্যাপ করার জন্য যৌথ মহাকাশ মিশনের পরিকল্পনা করেছে ?

(A) ১০
(B) ১২
(C) ১৪
(D) ১৬

উত্তর
(B) ১২
NASA-ISRO একটি সিন্থেটিক অ্যাপারচার রাডার ২০২৪ সাল থেকে শুরু করতে চলেছে।
এটি প্রতি ১২ দিন অন্তর অন্তর বিশ্ব ম্যাপ করতে চলেছে।

৮. সম্প্রতি বিখ্যাত ব্যবসায়ী সুব্রত রায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন বিখ্যাত কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন?

(A) MRF টায়ার
(B) এশিয়ান পেইন্টস
(C) সাহারা ইন্ডিয়া পরিবার
(D) হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড

উত্তর
(C) সাহারা ইন্ডিয়া পরিবার

  • সহারা ইন্ডিয়ার স্রষ্টা সুব্রত রায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
  • দীর্ঘ দিন ধরেই ক্যানসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
  • গত ১২ই নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
  • সেখানেই ১৪ তারিখে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

৯. সম্প্রতি পিএম-কিসান ভাই (ভান্ডারান ইনসেনটিভ) স্কিম খবরে এসেছে। এর স্কিমের মূল উদ্দেশ্য কী?

(A) কৃষি পণ্যের দাম নির্ধারণে ব্যবসায়ীদের প্রভাব ভাঙা
(B) স্থানীয় APMC গুলিকে ক্ষমতায়িত করা
(C) ফসলের বীমা করানো
(D) কৃষিজমিতে অল্প খরচায় জল সরবরাহ করা

উত্তর
(A) কৃষি পণ্যের দাম নির্ধারণে ব্যবসায়ীদের প্রভাব ভাঙা
কৃষি পণ্যের দাম নির্ধারণে ব্যবসায়ীদের প্রভাব ভাঙতে ভারত সরকার ভান্ডারান ইনসেনটিভ স্কিম চালু করতে চলেছে ।

১০. মাউন্ট এভারেস্টের কাছে ২১,৫০০ ফুট থেকে স্কাইডাইভ করা প্রথম মহিলা হলেন –

(A) অরুণিমা সিনহা
(B) শীতল মহাজন
(C) বাচেন্দ্রী পাল
(D) মালাবথ পূর্ণা

উত্তর
(B) শীতল মহাজন

  • শীতল মহাজনের মুকুটে নয়া পালক। ৪১ বছর বয়সি শীতলই বিশ্বের প্রথম মহিলা, যিনি এভারেস্টের সামনে ২১,৫০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করলেন।
  •  নিজের স্কাইডাইভিং অ্যাকাডেমি আছে তাঁর।
  • ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। ২০১১ সালে পদ্মশ্রী পেয়েছেন তিনি।
  • ইতিমধ্যেই ১৮টি জাতীয় স্কাইডাইভিং রেকর্ড করে ফেলেছেন শীতল।
  • ৬টি আন্তর্জাতিক রেকর্ডও রয়েছে তাঁর নামে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button