Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (16th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  15th November Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন অটোমোবাইল প্রস্তুতকারক ভারতের প্রথম LNG চালিত ট্রাক চালু করেছে?

(A) টাটা
(B) মাহিন্দ্রা
(C) অশোক লেল্যান্ড
(D) মারুতি সুজুকি

[spoiler title=’উত্তর ‘ ] (C) অশোক লেল্যান্ড
অশোক লেল্যান্ড, তামিলনাড়ুর হোসুরে মহানগর গ্যাস লিমিটেডের কাছে ভারতের প্রথম LNGচালিত ট্রাক, AVTR 1922-এর প্রথম ব্যাচ বিতরণ করেছে। [/spoiler]

২. ২০২৩ সালে নবম ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) কোথায় অনুষ্ঠিত হবে?

(A) ফরিদাবাদ
(B) আহমেদাবাদ
(C) গুরগাঁও
(D) আগ্রা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ফরিদাবাদ
নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) হরিয়ানার ফরিদাবাদে ১৭ থেকে ২০শে জানুয়ারী, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। [/spoiler]

৩. ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা
ক্রিকেটার হলেন –

(A) সুলক্ষণ নায়েক
(B) ডায়ানা এডুলজি
(C) আনজুম চোপড়া
(D) রুমেলী ধর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ডায়ানা এডুলজি

  • ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ডায়ানা এডুলজি ‘হল অফ ফেমে’ স্থান পেয়েছেন।
  • ভারতের হয়ে মোট ৫৪টি ম্যাচে একশোর বেশি উইকেট সংগ্রহ করেন এডুলজি।
  • ২০টি টেস্ট ম্যাচে ৪০৪ রান করেন তিনি। তাঁর উইকেট সংখ্যা ৬৩টি। অন্যদিকে ৩৪টি ওয়ানডে থেকে ৪৬টি উইকেটের মালিক তিনি।
  • ওয়েস্টার্ন রেলওয়েজের প্রশাসক হিসেবে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের চাকরির সুযোগ-সুবিধাও করে দেন ডায়না এডুলজি।
[/spoiler]

৪. উত্তরপ্রদেশের চারবাগের পর নিচের কোন রেলওয়ে স্টেশনে নিজস্ব রেল কোচ রেস্তোরাঁ পেতে চলেছে ?

(A) বারাণসী
(B) আগ্রা
(C) গোমতী নগর
(D) মিরাট

[spoiler title=’উত্তর ‘ ] (C) গোমতী নগর
উত্তর প্রদেশের চারবাগের পর গোমতী নগর স্টেশন নিজস্ব রেল কোচ রেস্তোরাঁ পেতে চলেছে । [/spoiler]

৫. ২০২৩ সালে বিশ্ব দর্শন দিবস (World Philosophy Day) কোন দিনটিতে পালন করা হয়েছে ?

(A) নভেম্বর ১৫
(B) নভেম্বর ১৬
(C) নভেম্বর ১৭
(D) নভেম্বর ১৮

[spoiler title=’উত্তর ‘ ] (B) নভেম্বর ১৬

  • বিশ্ব দর্শন দিবস ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর নভেম্বর মাসের ৩য় বৃহস্পতিবার পালিত হয়।
  •  দিনটি সর্বপ্রথম ২১ নভেম্বর ২০০২ সালে উদযাপিত হয়েছিল।
  • ২০২৩ সালে এই দিনটি ১৬ই নভেম্বরে পালন করা হয়েছে ।
[/spoiler]

৬. কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস ( International Day for Tolerance) হিসেবে পালন করা হয়?

(A) নভেম্বর ১৬
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ১৮
(D) নভেম্বর ১৯

[spoiler title=’উত্তর ‘ ] (A) নভেম্বর ১৬

  • আন্তর্জাতিক সহনশীলতা দিবস হল অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ১৯৯৫ সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পালন দিবস ।
  • এটি ১৬ই নভেম্বর পালন করা হয় ।
[/spoiler]

৭. জাতীয় প্রেস দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১৩
(B) নভেম্বর ১৪
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৬

[spoiler title=’উত্তর ‘ ] (D) নভেম্বর ১৬

  • প্রতি বছর ১৬ই নভেম্বর ভারতে স্বাধীন ও দায়িত্ববান সংবাদমাধ্যমকে স্বীকৃতি জানানোর জাতীয় প্রেস দিবস বা জাতীয় সংবাদমাধ্যম দিবস বিশেষভাবে পালিত হয়।
  • এই দিনটিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ভূমিকার প্রতিও সম্মান জানানো হয়।
  • ভারতে প্রথম জাতীয় সংবাদমাধ্যম দিবস পালিত হয় ১৯৫৬ সালে।
  • সাংবাদিকতার নীতি সুরক্ষিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। তার ফলশ্রুতিতেই ১০ বছর পর গঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া।
[/spoiler]

৮. ভারতীয় সেনাবাহিনীর কোন কর্প সিকিমে বেইলি ব্রিজ নির্মাণ সম্পন্ন করেছে?

(A) চিনার কর্পস
(B) ত্রিশক্তি কর্পস
(C) নাগরোটা কর্পস
(D) কোনার্ক কর্পস

[spoiler title=’উত্তর ‘ ] (B) ত্রিশক্তি কর্পস

  • ত্রিশক্তি কর্পস ও বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্য়োগে এই রাস্তা ও ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
  • জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন এটা হল ভারতের দীর্ঘতম সিঙ্গেল স্প্যান বেইলি ব্রিজ।
  • সিকিমের রোডস ও ব্রিজ মন্ত্রী সমদূপ লেপচা এই ব্রিজের উদ্বোধন করেছেন।
[/spoiler]

৯. সম্প্রতি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছে কোন ক্রিকেটার ?

(A) শ্রেয়াস আয়ার
(B) রোহিত শর্মা
(C) শুবমান গিল
(D) বিরাট কোহলি

[spoiler title=’উত্তর ‘ ] (D) বিরাট কোহলি

  • শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন।
  • বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন।
  • শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।
[/spoiler]

১০. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন –

(A) হরভজন সিং
(B) মহম্মদ শামী
(C) রবিচন্দ্রন অশ্বিন
(D) জসপ্রীত বুমরাহ

[spoiler title=’উত্তর ‘ ] (B) মহম্মদ শামী

  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে দারুণ নজির গড়লেন মহম্মদ শামি। বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন তিনি।
  • এর আগে কোনও ভারতীয় বোলারের এই কৃতিত্ব নেই।
  • ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেন তিনি। আর তারপরেই এই রেকর্ড গড়েন শামি।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button