Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?

(A) একনাথ শিন্ডে
(B) আদিত্য ঠাকুরে
(C) সঞ্জয় রাউত
(D) শরদ পাওয়ার

[spoiler title=”উত্তর : “] (A) একনাথ শিন্ডে

  • একনাথ শিন্ডে ৩০শে জুন ২০২২-এ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
  • মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মিঃ শিন্ডেকে শপথবাক্য পাঠ করান।
  • রাজ্যের ২০তম মুখ্যমন্ত্রী হলেন তিনি।
  • মিস্টার শিন্ডে ছাড়াও দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
  • তিনি উদ্ধব ঠাকরের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২৯শে জুন ২০২২-এ পদ থেকে পদত্যাগ করেছেন।
[/spoiler]

২. টেনিসের ইতিহাসে সম্প্রতি কে প্রথম খেলোয়াড় হিসাবে চারটি গ্র্যান্ড স্লামেই ৮০টি ম্যাচ জিতলেন?

(A) রাফায়েল নাদাল
(B) নোভাক জোকোভিচ
(C) অ্যান্ডি মারে
(D) রজার ফেদারার

[spoiler title=”উত্তর : “] (B) নোভাক জোকোভিচ

  • ২৭শে জুন ২০২২-এ লন্ডনে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর প্রথম দিনে তিনি দক্ষিণ কোরিয়ার কুন সুন-উ-কে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছেন।
[/spoiler]

৩. ভারতে কোন দিনটিকে ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়?

(A) ৯ই মার্চ
(B) ১লা জুলাই
(C) ১৯শে মে
(D) ১৭ই এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (B) ১লা জুলাই

  • সমাজে ডাক্তারদের অবদানকে তুলে ধরার জন্য প্রতি বছর ১লা জুলাই ভারতে ‘ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন’ (IMA) দ্বারা এই দিনটি পালিত হয়।
  • ভারতে এর উদযাপন শুরু হয়েছিল ১৯৯১ সালে ডঃ বিধান চন্দ্র রায়কে সম্মান জানাতে।
  • তিনি একজন বিখ্যাত চিকিৎসক এবং স্বাধীনতা সংগ্রামী, যার জন্ম ও মৃত্যুবার্ষিকী, উভয়ই ১লা জুলাই।
  • ২০২২ এর থিম হল “Family Doctors on the Front Line”।
[/spoiler]

৪. কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) গোয়া
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (D) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার রাজ্যের প্রতিটি পরিবারের জন্য এই কার্ড ইস্যু করতে চলেছে।
  • এই কার্ডগুলির সাহায্যে সরকার সেই-সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করবে যাদের কোনো সরকারি চাকরি বা কোনো ধরনের রোজগার নেই।
  • সরকার এই ধরনের পরিবারের অন্তত একজনকে চাকরি, কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান দেওয়ার চেষ্টা করবে।
[/spoiler]

৫. আন্তর্জাতিক সংসদ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

(A) ২২শে মে
(B) ৫ই মার্চ
(C) ৩০শে জুন
(D) ১১ই এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (C) ৩০শে জুন

  • প্রতি বছর ৩০শে জুন, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) আন্তর্জাতিক সংসদ দিবস উদযাপন করে।
  • দিনটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে সংসদের গুরুত্ব তুলে ধরে।
  • দিবসটি ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

৬. ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন?

(A) ইন্দোনেশিয়া
(B) ফিলিপাইন
(C) ব্রুনাই
(D) মালয়েশিয়া

[spoiler title=”উত্তর : “] (B) ফিলিপাইন

  • ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
  • তিনি রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হলেন।
  • অবসরপ্রাপ্ত প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।
[/spoiler]

৭. কাকে সম্প্রতি ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি GAIL (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে?

(A) সন্দীপ কুমার গুপ্ত
(B) বিবেক ফাঁসালকার
(C) নিতিন গুপ্ত
(D) বিপিন সাংঘি

[spoiler title=”উত্তর : “] (A) সন্দীপ কুমার গুপ্ত

  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ফাইনান্সিয়াল ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তকে ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি GAIL (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
  • তিনি মনোজ জৈনের স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

৮. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘কাশি যাত্রা’ স্কিম লঞ্চ করেছে?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (D) কর্ণাটক

  • কর্ণাটক সরকার ‘কাশী যাত্রা’ প্রকল্প চালু করেছে।
  • এই প্রকল্পের অধীনে উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থযাত্রা করতে ইচ্ছুক ৩০,০০০ তীর্থযাত্রীদের প্রত্যেককে ৫,০০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে৷
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button