Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ সম্প্রতি ‘Gay Marriage Law’ পাশ করেছে?

(A) জার্মানি
(B) আমেরিকা
(C) ফ্রান্স
(D) কানাডা

উত্তর
(B) আমেরিকা

  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সমকামী বিবাহ আইনে স্বাক্ষর করেছেন।
  • এই আইনটি ১৯৯৬ সালের বিবাহ আইনে বাতিল করা হয়েছিল।     ২০২২ সাল পর্যন্ত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ইত্যাদি সহ ৩৩টি দেশে সমকামী দম্পতির মধ্যে বিবাহ আইনত স্বীকৃত।

২. কোন প্রতিষ্ঠানকে সম্প্রতি ‘তামাকমুক্ত অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) AIIMS দিল্লী
(B) IIT খড়গপুর
(C) IISC বেঙ্গালুরু
(D) IIT দিল্লী

উত্তর
(A) AIIMS দিল্লী

  • অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS), নয়াদিল্লিকে সম্প্রতি ‘তামাকমুক্ত অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • AIIMS নিউ দিল্লি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে।
  • এছাড়াও, AIIMS-এর প্রাঙ্গনে গুটকা খেয়ে থুতু ফেলাও শাস্তিযোগ্য অপরাধ।

৩. সম্প্রতি কে নয়াদিল্লিতে হকি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন?

(A) কিরেন রিজিজু
(B) প্রেম কুমার ধুমল
(C) অনুরাগ ঠাকুর
(D) জে পি নাড্ডা

উত্তর
(C) অনুরাগ ঠাকুর

  • কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ১৬ই ডিসেম্বর ২০২২-এ নয়াদিল্লিতে হকি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন।
  • অনুষ্ঠানে ১৯৭৫ সালের হকি বিশ্বকাপ বিজয়ীরাও উপস্থিত ছিলেন।
  • FIH পুরুষদের বিশ্বকাপ ২০২৩ ভুবনেশ্বরের রাউরকেলায় ১৩ই জানুয়ারী ২০২৩ এ শুরু হবে।

৪. প্রতি বছর কোন দিনটিতে সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয়?

(A) ১৫ই ডিসেম্বর
(B) ১৮ই ডিসেম্বর
(C) ১৭ই ডিসেম্বর
(D) ১৬ই ডিসেম্বর

উত্তর
(B) ১৮ই ডিসেম্বর

  • প্রতি বছর ১৮ই ডিসেম্বর, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের প্রচারের জন্য সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়।
  • সংখ্যালঘু অধিকার দিবস ২০২২-এর থিম হল “All in 4 Minority Rights.”।

৫. মেট ফ্রেডেরিকসেন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?

(A) ডেনমার্ক
(B) নরওয়ে
(C) সুইডেন
(D) ফিনল্যান্ড

উত্তর
(A) ডেনমার্ক

  • মেট ফ্রেডেরিকসেন ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
  • তিনি জুন ২০১৯ সাল থেকে ডেনমার্কের প্রধানমন্ত্রী আছেন।
  • ডেনমার্কের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি।
  • ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।

৬. কোন দেশ হিংসাত্মক বিক্ষোভ দমন করতে ৩০ দিনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে?

(A) চিলি
(B) পেরু
(C) বলিভিয়া
(D) আর্জেন্টিনা

উত্তর
(B) পেরু

  • প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্টের নেতৃত্বে পেরুর নতুন সরকার সহিংস বিক্ষোভ দমনের জন্য ৩০ দিনের জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করেছে।
  • এক সপ্তাহ আগে প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের পর পেরুতে সহিংস প্রতিবাদ হয়েছিল৷

৭. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) কত তম সংস্করণ কলকাতায় ১৫ – ২২শে ডিসেম্বর এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে?

(A) ২৮শে তম
(B) ৩৪শে তম
(C) ৩২শে তম
(D) ৩০শে তম

উত্তর
(A) ২৮শে তম

  • পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ২৮তম সংস্করণ কলকাতায় ১৫-২২শে ডিসেম্বর ২০২২-এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
  • KIFF শুরু হয়েছিল ১৯৯৫ সালে।

৮. ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত পরিবারের জন্য একটি অনন্য আলফা-নিউমেরিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করার প্রস্তাব করেছে?

(A) গোয়া
(B) কর্ণাটক
(C) জম্মু ও কাশ্মীর
(D) গুজরাট

উত্তর
(C) জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর :

  • কেন্দ্রশাসিত অঞ্চল: ৩১শে অক্টোবর ২০১৯ থেকে
  • জেলা: ২০টি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button