Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক কে হলেন?

(A) উইলিয়ামস স্মিথ
(B) কেতানজি ব্রাউন জ্যাকসন
(C) রেবেকা ম্যাক্রন
(D) ইলহান ওমর

উত্তর :
(B) কেতানজি ব্রাউন জ্যাকসন

  • ৩০শে জুন ২০২২-এ কেতানজি ব্রাউন জ্যাকসন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক হয়েছেন ।
  • সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে তার মনোনয়ন ৮ই এপ্রিল, ২০২২-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট দ্বারা নিশ্চিত করা হয়েছিল।
  • তিনি মার্কিন সুপ্রিম কোর্টের ষষ্ঠ নারী বিচারপতি।
  • তিনি বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হন, যিনি অবসর নিয়েছেন।

২. ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস’ হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ১লা জুলাই
(B) ২৯শে জুন
(C) ২রা জুলাই
(D) ২২শে জুন

উত্তর :
(C) ২রা জুলাই

  • বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছর ২রা জুলাই পালিত হয়।
  • ১৯৯৪ সালে প্রথম এই দিবস পালিত হয়।
  • দিবসটির লক্ষ্য ক্রীড়া সাংবাদিকদের আরও ভাল কাজ করার জন্য স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা।

৩. NTPC সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে?

(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) গুজরাট

উত্তর :
(A) তেলেঙ্গানা

  • ১০০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পটি NTPC রামাগুন্ডমে চালু করা হয়েছে।
  • NTPC-এর মোট স্থাপিত বিদ্যুৎ শক্তি ক্ষমতা ৬৯,১৩৪.২০ মেগাওয়াটে পৌঁছেছে, যেখানে ২৩টি কয়লা-ভিত্তিক, সাতটি গ্যাস-ভিত্তিক, একটি হাইড্রো এবং ১৯টি পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প রয়েছে।

৪. স্টকহোমে মর্যাদাপূর্ণ ‘ডায়মন্ড লিগ মিট’-এ সম্প্রতি কে তার প্রথম পদক জিতল?

(A) মনীশ নারওয়াল
(B) নীরজ চোপড়া
(C) সরতাজ সিং টিওয়ানা
(D) বেদান্ত মাধবন

উত্তর :
(B) নীরজ চোপড়া

  • নীরজ চোপড়া ৩০শে জুন স্টকহোমে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগ মিটে তার প্রথম পদক জিতলো।
  • তিনি স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটারের থ্রো করে দ্বিতীয়  স্থান অর্জন করেছেন।
  • অ্যান্ডারসন পিটার্স ৯০.৩১ মিটার সেরা থ্রো করে এই ইভেন্ট জিতেছেন।
  • চোপড়া তার নিজের ৮৯.৩০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন যা তিনি ২০২২ সালের জুনে পাভো নুরমি গেমসে তৈরী করেছিলেন।

৫. পণ্য ও পরিষেবা কর (GST) বাস্তবায়নের স্মরণে কোন দিনটিকে ‘GST দিবস’ হিসাবে পালন করা হয়?

(A) ৩০শে জুন
(B) ৩রা জুলাই
(C) ২রা জুলাই
(D) ১লা জুলাই

উত্তর :
(D) ১লা জুলাই

  • ভারত ১লা জুলাইকে GST দিবস হিসেবে পালন করে পণ্য ও পরিষেবা কর (GST) বাস্তবায়নের স্মরণে যা দেশে পুরানো পরোক্ষ কর ব্যবস্থাকে প্রতিস্থাপিত করেছিল।
  • GST ১ জুলাই, ২০১৭ এ চালু হয়েছিল।

৬. EV চার্জিং স্টেশন সম্পর্কে তথ্য প্রদানের জন্য কোন ইলেকট্রিসিটি কোম্পানি ‘EV মিত্র’ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?

(A) Bengaluru Electricity Company (BESCOM)
(B) Siemens India Ltd
(C) Exide Industries Ltd
(D) Bharat Heavy Electrical Ltd

উত্তর :
(A) Bengaluru Electricity Company (BESCOM)

  • বেঙ্গালুরু ইলেকট্রিসিটি কোম্পানি (BESCOM) বেঙ্গালুরুতে EV চার্জিং স্টেশন সম্পর্কে তথ্য প্রদানের জন্য ‘EV Mitra’ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে।
  • অ্যাপটিতে ইলেকট্রিক যান ব্যবহারকারীরা স্টেশনে একটি স্লট আগে থেকে বুক করতে ব্যবহার করতে পারেন।
  • BESCOM বেঙ্গালুরুতে ১৩৬টি চার্জিং স্টেশন লঞ্চ করেছে এবং আরও ১৫২টি এই ধরনের স্টেশন শীঘ্রই চালু হবে।

৭. কোন মহাকাশ সংস্থা সম্প্রতি ৩ টি সিঙ্গাপুরের স্যাটেলাইট সহ একটি PSLV-C53 লঞ্চ করেছে?

(A) NASA
(B) ISRO
(C) SpaceX
(D) ESA

উত্তর :
(B) ISRO

  • নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের বাণিজ্যিক মিশনের অংশ হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা এই উৎক্ষেপণ করা হয়েছে।
  • এটি ছিল ISRO এর বছরের দ্বিতীয় উৎক্ষেপণ।

৮. কোন আন্তর্জাতিক ব্যাঙ্ক ভারতের প্রধানমন্ত্রীর ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে অর্থায়নের জন্য ১.৭৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছে?

(A) New Development Bank
(B) Islamic Development Bank
(C) World Bank
(D) Asian Development Bank

উত্তর :
(C) World Bank

  • মোট ঋণের মধ্যে ১ বিলিয়ন ডলার স্বাস্থ্য খাতে যাবে, বাকি ৭৫০ মিলিয়ন ডলার অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য।

বিশ্বব্যাংক:

  • সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্রপতি: ডেভিড মালপাস
  • প্রতিষ্ঠা: জুলাই ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র
  • নীতিবাক্য(Motto): Working for a World Free of পভার্টি
  • প্রতিষ্ঠাতা: জন মেনার্ড কেইনস, হ্যারি ডেক্সটার হোয়াইট


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button