1st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১লা জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?
(A) একনাথ শিন্ডে
(B) আদিত্য ঠাকুরে
(C) সঞ্জয় রাউত
(D) শরদ পাওয়ার
- একনাথ শিন্ডে ৩০শে জুন ২০২২-এ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
- মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মিঃ শিন্ডেকে শপথবাক্য পাঠ করান।
- রাজ্যের ২০তম মুখ্যমন্ত্রী হলেন তিনি।
- মিস্টার শিন্ডে ছাড়াও দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
- তিনি উদ্ধব ঠাকরের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২৯শে জুন ২০২২-এ পদ থেকে পদত্যাগ করেছেন।
২. টেনিসের ইতিহাসে সম্প্রতি কে প্রথম খেলোয়াড় হিসাবে চারটি গ্র্যান্ড স্লামেই ৮০টি ম্যাচ জিতলেন?
(A) রাফায়েল নাদাল
(B) নোভাক জোকোভিচ
(C) অ্যান্ডি মারে
(D) রজার ফেদারার
- ২৭শে জুন ২০২২-এ লন্ডনে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর প্রথম দিনে তিনি দক্ষিণ কোরিয়ার কুন সুন-উ-কে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছেন।
৩. ভারতে কোন দিনটিকে ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়?
(A) ৯ই মার্চ
(B) ১লা জুলাই
(C) ১৯শে মে
(D) ১৭ই এপ্রিল
- সমাজে ডাক্তারদের অবদানকে তুলে ধরার জন্য প্রতি বছর ১লা জুলাই ভারতে ‘ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন’ (IMA) দ্বারা এই দিনটি পালিত হয়।
- ভারতে এর উদযাপন শুরু হয়েছিল ১৯৯১ সালে ডঃ বিধান চন্দ্র রায়কে সম্মান জানাতে।
- তিনি একজন বিখ্যাত চিকিৎসক এবং স্বাধীনতা সংগ্রামী, যার জন্ম ও মৃত্যুবার্ষিকী, উভয়ই ১লা জুলাই।
- ২০২২ এর থিম হল “Family Doctors on the Front Line”।
৪. কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা করেছে?
(A) মধ্য প্রদেশ
(B) গোয়া
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার রাজ্যের প্রতিটি পরিবারের জন্য এই কার্ড ইস্যু করতে চলেছে।
- এই কার্ডগুলির সাহায্যে সরকার সেই-সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করবে যাদের কোনো সরকারি চাকরি বা কোনো ধরনের রোজগার নেই।
- সরকার এই ধরনের পরিবারের অন্তত একজনকে চাকরি, কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান দেওয়ার চেষ্টা করবে।
৫. আন্তর্জাতিক সংসদ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?
(A) ২২শে মে
(B) ৫ই মার্চ
(C) ৩০শে জুন
(D) ১১ই এপ্রিল
- প্রতি বছর ৩০শে জুন, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) আন্তর্জাতিক সংসদ দিবস উদযাপন করে।
- দিনটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে সংসদের গুরুত্ব তুলে ধরে।
- দিবসটি ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
৬. ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন?
(A) ইন্দোনেশিয়া
(B) ফিলিপাইন
(C) ব্রুনাই
(D) মালয়েশিয়া
- ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
- তিনি রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হলেন।
- অবসরপ্রাপ্ত প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।
৭. কাকে সম্প্রতি ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি GAIL (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে?
(A) সন্দীপ কুমার গুপ্ত
(B) বিবেক ফাঁসালকার
(C) নিতিন গুপ্ত
(D) বিপিন সাংঘি
- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ফাইনান্সিয়াল ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তকে ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি GAIL (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
- তিনি মনোজ জৈনের স্থলাভিষিক্ত হবেন।
৮. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘কাশি যাত্রা’ স্কিম লঞ্চ করেছে?
(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক
- কর্ণাটক সরকার ‘কাশী যাত্রা’ প্রকল্প চালু করেছে।
- এই প্রকল্পের অধীনে উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থযাত্রা করতে ইচ্ছুক ৩০,০০০ তীর্থযাত্রীদের প্রত্যেককে ৫,০০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে৷
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here