Daily Current Affairs in BengaliCurrent Affairs

18-19th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18-19th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮-১৯শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18-19th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 17th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের রক্তসে কার্পো এপ্রিকট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) মণিপুর
(C) লাদাখ
(D) সিকিম

উত্তর
(C) লাদাখ

  • লাদাখের রক্তসে কার্পো এপ্রিকটকে তার প্রথম GI ট্যাগ পেয়েছে।
  • GI ট্যাগ তালিকায় সম্প্রতি নিবন্ধিত নয়টি আইটেমের মধ্যে Raktsey Karpo Apricot হল একটি৷
  • যদিও, লাদাখে ত্রিশটিরও বেশি ধরনের এপ্রিকট জন্মায়, কিন্তু রক্তসে কার্পো এই অঞ্চলের জন্য অনন্য এপ্রিকট।

২. আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় কোন দিনটিতে?

(A) ১৮ই ডিসেম্বর
(B) ২১শে ডিসেম্বর
(C) ২০শে ডিসেম্বর
(D) ১৯শে ডিসেম্বর

উত্তর
(A) ১৮ই ডিসেম্বর

  • জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) ৪ঠা ডিসেম্বর ২০০০ সালে  ১৮ই ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছিল।

৩. কোন দেশ ২০২২ সালের FIFA বিশ্বকাপ জিতলো?

(A) ফ্রান্স
(B) মরক্কো
(C) পর্তুগাল
(D) আর্জেন্টিনা

উত্তর
(D) আর্জেন্টিনা

  • আর্জেন্টিনা পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর ১৯শে ডিসেম্বর ২০২২ এ তাদের তৃতীয় বিশ্বকাপ জিতে নিলো।
  • লিওনেল মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়েছে।
  • ২০১৪ সালেও তিনি এই পুরস্কার পেয়েছিলেন।
  • আট গোল করে কাইলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেয়েছেন।

৪. কোন দেশ কর্ণাটকের বেঙ্গালুরুতে সম্প্রতি অন্ধদের জন্য আয়োজিত তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে?

(A) পোল্যান্ড
(B) ভারত
(C) ফ্রান্স
(D) জার্মানি

উত্তর
(B) ভারত

  • ভারত ১৭ই ডিসেম্বর ২০২২ এ কর্ণাটকের বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অন্ধদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সংস্করণ জিতে নিয়েছে।
  • ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়েছে ভারত।
  • ২০২৩ সালে পাকিস্তানে অন্ধদের জন্য চতুর্থ T20 বিশ্বকাপ আয়োজিত হবে।

৫. ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর এই নিয়ে দ্বিতীয়বার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?

(A) আয়ারল্যান্ড
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) পোল্যান্ড

উত্তর
(A) আয়ারল্যান্ড

  • ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর ২০২২ সালের ১৭ই ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • রাজধানী : ডাবলিন

৬. মিসেস ওয়ার্ল্ড ২০২২ এর খেতাব জিতলেন কে?

(A) সরগম কৌশল
(B) ক্যারোলিন জুরি
(C) অদিতি গোবিত্রিকর
(D) শ্যালিন ফোর্ড

উত্তর
(A) সরগম কৌশল

  • মিসেস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের সরগম কৌশল।
  • তিনি দ্বিতীয় ভারতীয় যিনি এই শিরোপা জিতলেন।
  • অদিতি গোবিত্রিকর ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড জিতেছিলেন।

৭. বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিশ্বব্যাপী ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(C) তৃতীয়

  • আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের একটি রিপোর্ট অনুসারে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রকাশ করেছেন যে ভারত বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে সপ্তম থেকে তৃতীয় স্থানে দুথে এসেছে।

৮. মহিলাদের উদ্বোধনী FIH Nations Cup 2022 জিতলো কোন দেশ?

(A) ভারত
(B) জাপান
(C) জার্মানি
(D) ফ্রান্স

উত্তর
(A) ভারত

  • ক্যাপ্টেন সবিতা পুনিয়ার নেতৃত্বে ভারতীয় মহিলা হকি দল স্পেনের ভ্যালেন্সিয়ায় উদ্বোধনী FIH নেশনস কাপ জিতে নিয়েছে।
  • ১-০ গোলে জিতেছে ভারত, জয়সূচক গোলটি করেছেন ভারতের গুরজিত কৌর।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button